প্রবাসী আরবি ভাষা শিক্ষা বই
বাংলা থেকে আরবি ভাষা শিখুন প্রবাসী ভাইদের জন্য আরবি ভাষা শিক্ষার সহজ উপায়
প্রবাসী আরবি ভাষা শিক্ষা প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ
কিন্তু কোন এক সময় প্রবাসী আরবি ভাষা শেখা অনেক কঠিন ছিল এবং অনেক সময় লাগতো তবে এখন আরবি ভাষা শিখতে তেমন বেশি সময় লাগে না অল্প সময়ে আপনি আরবি ভাষা শিখতে পারবেন, এই সুযোগটি নিয়ে এলো গুগল আপনি গুগলে গিয়ে সার্চ দিলে যে কোন দেশের ভাষা সহজে শিখতে পারবেন অথবা google play store এ গিয়ে চার্জ দিলে আপনি পেয়ে যাবেন সকল দেশের ভাষা শিক্ষা অ্যাপস।
আরবি ভাষা শিক্ষা
বাংলাদেশের অনেক লোক বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী হিসাবে কাজ করে থাকেন। এর মধ্যে অধিকাংশ লোক আরব দেশসমূহে কাজ করেন। তবে আরবি ভাষা না জানার কারণে অনেক সমস্যায় পড়েন। এজন্যে আরবি ভাষা শিক্ষা কোর্স করার পাশাপাশি বেশি বেশি চর্চা করলে সহজে আরবি ভাষা শিখতে পারবেন। এখানে আমরা কিছু আরবি শব্দ ও বাক্য জানবো যা সকলের কাজে আসবে
সহজে শিখুন আরবি ভাষা
আমাদের এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি অনেক সহজে এবং অল্প সময়ে প্রবাসী আরবি ভাষা শিখতে পারবেন এবং আরো অন্যান্য দেশের ভাষা শিখতে পারবেন আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের ভাষা শিক্ষা নিয়ে তাই আপনি আমাদের এই ওয়েবসাইট এর মাধ্যমে বিভিন্ন দেশের ভাষা শিখতে পারবেন অল্প সময়ে
প্রয়োজনীয় শব্দাবলী | Bangla to arabic language learning book pdf
আমার জন্য = (লী) For me (ফর মি)
আমাদের জন্য = (লানা) For us (ফর আস)
তোমার জন্য = (লাকা) For you (ফর ইউ)
তোমাদের জন্য = (লাকুম) For you (ফর ইউ)
হ্যাঁ = (না'য়াম) yes (ইয়েস)
আমি = (আনা) I(আমি)
আমরা = (না’হ্) We (উই)
তুমি (পুং) = (আন্তা) you (ইউ)
তুমি (স্ত্রী) = (আতি) you (ইউ)
তিনি (পুং) = (হুয়া) He (হি)
তিনি (স্ত্রী) = (হিয়া) She (শী)
না = (লা-) No (নো)
কেন ? = (লিমা-যা / লিমা-) Why (হোয়াই)
কখন ? = (মাতা-) When (হোয়েন)
কোথায় ? = (আইনা) Where (হোয়ার)
কেমন ? = (কাইফা) How (হাউ)
সকল = (কুললু) All (অল)
সব সময় = (আবাদান) Always (অলওয়েজ)
কি ? = (হাল / মা-যা -/ মা-) What (হোয়াট)
কে ? = (মান) Who (হু)
হে / ওহে = (ইয়া-) Oh / Hollo (ওহ / হ্যালো)
নিশ্চয় / অবশ্যই = (ক্বাদ /ইন্না / আন্না) Sure (শিওর)
কিন্তু = (লা’- কিন্না) But (বাট)
সম্ভবত = (লা' আল্লা) Perhaps (পারহ্যাপস)
তোমার সাথে = (মা'আক) With you (উইথ ইউ)
আছে = (মাওজুদু) Hsve (হ্যাভ)
মধ্যে / মধ্য = (বাইনা) Among / Between (অ্যামং / বিটুঈন)
কত ? = (কাম ?) How much (হাউ মাচ্)
উপরে = (ফাউক্ক) Upon / on (আপন / অন্)
নিচে = (তা'হাত) Under (আন্ডার)
ডান = (ইয়ামীন) Right (রাইট)
বাম = (ইয়াসা-র) Left (লেফ্ট)
পূর্বে = (ক্বাবলা) Before (বিফোর)
পরে = (বা’দু) After (আফটার)
সামনে = (আমা-ম) Before / Infront of (বিফোর / ইনফ্রন্ট অব)
পিছনে = (খাল্ফ/ ওয়ারা-) Behind (বিহাইন্ড)
হায় আল্লাহ্ ! =tTC (ইয়া– আল্লাহ্) Oh Allah! (ওহ ঃ আল্লাহ!
খুবই সুন্দর = (জামীল জিদ্দান) Very nice (ভেরী নাইস)
ঠিক আছে = (ত্বাইয়্যিব) All righgt (অল রাইট)
খুব বেশী = (কাছীর জিদ্দান) Too much (টু-মাচ)
কখনই নয় = (কাল্লা) Never (নেভার)
অসুবিধা নেই = (লা-বাস) No problem(নো প্রোবলেম)
আর কিছু নেই = (লা-বা'দ) Nothing more (নাথিং মোর)
আপনার যেমন ইচ্ছা = (কামা- তুরীদ) As you wish (এ্যাজ ইউ উইশ)
বন্ধ = (মুলাক্ক) Closed (ক্লোজড)
খোলা = (মাতৃ'হ) Open (ওপেন)
এখন = (আলআন) Now (নাউ)
সাথে, দ্বারা = (বি) With (উই)
সঙ্গে / সাথে = (মা'আ) With/ By (উইথ / বাই)
ভিতরে = (ফী) In (ইন)
পর্যন্ত = (হা'ততা-) Til (টিল)
জন্য = (লা / লি) For (ফর)
হতে /থেকে = (আন) From (ফ্রম)
পর্যন্ত = (ইলা-) To (টু)
এবং = (ওয়া) And (এ্যান্ড)
অথবা = (আও) Or (অর
ব্যতীত = (আদা- /খালা-) Without (উইদাউট)
ছাড়া = (ইল্লা) Exerpt (এক্সেপ্ট)
যদি = (লাও / ইন) If (ইফ)
যখন = (ইযা-) When (হোয়েন)
কাছে / নিকটে = (ইন্দা) To (টু)
শুধু = (ফাক্বাত্ব) Only (অনলি)
আরো = (আইদ্বান) more (মোর)
কাছে = (ক্বারীব) Near (নিয়ার)
দূরে = (বা'য়ীদ) Away from (অ্যাওয়ে ফ্রম)
ছিল = (কা-না) Was (ওয়াজ)
বরং = (বাল) Rather (রাদার)
খুব সম্ভব = (মিনাল মু'তামাল) Probably (প্রব্যাবলী)
হয়ত বা = (রুববামা-) Porhaos (পারহ্যাপাসি)
সম্ভব = (মুম্কিন) Pdssible (পসিবল)
অসম্ভব = (গাইরু মুম্র্কিন) Impossible (ইম্পসিবল)
এই = (হা-যা-) This (দিস্)
ঐ = (যা-লিকা) That (দ্যাট)
এখানে = (হুনা-) Here (হিয়ার)
ওখানে = (হুনা-কা) There (দেয়ার)
কোনটি = (আইয়ু) Which (হুইচ)
অবস্থা = ('হা-ল) Condition (কন্ডিশন)
উল্টা = (দ্বিদ) Opposite (অপোজিট)
কিছু = (বা’আদ্ব) Some (সাম)
ভাল = (ত্বইয়্যিব) Good (গুড)
মন্দ = (গাইরু ত্বইয়্যিব) Bad (ব্যাড)
অসুস্থ = (মারীদ্ব) Sick (সিক)
চিন্তিত = ('হাঝীন) Anxious (অ্যানস্কশাস)
ধন্যবাদ = (শুকরান) Thanks (থ্যাংকস্)
মাফ করবেন = (আওয়ান) Excuse me (এক্সকিউজ মি)
শুভাগমন = (মারহাবা-আহলান ওয়া সাহলানা) Welcome (ওয়েলকাম)
অনেক = (কাছীর) much (মাচ)
অল্প = (ক্বালীল) Little (লিটল)
নতুন = (জাদীদ) New (নিউ)
পুরাতন = (ক্বাদীম) Old (ওল্ড)
বড় = (কাবীর) Big (বিগ)
ছোট = (ছাগীর) Small (স্মল)
সহজে আরবি ভাষা শেখার বই pdf
প্রশস্ত = ('আরীদ্ব) Wide (ওয়াইড)
সংকীৰ্ণ = (দ্বাইয়িক্ক) Narrow (ন্যারো
লম্বা = (ত্ববীল) Long (লং)
খাটো = (ক্বাছীর) Short (শর্ট)
মোটা = (সামীন) Fat (ফ্যাট)
চিকন = (না'হীফ) Thin (থিন্)
দামী = (গা-লী) Costly (কসটলী)
সস্তা = (রাখীছু) Cheap (চীপ)
উপকারী = (মুফীদ) Useful (ইউজফুল)
ক্ষতিকর = (মুদ্ধির) Harmful (হার্মফুল)
তাড়াতাড়ি = (সুর 'আহ) Quickly (কুইকলি)
আস্তে আস্তে = (হুদু) Slowly (স্লোলী)
কার জন্য ? = (লিমান) For whom (ফর হুম্)
কোত্থেকে ? = (মিন আইনা) From where (ফ্রম্ হোয়ার)
কোথায় ? = (আইনা) Where (হোয়ার)
রং = (লাউনু) Colour (কালার)
কি রং ? = (আইয়ু লাউন) Which Colour (হুইচ্ কালার)
অংশ = (জুঝ) Part (পার্ট)
কোন্ অংশ ? = (আইয়ু জুঝ) Which part (হুইচ্ পাৰ্ট)
আবশ্যক = (লা- ঝিম) Necessary (নেসেসারী)
গুরুত্বপূর্ণ / প্রয়োজনীয় = (মুহিম) Important (ইম্পর্ট্যান্ট)
মনোযোগ = (ইহতিমা-ম) Attention (অ্যাটেনশন)
সহজ = (সাহাল) Easy (ইজি)
কঠিন = (ছায়াব) Difficult (ডিফিকাল্ট্)
বিপজ্জনক = (খাত্বীর) Dangreous (ডেন্জারাস)
সেবা = (খিদ্মাহ) Service (সার্ভিস)
কাজ = ('আমাল) Work (ওয়ার্ক)
উপহার = (তুহফাহ / হাইয়াহ) Gift (গিফ্ট)
ক্লান্ত = (মুত'আব) Tired (টায়ার্ড)
কার্যালয় = (মাক্তাব) Office (অফিস)
কোম্পানি = (শারিকাহ) Company (কম্প্যানি)
মিটিং / সভা = (ইজতিমা-) Meeting (মিটিং)
সম্বোধন = (খিত্ব-ব) Address (অ্যাড্রেস)
অনুষ্ঠান = ('হাফলাহ) Function (ফাংশন)
ক্লাব = (না-দী) Club (ক্লাব)
বনভোজন = (নুঝহা) Picnic (পিকনিক)
লক্ষ্য = (হাদাফ) Target (টার্গেট)
উদ্দেশ্য = (গারাদ্ব) Aim/objective (এইম/অবজেক্টিভ)
হতভম্ব = (মাদ্হুশ) Astounded (অ্যাস্টাউন্ডেড)
পত্রিকা = (জারীদাহ) Newspaper (নিউজপেপার)
ম্যাগাজিন = (মাজাল্লাহ) Magazine (ম্যাগাজিন)
জীবন = (হায়া-তু) Lifte (লাইফ)
মৃত্যু = (মাউতু) Death (ডেথ)
রোগ = (মারীদু) Disease (ডিজীজ্)
ধূমপান = (তাদখীন) Smoking (স্মোকিং)
গাছ = (শাজারা) Tree (ট্রী)
ফল = (ছামার) Fruit (ফ্রুট)
ফুল = (ঝাহরাহ) Flower (ফ্লাওয়ার)
অনুমতি = (ইজনুন) Permission (পারমিশন)
নিষিদ্ধ = (মামনূ) prohibited (প্রহিবিটেড)
উপদেশ = (নাজ্বী'হাহ) Advice (অ্যাডভাইস)
সময় = (ওয়াকত) Time (টাইম)
দূতাবাস = (সাফা-রাহ্) Embassy (এমব্যাসি)
রাষ্ট্রদূত = (সাফীর) Ambassador (অ্যাম্বাস্যাডর)
পাসপোর্ট = (জাওয়া-ঝু সাফার) Passport (পাসপোর্ট)
বাজার = (সূক্ক) Market (মার্কেট)
কারখানা = (মাছুনা') Factory (ফ্যাক্টরী)
স্বর্ণ = (যাহাব) Gold (গোল্ড)
রৌপ্য = (ফিদ্বদ্বাহ) Silver (সিলভার)
লোহা = (হাদীদু) Iron (আয়রান)
খাদ্য = (ত্বা'আ-মু) Food (ফুড)
হোটেল = (ফুন্দুক্ক) Hotel (হোটেল)
রান্নাঘর = (মাতৃবাখ) Kitchen (কিচেন)
ভাত = (রুঝ) Rice (রাইস)
গোশত = (লা'হাম্) Met (মীট)
মাছ = (সামাক্) Fish (ফিশ)
পানি = (মা-) Water (ওয়াটার)
দুধ = ('হালীব) Milk (মিল্ক)
চা = (শাই) Tea (টী)
বরফ = (ছাল্জ্) Ice (আইস)
ঠাণ্ডা = (বা-রিদ ) Cold (কোল্ড)
গরম = (হা-র) Hot (হট্)
arabic spoken book pdf in bangla
ঠিক = (ছা’হীহ) Correct (কারেক্ট)
শুদ্ধ: = (ছাওয়াদ) Right (রাইট)
ভুল = (খাত্বা-'/ গালাত্ব) Wrong/Mistake (রং / মিস্টেক্)
আকাশ = (সামা-) Sky (স্কাই)
পৃথিবী = (আরদ্ব) Earth (আর্থ)
পাহাড় = (জাবাল) Hill (হিল)
মরুভূমি = (ছা’হরা) Desert (ডেজার্ট)
পাথর = ('হিজা-রাহ) Stone (স্টোন)
নদী = (নাহ্) River (রিভার)
সাগর =(বা’হ্) Sea (সী)
সূর্য = (শামস্) Sun (সান)
চন্দ্র = (ক্কামার্) Moon (মূন)
তারকা = (নাজ্ম্) Star (স্টার)
দিন = (নাহা-র) Day (ডে)
রাত = (লাইলাহ্) Night (নাইট)
সপ্তাহ = (উসব') Week (উয়ীক)
মাস = (শাহ্ র) Month (মান্থ)
বছর = (সানাহ্) Year (ইয়ার)
নাম = (ইসম) Name (নেম)
পিতা = (আবু) Father (ফাদার)
মাতা = (উম্) Mother (মাদার)
ছেলে = (ইবন্) Son (সান)
মেয়ে = (বিন্ত) Daughter (ডটার)
বিবাহিত = (মুতাঝাওয়াজ) Married (মেরিড)
অবিবাহিত = (গাইরু মুতাঝাওয়াজ) Unmarried (আনমেরিড)
তালাকপ্রাপ্তা = (মুত্বালাক্কাহ) Divorcee (ডিভোর্সী)
বিধবা = (আরমালাহ) Widow (উইডো)
বিদ্যালয় = (মাদরাসাহ) School (স্কুল)
শিক্ষক = (উস্তা-য) Teaher (টীচার)
ছাত্র = (তিলমীয) Student (স্টুডেন্ট)
পুস্তক = (কিতা-ব) Book (বুক)
ঘর = - (বাইত) House (হাউস)
দরজা = (বা-ব) Door (ডোর)
চাবি = (মিফতা-'হ) Key (কী)
নির্বাচন = (ইনতিখা-ব) Election (ইলেক্শন)
আন্দোলন = ('হারাকাহ) Movement (মুভমেন্ট)
বিপ্লব = (ইনক্কিলা-ব) Revolution (রিভলিউশন)
ধর্মঘট = (ইদ্বরা-ব) Strike (স্ট্রাইক)
অনশন ধর্মঘট = (ইদ্বরা-ব 'আনিত্ব ত্বা 'আ-ম) Hunger strike (হাংগার-স্ট্রাইক)
শেষ পর্যন্ত = (ফী লাহয়াহ আ-খীরাহ) Atlast (এ্যাট লাস্ট)
গুপ্তচর = (জাসূস) Spy (স্পাই)
হঠাৎ = (ফুজয়াহ) Suddenly (সাডেনলি)
উদাহরণ স্বরূপ = ('আলা-সাবীলিল মিছা-ল) For exzmple (ফর এগজাম্পল)
আমি নিশ্চিত = (আনা মুতায়াককিদ) I am sure (আই এ্যম শয়র)
আমি খুবই দুঃখিত = (আনা মুতায়াসিফ জিদ্দান) I am very sorry (আই এ্যাম ভেরী সরি)
এটা খুবই সহজ = (হা-যা-বাসীত্ব জিদ্দান) It is very easy (ইট্ ইজ ভেরী ইজি)
আমাকে বল সে কোথায় ? = (কুল লী আইনা হুয়া) Tell me where he is (টেল মি হোয়ার হি ইজ)
আমাকে দেখাও সে কেমন ? = (আরিনী কাইফা হুয়া) Show me how he is (শো মি হাউ হি ইজ)
অবশেষে আমি তাকে বললাম = (কুলতু লাহু আখীরান) At last I told him (এ্যাট লাস্ট আই টোল্ড হিম)
আমার কথাটি তার কাছে যথাযথভাবে বলে দাও = (কুল লাহু কালা-মী বিদ্বদ্বাবত্ব ) Tell my word to him exactly (টেল যাই ওয়ার্ড টু হিম এক্সাকটলি)
হয়ত বা সে আসবে = (রুব্বামা-হুয়া ইয়াজী) He may come (হি মে কাম)
তোমার কথা দীর্ঘ করো না = (লা-তুত্বাওয়িল কালা-মাক) Don't prolong your speech (ডন্ট প্রোলং ইওর স্পীচ)
আমি আর চাই না = (লা-উরীদুল মাঝীদ) I don't want any more (আই ডন্ট ওয়ন্ট এনি মোর)
আমি পরওয়া করি না = (লা-উবা-লী) I don't care (আই ডন্ট কেয়ার)
প্রবেশ করতে পারি কি ? = (হাল তাসমা' হ্লী বিদদুখুল/ মুম্কিনুদ্দুখূল) May
I come in ? (মে আই কাম ইন?)
তাড়াতাড়ি এ দিকে এসো = (তা 'আ-ল হুনা- বিসুর 'আহ) Come here quickly (কাম হেয়ার কুইক্লি)
তাড়াতাড়ি সেখানে চলে যাও = (ইয্হাব- হুনা-কা বিসুর 'আহ) Go there quickly (গো দেয়ার কুইক্লি)
এ মুহূর্তেই চলে যাও = (ইয্হার ফী হা-যিহিল লাাহ্ যাহ্) Go at once (গো এ্যাট ওয়ান্স)
কথা বলো না = (লা-তাতাকাল্লাম). Don't talk (ডন্ট টক)
বসো না = (লা-তাজলিস্) Don't sit down (ডন্ট সিট ডাউন)
আমি তোমাকে দেখতে চাই না = (লা-উরীদু আন আরা-কা) I don't want to see you (আই ডন্ট ওয়ন্ট টু সি ইউ)
তুমি এটা করো না = (লা-তাফ 'আল হা-যা-)
হাসি মুখে কথা বল = (তাকাল্লাম তাবাস্সুমান/ বিবাশা-শাতিল ওয়াজহি) Taik with smile (টক ইউথ স্মাইল)
অনুমতি দিন = (ইসমা'হ লী) If you allw me
নোট : এ শব্দটি কারো কাছে কথা বলার বা কাজ করার অনুমতি নেয়ার জন্য বলা হয়।
