ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf ডাউনলোড করে পড়তে পারেন,
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,
ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?
৩০ দিনে ইংরেজি বানান ও উচ্চারণের সহজ নিয়ম pdf | best spoken english book in bengali
স্মরণীয় [To Remember]
This loan is repayable with twenty years' (এই ঋণ কুড়ি বছরে শোধ করা যাবে)।
He recalled his school days. ( সে তার স্কুল জীবনের দিনগুলো স্মরণ করছিল)।
When would you return? তুমি কবে ফিরবে?) এই তিনটি বাক্য—
তুমি পাস করলে তোমার পিতা-মতা সুখী হবেন। Should you pass, your parents would be happy. শুভ ইউ পাস, ইয়োর পেরেনটস উড বী হ্যাপী।
আমি ইংরেজী বলতে পারি। I know how to speak English. আই নো হাউ টু স্পীক ইংলিশ ।
তুমি কোন কলেজে পড়? In which college do you study? ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি?
তোমার পড়াশুনা কেমন চলছে? How are you getting on with your studies? হাউ আর ইউ গেটিং অন উইথ্ ইয়োর স্টাডিজ?
আমি দু'বছর এই কলেজে আছি । I have been in this college for two years. আই হ্যাভ বীন ইন দিস কলেজ ফর টু ইয়ারস।
আমি ১৯৭৫ সাল থেকে এই কলেজে আছি । I have been in this college since 1975. আই হ্যাভ বীন ইন দিস কলেজ সিনস নাইনটিন সেভেন্টি ফাইভ।
তোমার স্কুলটা ভাল । Your school is good. ইয়োর স্কুল ইজ গুড ।
সে ইংরেজীতে পাকা । He is strong in English. হি ইজ স্ট্রং ইন ইংলিশ ।
সে এ'বছর পরীক্ষায় বসছে না । He is droping out of the examination this year. ইজ ড্রপিং আউট অফ দি এগজামিনেশন দিস ইয়ার।
সে খেলাধূলায় খুব ভাল । He is very good at games. হী ইজ ভেরি গুড এ্যাট গেমস। তোমার হাতের লেখা ভাল নয়।
তোমার হাতের লেখা ভাল নয় | You do not write a good hand. ইউ ডু নট রাইট এ গুড হ্যান্ড ।
When does her examination comence. হোয়েন ডাজ হার এগজামিনেশন কমেনস ?
আমি এ বছর বি, এ, পাশ করব। I shall pass my B. A. this year. আই শ্যাল পাস মাই বি, এ, দিস ইয়ার।
আমি আজ কিছুই পড়তে পারিনি। I couldn't study anything today. আই কুড নট স্টাডি এনিথিং টুডে।
সে বি,এ, পরীক্ষায় পাশ করতে পারেনি। He failed at the B. A. examination. হী ফেলড এ্যাট দি বি, এ, এগজামিনেশন ।
প্রশ্ন অত্যন্ত সহজ। The question is very easy. দি কোয়েশ্চেন ইজ ভেরি ঈজী ।
না নাজমা, না তার বোন নিয়মিত স্কুলে আসে। Neither Nazma nor her sister comes to school regularly. নাইদার নাজমা নর হার সিসটার কামস টু স্কুল রেগুলারলি ।
আমি নিশ্চয়ই পাশ হয়ে যাব । I shall certainly get through. আই শ্যাল সার্টেনলি গেট থ্রু।
কাল রাত্রে আমি একটা মজার বই পড়েছি। I read a very interesting book last night. আই রিড এ ভেরি ইনটারেসটিং বুক লাসট নাইট ।
ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ ডিকশনারি
সে ইংরেজীতে দুর্বল। He is weak in English. হী ইজ উইক ইন ইংলিশ ।
আজকাল ক্লাশ তাড়াতাড়ি শুরু হয়ে যায় । Classes start early now-a-days. ক্লাসেস স্টার্ট আর্লি নাউ- এ-ডেজ।
আমরা সম্পূর্ণ পাঠ্যক্রম পড়ে নিয়েছি।
We have completed our course of studies. উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার কোর্স অফ্ স্টাডিজ।
হয় তাঁর কাছে ক্ষমা চাও ৷ হ'লে জরিমানা দাও । You should either beg his pardon. or you should pay the fine. ইউ শুড আইদার বেগ হিজ পারডন অর ইউ শুভ পে দি ফাইন।
সে কিছুই জানে না । He doesn't know anything. হী ডাজনট নো এনিথিং ।
সে বুধবার থেকে অনুপস্থিত । She is absent since Wednesday. শী ইজ এ্যাবসেন্ট সিনস ওয়েডনেসডে।
আমার কাজ শেষ করার সময় ছিল না। I hadn't time to finish my work. আই হ্যাডনট টাইম টু ফিনিশ মাই ওয়ার্ক।
এর অর্থ কি? What does it mean? হোয়াট ডাজ ইট মীন ।
সে মন দিয়ে পড়াশুনা করে । She takes keen interest in her studies. শী টেকস কীন ইনটারেষ্ট ইন হার স্টাডিজ।
ছাত্রেরা পরীক্ষার ফল কাল জানতে পারবে। The sudents will know the result tomorrow. f স্টুডেন্টস উইল নো দি রেজাল্ট টুমোরো।
তুমি পরীক্ষয় উত্তীর্ণ হয়েছ । You have passed the examination. ইউ হ্যাভ পাসড দি এগজামিনেশন।
আমাকে পড়তে দিচ্ছ না কেন? Why don't you allow me to read? হোয়াই ডোন্ট ইউ এ্যালাও মী টু রীড?
যাই অল ইয়োর রিকোয়্যারমেন্টস আন্ডার ওয়ান রুষ্ণ, গো টু এ ডিপার্টমন্টোল স্টোর।
এই দোকানদার ভেজাল মান বিক্রী করে। This shopkeeper sells adulterated staff. শপকীপার সেলস এ্যাডলটারেটেড ষ্টাফ |
ইংরেজি উচ্চারণ শেখার বই pdf
আপনারা চেক নেন? Do you accept cheques. ডু ইউ এ্যাকসেপ্ট চেকস?
এই দোকানদার লুকিয়ে আমদানীকৃত জিনিস বিক্রী করে। This shopkeeper seils imported goods under the counter: দিস শপকীপার সেলস ইমপোর্টেড গুডস আক্তার দি কাউন্টার।
এটা মরচে ধরা। It is rusted. ইট ইজ রাসটেড।
এটা ময়লা । It is soiled, ইট ইজ সয়েল্ড।
এটা ছেঁড়া ৷ It is torn. ইট ইজ টর্ন।
একেবারে নতুন । It is brand new. ইট ইজ ব্রান্ড নিউ ।
স্মরণীয় [To Remember]
যে সব শব্দের শেষে ant থাকে সেগুলো কখনও বিশেষ্য ও কখনও বিশে হয়ে থাকে। যেমন- abundant (প্রচুর মাত্রাতে উপলব্ধ), dista (দূরের), ignorant (অজ্ঞান), important (গুরুত্বপূর্ণ) ি applicant (প্রার্থী), servant (ভৃত্য) এগুলো বিশেষ্য যদিও এ শেষে ant আছে।
ent দিয়ে যে শব্দের শেষ, সে গুলোও (ant দিয়ে শেষ হওয়া শ মতন) কখনও বিশেষণ ও কখনও বিশেষ্য হয়। যেমন- asent (চড়
comment (মন্তব্য) দু'টি বিশেষ্য, আর dependent (নিভর্র), excellent (অতি উত্তম), intelligent (বুদ্ধিমান), violent (হিংস্র)
ইত্যাদি বিশেষণ ।
বিশেষণ শব্দ সাধারণতঃ ful দিয়ে শেষ হয়। যেমন- This is a beautiful garden (ইহা একটি সুন্দর বাগান)-এ beauty-তে ful জোড়া হয়েছে আর y কে i-এ বদলিয়ে দেয়া হয়েছে যা সাধারণতঃ সব সময়ই হয়ে থাকে । অন্য উদাহরণ—
awe থেকে awful (ভয়ানক),
base থেকে bashful (লাজুক),
colour থেকে colourful (রঙীন),
delight থেকে delightful (আনন্দদায়ক),
power থেকে powerful (বলবান),
truth থেকে truthful (সত্যবাদী) ইত্যাদি।
27th Day সাতাইশতম দিন
ইংরেজি থেকে বাংলা অনুবাদ
[28] অধ্যায়ন STUDY [স্টাডি] STUDY [স্টাডি]
আমরা যেমন পরিশ্রম করবো তেমনি তার ফল পাবো। As we labour, so shall we be rewarded. এ্যজ উই লেবর, সো শ্যাল উই বী রিওয়ার্ডেড ।
ইংরেজীর কোন কোন বই তুমি পড়েছ? Which books in English have you read? হুইচ বুকস্ ইন ইংলিশ হ্যাভ ইউ রিড?
আমি এত পরিশ্রান্ত যে ক্লাশ করতে পারব না । I am too tired to attend classes. আই এ্যাম টু টায়ারড টু এ্যাটেন্ড ক্লাসেস।
ওর পরীক্ষা কবে থেকে আরম্ভ হবে?
Does your shoe pinch you. ডাজ ইয়োর সু পিনচ ইউ?
এই কাপড় একটা কোটের জন্য যথেষ্ট হবে। This cloth will do for a coat. দিজ ক্লথ উইল ডু ফর কোট।
দরজি সাহেব, আমার মাপ নিন। Take my measurements please, Mr. tailor. টেক মাই মেজারন্টেস প্লিজ মিস্টার টেলর।
ডাক্তার বাবুর ভাল পশার । The doctor has a large practice. দি ডকটর হ্যাজ এ লার্জ প্রাকটিস |
এই টুপিটার ন্যায্য দাম নাও । Charge a reasonable price for this cap. চারজ এ রীজনেবল প্রাইস ফর দিস ক্যাপ ।
আমাকে সরু মুখওয়ালা জুতো দেখাও । Show me a shoe with a nariow toe. শো মী এ সু উইথ এ ন্যারো টো।
আমাকে কয়েকটা ভাল বই দাও ৷ Give me some good books. গিভ মী সাম গুড বুক্স ।
জিনিসটা ঠিক তো? Is the stuff all right? ইজ দি স্টাফ অল রাইট?
রংটা পাকা তো? Is the colour fast? ইজ দি কলার ফাস্ট?
বাজার এখান থেকে কত দূরে? How far is the market from here? হাউ ফার ইজ দি মার্কেট ফ্রম হিয়ার?
বেশ দূরে । It is quite far. ইট ইজ কোয়াইট ফার।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ ডিকশনারি
একই দোকান থেকে যদি সব জিনিস কিনতে চাও, তবে একটা ডিপার্টমেন্টাল ষ্টোরে যাও। If you wish to buy all your requirements under one roof, go to departmental store. ইফ ইউ উইশ টু
Call at the tailor's on the way. কল এ্যাট দি টেলর্স অন দি ওয়ে।
আমটা বেশী পেকে গেছে। This mango is over-ripe. দিস ম্যাঙ্গো ইজ ওভার-রাইপ।
ধর্মঘটের জন্য সব কাজকর্মই বন্ধ আছে। Everything is at a stand till on account to the strike. এভরিথিং ইজ এ্যাট এ স্ট্যান্ড টিল অন এ্যাকাউন্ট অফ দি স্ট্রাইক।
এই দোকানে সব রকমের কাপড় পাওয়া যায় ৷ Every kind of cloth can be had from this shop. এভেরি কাইন্ড অফ ক্লথ ক্যান বী হ্যাড ফ্রম দিস শপ ।
এই জুতোজোড়া খুবআট হচ্ছে, অন্য এক জোড়া দেখাও। This shoe is too tight, show us another pair. দিস সু ইজ টু টাইট, শো আস অ্যানাদার পেয়ার ।
আমার বই নিয়ে আসবে। দেখো, ভুলোনা যেন। Do bring my book, don't forget. ডু ব্রিং মাই বুক, ডোনট ফরগেট।
এই বইটা খুব চলছে। This book is hot favourite. দিস বুক ইজ হট ফেভারিট।
দু'ডজন কমলালেবুর দাম কত নেবে? What will you charge for two dozen oranges? হোয়াট উইল ইউ চারজ ফর টু ডজন অরেনজেস ?
দাম পড়ছে। The prices are faiing. দি প্রাইসেস আর ফলিং ।
এই কোটটা আমার আট হচ্ছে । This coat is to tight for me. দিস কোট ইজ টু টাইট ফর মী ।
সে একজন আড়তদার, কিন্তু তার ভাই খুচরা ব্যবসায়ী। He is a wholesale dealer, but his brother is a retail seller. হী ইজ এ হোলসেল ডীলার, বাট হিজ ব্রাদার ইজ এ রিটেল সেলার।
spoken english rules in bengali
সে ধারে জিনিস বিক্রী করে না। He does not sell things or credit. হী ডাজ নট সেল থিংস অন ক্রেডিট |
ষাট টাকায় চেয়ারটা সস্তাই হয়েছে। This chair is quite cheap for sixty Taka. দিস চেয়ার ইজ কোয়াইট চীপ ফর সিক্সটি টাকা ৷
চুল খুব ছোট করে ছেটো না । Do not cut the hair too short. ডু নট কাট-দি হেয়ার টু শরট।
আজকাল অচল পয়সা বাজারে চলেছে। Base coins are currnt these days. বেস কয়েন্স আর কারেন্ট দীজ ডেজ।
কখনও ধারে কিনো না । Never buy on credit. নেবার বাই অন ক্রেডিট।
ষাট টাকায় এই টেবিলটা বিক্রী হয়েছে । This table is costly for sixty Taka. দিস টেবল ইজ কস্টলি ফর সিক্সটি টাকা ।
আমার হিসেব চুকিয়ে দাও Clear my account. ক্লিয়ার মাই এ্যাকাউন্ট ।
বাজার থেকেদু'টাকার ময়দা নিয়ে এসো। Go to the market and get two Taka worth of flour. গো টু দি মার্কেট এ্যান্ড গেট টু টাকা ওয়ারার্থ অব ফ্লাওয়ার ।
আমার পাতলুন ঢিলা । My pants are loose. মাই প্যান্টস আর লুজ|
আমার ঘড়ি পরিষ্কার করা ও তাতে তেল দেওয়া দরকার। My watch needs cleaning and oiling. মাই ওয়াচ নীডস ক্লীনিং এ্যান্ড অয়েলিং।
তোমার জুতায় কি পেরেক ফোটে?
ফেরীওয়ালারা চিৎকার করছে। The hawkers are crying at the top of their voice. দি হকারস আর ক্রায়িং এ্যাট টি টপ অফ দেয়ার ভয়েস।
চালটা সাধারণ স্তরের। This rice is of an inferior quality. দিস রাইস ইজ অফ অ্যান ইনফিরিয়র কোয়ালিটি ।
জিনিসটা একেবারে পানির দামে বিক্রী হচ্ছে। This article is seelling at rock bottom price. f আরটিকল ইজ সেলিং এ্যাট রক-বটম প্রাইস ।
আজকল ব্যবসায় মন্দা যাচ্ছে। There is a trade depression these days. দেয়ার ইজ এ ট্রেড ডিপ্রেশন দীজ ডেজ। Or, There is a slump in business these days. দেয়ার ইজ এ স্লাম্প ইন বিজনেস দীজ ডেজ।
বইটা চটপট বিক্রী হয়ে যাচ্ছে। This book is selling like hot cakes. দিস বুক ইজ সেলিং লাইক হট কেকস্ ।
ঘরে বসে spoken english pdf
আমার কাছে পঞ্চাশ পয়সা কম আছে ৷ I am short by fifty paisa. আই অ্যাম শরট বাই ফিফটি পয়সা।
এই মেয়েরা বাসি খাবার বিক্রী করে । This confectioner sells stale things. দিস কনফেকশনার সেলস স্টেল থিঙ্গস।
তুমি আমাকে এক টাকা কম দিয়েছ । You have given me one rupee short. ইউ হ্যাভ গিভ মী ওয়ান রূপী সরট।
ধুলে কাপড়টা ছোট হয়ে যায়। This cloth shrinks on washing. দিস ক্লথ শ্রিঙ্কস অন ওয়াশিং।
যাবার পথে দরজীর দোকান হয়ে যেও ।
আমরা বেশ আগেই এসে গেছি। We have come too early. ইউ হ্যাভ কাম টু আরলি।
কেমন আছেন? How do you do? হাউ ডু ইউ ডু?-
ওর সাথে আমার পরিচয় করিয়ে দিন । Introduce me to him. ইনট্রোডিউস মী টু হিম |
তোমার কুশলবার্তা জানিয়ে তার পাঠাও। Were your welfare. ওয়্যার ইয়োর ওয়েলফেয়ার ।
প্রত্যেকদিন অবশ্যই ব্যায়াম করবে। Do take excercise every day. ডু টেক এক্সারসাইজ এবরি ডে ।
অনেকদিন তার কোন খবর নেই । There is no news of him for long time. দেয়ার ইজ নো নিউজ অফ হিম ফর এ লং টাইম।
কোন ভাল খবর শোনাও । Let's have some good news. লেটস হ্যাভ সাম গুড নিউজ ।
আপনার চিঠি এইমাত্র পেলাম । Your letter has just been received. ইয়োর লেটার হ্যাজ জাস্ট বীন রীসিভড|
পৌঁছেই চিঠি দেবে। Write immediately on your reaching there. রাইট ইমিডিয়েটলি অন ইয়োর রীচিং দেয়ার।
ভুলোনা যেন । Be sure not to forget about it. বি সিওর নট টু ফরগেট এ্যাবাউট ইট।
সে এলে আমাকে খবর দিও। Inform me when he comes. ইনফর্ম মী হোয়েন হী কামস ।
Read More Post