ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf ডাউনলোড করে পড়তে পারেন,
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,
ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?
ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও উচ্চারণ | bangla english oxford dictionary
আহার--MEALS (মীল্স)
আমার ক্ষিদে পেয়েছে । I feel hungry. আই ফিল হাঙ্গরী।
কি খাবেন? What will you like to eat? হোয়াট উইল ইট লাইক টু ইট?
আপনার কাছে কত প্রকারের আচার আছে? What piekles do you have? হোয়াট পিকলস্ ডু ইউ হ্যাভ?
আপনি ভোরে নাস্তা খেয়েছেন? Have you had your breakfast? হ্যাভ ইউ হ্যাড ইয়োর ব্রোকফাস্ট?
এখনই খাইনি, সুমি । Not yet, Shumi. নই ইয়েট, সুমী ।
ভোরের নাস্তা তৈরি করো। Get the breakfast ready. গেট দি ব্রেকফাস্ট রেডী।
আসুন, ভোরের নাস্তা খাওয়া যাক। Let us have the breakfast. লেট আস হ্যাভ দি ব্রেকফাস্ট।
চেখে দেখ। Just taste it . জাস্ট টেস্ট ইট ।
না আমাকে একটা পার্টিতে যেতে হবে। No, I have to go to a party. নো, আই হ্যাভ টু গো টু এ পার্টি ।
আপনার কাছে মিষ্টান্ন কি কি আছে? What sweet dishes do you have? হোয়াট সুইট ডিসেস ইউ হ্যাভ?
মুনা কি ভাত খেয়েছে? Has Muna had her meals? হ্যাজ মুনা হ্যাড হার মীলস?
তাড়াতাড়ি, ভাত বাড়া হয়ে গেছে। Come soon, food has been served. কাম সুন, ফুড হ্যাজ বীন সার্ভড।
আপনার কি এক প্যাকেট সিগারেট চাই? Do you want a packet of cigarettes? ডু ইউ ওয়ান্ট এ প্যাকেট অফ সিগারেটস?
বাংলা ভাষায় ইংরেজি শব্দের ব্যবহার
সিগারেটের চেয়ে সিগারই আমি পছন্দ করি। I prefer cigar to cigarette. আই প্রেফার সিগার টু সিগারেট।
তুমি তো প্রায় কিছুই খেলে না। You ate very little. ইউ ইট ভেরি লিট্ল।
আর একটু নিন। Have a little more. হ্যাব এ লিটল মোর।
আপনিও কি ধূমপান করেন? Do you also smoke? ডু ইউ অলসো স্মোক?
আপনি চা, কফি না কোকো খাবেন? Would you like tea, coffee or coco? উড ইউ লাইক টী, কফি আর কোকো?
আমাকে এক কাপ কফি দাও। Bring me a cup of coffee. ব্রিঙ্গ মী এ কাপ অফ কফি।
কফি দাও। Serve the coffee. সার্ভ দি কফি।
বেয়ারা, চামচ পরিষ্কার নয়। Watter, the spoon is not clean. ওয়েটার, দি স্পুন ইন নট ক্লীন।
আমাকে একটু নুন দেবেন? Help me with the salt, please? হেলপ মী উইথ দি সল্ট, প্লীজ।
আমাকে একটু তাজা মাখন দাও। Give me some fresh butter. গিভ মী সাম ফ্রেশ বাটার।
আর একটু দিন। Bring some more. ব্রিঙ্গ সাম মোর।
নিজেই নিয়ে নিন। Help yourself please. হেলপ ইয়োরসেলফ প্লীজ।
দয়া করে প্লেটগুলো বদলে নিন। Change the plates, please. চেজ দি প্লেটস, প্লীজ।
আপনি কি নিরামিষাসী? Are you a vegetarian? আর ইউ এ ভেজিটেরিয়ান?
না, আমি মাংসাহারী। No, I am a non-yegetarian. নো, আই যাম এ নন-ভেজিটেরিয়ান।
আজ রাত্রে আমি বাইরেই খাব। I will dine out today. আই উইল ডিন আউট টুডে।
আপনি কি দুধ খাবেন? Will you have milk? উইল উউ হ্যাভ মিল্ক?
আমি এক্ষুণি খেতে বসলাম। I have just sat down to my meals. আই, হ্যাভ জাস্ট স্যাট ডাউন টু মাই মীলস।
আমি ভাত খেতে অব্যস্ত নই। I am not used to rice. আই এ্যাম নট ইউজড টু রাইস।
আপনি কি রুটি মাখন খাবেন? Would you have some bread and butter? উড ইউ হ্যাভ সাম ব্রেড এ্যান্ড বাটার?
দুটা রুটি খেয়ে তো আমার ক্ষিদে মিটালো না। Two breads have not been enough for me. টু ব্রেড হ্যাভ নট বীন এনাফ ফর মী।
বাংলা কি বাভে ইংরেজি ভাষায়
আলু-মটর এর তরকারী আমার প্রিয় খাদ্য। Pea-n-potato is my favourite dish. পী-এন- পেটেটো ইজ মাই ফেভারিট ডিশ।
খাবার সময় হয়ে গেছে, তৈরি হয়ে নাও। It is dinner time, get ready. ইট ইজ ডিনার টাইম, গেট রেডী।
তরকারীতে নুন কম। Salt is lesser is dish. সল্ট ইন লেসার ইন ডিশ।
খালি পেটে পানি পান করো না। Do not take water on an empty stomach. ডু নট টেক ওয়াটার অন এ্যান এম্পটি স্টম্যাক।
আজ কী রান্না হয়েছে? What dishes are cooked today? হোয়াট ডিসেস আর কুকড টুডে?
তোমার মায়ের কাছ থেকে সামান্য নুন নিয়ে এসো। Bring a pinch of salt from you mother. ব্রিঙ্গ এ পিনচ অফ সল্ট ফ্রম ইয়োর মাদার ।
এখানে আলু ছাড়া আর কিছুই পাওয়া যায় না । Potato is all that we get here. পোটেটো ইজ অল দ্যাট উই গেট হিয়ার।
আমার তৃষ্ণা এখনও মেটেনি। I am still thirsty. আই এ্যাম স্টিল্ থার্সটি।
তারা আমাকে মধ্যাহ্ন ভোজনের জন্য নিয়ন্ত্রণ করেছেন। They have invited me to lunch. দে হ্যাভ ইনভাইটেড মী টু লান্চ।
আজ রাত্রে আমার সাথে ভোজন করুন। Please have your dinner with me. প্লীজ হ্যাড ইয়োর ডিনার ইউথ মী।
খাবারের লিস্টটা দেখি। Let us have your menu. লেট আস্ হ্যাভ ইয়োর মেনু।
আপনি সিদ্ধ ডিম নেবেন না ভাজা? Will you have boiled eggs or fried? উইল ইউ হ্যাব বয়েলড্ এগস্ অর ফ্রায়েড?
পার্টিতে তারা সাত গ্রন্থ খাবার খাইয়েছিল। They served seven courses at their dinner. দে সার্ভড সেভেন কোর্সেস এ্যাট দেয়ার ডিনার।
বাংলা থেকে ইংরেজি ভাষার লেখা
আমি আলুর রসালো তরকারি ভালবাসি। I like mushed potatoes. আই লাইক মাড্ পোটেটোজ।
আর একটু ঝোল দিন। Please let me have a little more gravy. প্লীজ লেট্ মী হ্যাব এ লিট্ল মোর গ্রেভী।
আমার স্ত্রী আলু ভাজা পছন্দ করেন। My wife relishes fried potatoes. মাই ওয়াইফ রেলিশেস ফ্রায়েড পোটেটোজ।
সে একটা পেটুক । He is a glutton. হী উজ এ গ্লাটন।
তিনি জল খাবারের সমঝদার। He is a gourmet. হী ইজ এ গুরমেট।
আমরা বিশুদ্ধ বাংলাদেশী খাবার রান্না করি। We have an exclusive Bangladeshi cuisine. উই হ্যাভ এ্যান এক্স্ক্লউসিভ্ বাংলাদেশী কুইজাইন।
সময়- TIME [টাইম]
আপনার ঘড়িতে কটা বাজে? What is the time by your watch? হোয়াট ইজ দি টাইম বাই ইয়োর ওয়াচ?
সাড়ে সাতটা। It is half past seven. ইট ইজ হাফ পাস্ট সেভেন।
তুমি ক'টার সময় ওঠো? When do you get up? হোয়েন ডু ইউ গেট আপ?
আমি রোজ সকাল সাড়ে ছটার সময় উঠি। I get up every morning at half past six. আই গেট আপ এভরি মরনিং এ্যাট হাফ পাস্ট সিক্স।
তোমার বোন ক'টার সময় ভোরের নাস্তা খায়? When does your sister have her breakfast? হোয়েন ডাজ ইয়োর সিসটার হ্যাভ হার ব্রেকফাস্ট।
সে আটটা নাগাদ ভোরের নাস্তা খায়। She has her breakfast at about 8 O'clock. শী হ্যাজ হার ব্রেকফাস্ট এ্যাট এ্যাবাউট এইট ও ক্লক।
শিক্ষিকা কখন স্কুলে আসেন? When does the teacher come to the school? হোয়েন ডাজ দি টিচার কাম টু দি স্কুল?
তিনি ন'টার একটু আগেই এসে যান। She comes to the school a little before nine. শী কামস টু দি স্কুল এ লিটল বিফোর নাইন।
সহজে ইংরেজি রিডিং পড়ার নিয়ম
তার স্কুলের ছুটি কখন হয়? When do the classes end in her school? হোয়েন ডু দি ক্লাসেস এনড ইন হার স্কুল?
সোয়া তিনটার সময় পড়া শেষ হয়। The classes end at quarter past three. দি ক্লাসেস এন্ড এ্যাট কোয়ার্টার পাস্ট থ্রী।
আপনি রাত্রের খাবার কখন খান? When do you have you dinner? হোয়েন ডু ইউ হ্যাভ ইয়োর ডিনার।
আমরা সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাত্রি ভোজন করি। We have our dinner at half past seven. উই হ্যাব আওয়ার ডিনার এ্যাট হাফ পাস্ট সেভেন।
আমি পৌনে চারটার সময় বাড়ি পৌঁছাই। I reach home at quarter to four. আই রীচ হোম এ্যাট কোয়ার্টার টু ফোর।
এখন তিনটে বেজে দশ মিনিট। It's ten past three now. ইটস টেন পাসট থী নাও।
আমার চারটে বাজতে কুড়ি মিনিটে যেতে হবে। I have to go at twenty to four. আই হ্যাভ টু গো এ্যাট টোয়েনটি টু ফোর।
শিশুরা সকালে আটটা নাগাদ বাড়ি থেকে যায়। The children have home every morning around eight. দি চিলড্রেন লীভ হোম এভরি মরনিং এ্যারাউন্ড এইট।
আপনি কি আপনার গাড়িতে আমাকে নেবেন? Will you please give me a lift in your car. উইল ইউ প্লীজ গিভ মী এ লিফট ইন ইয়োর কার?
আপনার দাদা সাধারণতঃ কটা নাগাদ অফিস পৌঁছায়? When does your brother usually reach his office? (হোয়েন ডাজ ইয়োর ব্রাদার ইউজুয়ালি রিচ্ হিজ্
অফিস?
তিনি দশটার একটু আগে পৌঁছে যান। He reaches there a little beofre ten. হি রিচ্ হিজ্ অপিস-এ লিট্ল বিফোর টেন?
তিনি কটার সময় অফিস ছাড়েন? And what time does he leave his office? এ্যাণ্ড হোয়াট টাইম ডাজ হি লিভ হিজ অফিস?
তিনি পাঁচটার সময় অফিস থেকে বেরোন। He leaves his office at/by five O'clock.] হি লিভস্ হিজ অফিস এ্যাট/ বাই ফাইভ ও'ক্লক্।
bengali english dictionary free download
আজ কত তারিখ? What's the date today? হোয়াটস দ্য ডেট টুডে?
আজ ১৫ই ডিসেম্বর, ১৯৭৬। It is the fifteenth of December, ninteen seventy six. ইট ইজ ফিটিনথ্ অফ ডিসেম্বর, নাইনটিন সেভেটি সিস্।
তার স্কুলের ছুটি কখন হয়? When do the classes end in her school? হোয়েন ডু দি ক্লাসেস এনড ইন হার স্কুল?
সোয়া তিনটার সময় পড়া শেষ হয়। The classes end at quarter past three. দি ক্লাসেস এন্ড এ্যাট কোয়ার্টার পাস্ট থ্রী।
আপনি রাত্রের খাবার কখন খান? When do you have you dinner? হোয়েন ডু ইউ হ্যাভ ইয়োর ডিনার।
আমরা সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাত্রি ভোজন করি। We have our dinner at half past seven. উই হ্যাব আওয়ার ডিনার এ্যাট হাফ পাস্ট সেভেন।
আমি পৌনে চারটার সময় বাড়ি পৌছাই। I reach home at quarter to four. আই রীচ হোম এ্যাট কোয়ার্টার টু ফোর।
এখন তিনটে বেজে দশ মিনিট। It's ten past three now. ইটস টেন পাসট থ্রী নাও।
আমার চারটে বাজতে কুড়ি মিনিটে যেতে হবে। I have to go at twenty to four. আই হ্যাভ টু গো এ্যাট টোয়েনটি টু ফোর।
শিশুরা সকালে আটটা নাগাদ বাড়ি থেকে যায়। The children have home every morning around eight. দি চিলড্রেন লীভ হোম এভরি মরনিং এ্যারাউন্ড এইট।
bengali english dictionary oxford
আপনি কি আপনার গাড়িতে আমাকে নেবেন? Will you please give me a lift in your car. উইল ইউ প্লীজ গিভ মী এ লিফট ইন ইয়োর কার?
আপনার দাদা সাধারণতঃ কটা নাগাদ অফিস পৌঁছায়? When does your brother usually reach his office? (হোয়েন ডাজ ইয়োর ব্রাদার ইউজুয়ালি রিচ্ হিজ্ অফিস?
শিক্ষিকা কখন স্কুলে আসেন? When does the teacher come to the school? হোয়েন ডাজ দি টিচার কাম টু দি স্কুল?
তিনি ন'টার একটু আগেই এসে যান। She comes to the school a little before nine. শী কামস টু দি স্কুল এ লিটল বিফোর নাইন।
নিশ্চয়ই, স্বাচ্ছন্দে। Yes, with grat pleasure. ইয়েস, উইথ গ্রেট প্লেজার।
কিছুক্ষণের জন্য আপনার সাইকেলটা নিতে পারি? May I borrow your bike for a while. মে আই বরো ইয়োর বাইক ফর এ হোয়াইল?
আমি আপনাকে বিরক্ত করতে পারি? May I disturb you? মে আই ডিস্টার্ব ইউ?
আমি এই ঘরটায় থাকতে পারি? May I put up in this room? মে আই পুট আপ ইন দিস রুম ?
আমরা এখানে একটু বিশ্রাম করে নেই? May we rest here for a while? মে উই রেস্ট হিয়ার ফর এ হোয়াইল?
প্রত্যেক জিনিসেরই উপযুক্ত সময় থাকে। There is a time for everything/ Everything has its time. দেয়ার ইজ এ টাইম ফর এভরিথিং/ এভরিথিং হ্যাজ ইটস্ টাইম্।
bangla english arabic dictionary pdf
আপনার ঘড়িতে কটা বেজেছে? What's the time by your watch? হোয়াট’স্ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ্?
সময় একবার বয়ে গেলে আর ফেরৎ আসে না। Time once lost can never be regained. টাইম ওয়ান্স লস্ট ক্যান নেভার বি রিগেন্ড্।
অনুমতি- PERMISSION [পারমিশন্]
আরম্ভ করি? Do/ Should we begin? ডু/শুড্ উই বিগিন?
আমি যাব? May I go/ leve? মে আই গো/ লিভ্?
আমিও যাব? May I join you? May I also come along? মে আই জয়েন ইউ!/ মে আই অলসো কাম এ্যালং?
আচ্ছা, আমি চলি । Well, allow me to go. ওয়েল, অ্যালাও মি টু গো।
আমাকে যেতে দাও । Let me go. লেট মি গো।
আপনি এবার যেতে পারেন। You may go/leave now. ইউ মে গো/ লিভ নাও৷
এবার আমায় যাবার আজ্ঞা দিন। Now, please permit me to go. নাও, প্লিজ পারমিট মি টু গো।
আমি আপনার টেলিফোনটা ব্যবহার করতে পারি? Can I use your phone? ক্যান আই ইউজ ইয়োর ফোন?
আমি আলোটা নিবিয়ে দিই? Can I switch off the light? ক্যান আই সুইচ্ অফ্ দ্য লাইট?
আমি কি আপনার ঘরে আসতে পারি? May / can I enter your room? মে/ক্যান আই এন্টার ইয়োর রূম ?
আমি ভেতরে আসতে পারি? May I come in please? মে আই কাম ইন প্লিজ?
bangla english oxford dictionary
আমি আমার বইগুলো তোমার কাছে রেখে দিই? Can leave my books with you? ক্যান্ আই লিভ মাই বুস্ উইথ ইউ?
আমরা তোমার ঘরে সিগারেট খেতে পারি? Can we smoke in your room? ক্যান উই স্মোক ইন ইয়োর রূম।
নিশ্চয়ই, স্বচ্ছন্দে। Of course, with great pleasure, অফ্ কোর্স, উইথ গ্রেট প্লেজার।
আপনি কি আপনার গাড়িতে আমাকে নেবেন? Will you please give me a lift/take me in you car. উইল ইউ প্লিজ গিভ মি লিফ্ট/টেক মি ইন্ ইয়োর কার?
কিছুক্ষণের জন্য আপনার সাইকেলটা নিতে পারি? - May I borrow your bike for a while. মে আই বরো ইয়োর বাইক ফর এ হোয়াইল।
আমি আপনাকে বিরক্ত করতে পারি? Can I disturb you? ক্যাম্ আই ডিস্টার্ব ইউ?
আমি এই ঘরটায় থাকতে পারি? Can I stay in this room? ক্যান আই স্টে ইন দিস্ রুম।
আমরা এখানে একটু জিরিয়ে নিই? May we rest here for a while? মে উই রেস্ট্ হিয়ার ফর এ হোয়াইল।
আমি কি আজ ছবি দেখতে যেতে পারি? May I go to see the movie today?
ইনস্ট্রাকশন/অর্ডার
নিজের কাজ করো। Go about you business. গো এ্যাবাউট ইয়োর বিজনেস।
ওঁকে গাড়িতে বসিয়ে এসো। Please see him into the train. প্লীজ সী হিম ইনটু দি ট্রেন।
সত্য বলবে, মিথ্যাভাষণ করবে না। Speak the truth and tell no lies. স্পীক দি ট্রুথ এ্যান্ড টেল নো লাইস
এই কোটটা পরে দেখো । Try this coat on. ট্রাই দিস কোট অন।
মন দিয়ে কাজ করো। Work whole heartedly. ওয়ার্ক হোল হার্টেডলি।
মদ্যপান করিও না। Abstain from drinking. এ্যাবসটেন ফ্রম ড্রিঙ্কিং।
আমাকে এক গ্লাস টাটকা পানি এনে দাও। Fetch me a glass of fresh water. ফেচ্ মী এ গ্লাস অফ ফ্রেস ওয়াটার।
নম্রভাবে কথা বল। Talk polittely. টক পোলাইটা।
ফেরৎ ডাকে উত্তর দিও। Reply by return of post. রিপ্লাই বাই রিটার্ণ অফ্ পোস্ট।
হিসাব মিলিয়ে নাও। Check the accounts. চেক দি এ্যাকাউন্টস |
গরম চা আস্তে খাও। Sip hot tea slowly. সিপ হট টী স্লোলি।
বেবী স্ট্যান্ড থেকে একটা বেবী ভাড়া করো। Hire a baby-taxi from the baby-taxi stand. হায়ার এ বেবী-ট্যাক্সি ফ্রম দি বেবী-ট্যাক্সি স্ট্যান্ড।
এখানে গাড়ি রাখা বারণ। Parking is prohibited here. পার্কিং ইজ প্রহিবিটেড হেয়ার।
দুটো কমলালেবুর রস করো। Squeeze two oranges. স্কুইজ টু অরেঞ্জস।
বাঁদিক দিয়ে চলো। Keep to the left কীপ টু দি লেফট।
আমাকে সকালে তাড়াতাড়ি উঠিয়ে দিও। Wake me up early in the morning. ওয়েক মী আপ আর্লি ইন দি মরনিং।
oxford shoes price in bangladesh
তোমার চাল-চলন শোধরাও। Mend your ways. মেন্ড ইয়োর ওয়েজ।
পর্দা উঠিয়ে দাও। Draw the curtain. ড্র দি কারটেন।
তাকে শহরটা দেখিয়ে দাও। Show him round the city. শো হিম্ রাউন্ড দি সিটি।
অতিথিকে ভেতরে নিয়ে । এসো। Show the guest in. শো দি গেস্ট ইন।
ঠিক সময়ে আমাকে এই কথা মনে করিয়ে দিও। Remind me of it at the proper time. রিমাইন্ড মী অফ ইট এ্যাট দি প্রপার টাইম।
আমার সাথে সাথে চলো। Keep pace with me. কীপ পেস উইথ মী।
শিশুটিকে ঘুম পাড়িয়ে দাও। Put the child to bed. পুট দি চাইল্ড টু বেড।
আমাকে কাল এই ব্যাপারটা মনে করিয়ে দিও। Remind me about it tomorrow. রিমাইন্ড মী এ্যাবাউট ইট টুমরো।
সব ব্যবস্থা করে রেখো। Keep everything ready. কীপ এভরিথিং রেডী।
সাবধানে চলো। Walk cautiously. ওয়াক কশাসলি।
পরে এসো। Come later. কাম লেটার।
আমাকে পাঁচটার সময় উঠিয়ে দিও। Wake me up at 5 O'clock. ওয়েক মী আপ এ্যাট ফাইভ ও'ক্লক ।
এ রকমভাবে কথা বলা উচিৎ নয়। It's not proper to talk this way.ইটস নট প্রপার টু টক দিস ওয়ে।
যাবে যদি তৈরি হয়ে নাও। Get ready if you want to come. গেট রেডী ইফ ইউ ওয়ান্ট টু কাম।
আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। Wait here till I'm back. ওয়েট হিয়ার টিল আই'ম ব্যাক্।
এ রকম ভাবে বলা উচিৎ নয়। Don't say like that. ডোন্ট সে লাইক দ্যাট্।
মন দিয়ে কাজ করো। Do your v work diligently. ডু ইয়োর ওয়ার্ক ডিলিজেন্টলি।
নিজের কাজ নিজে করো। Do your own work. ডু ইয়োর ওউন ওয়ার্ক।
তুমি এখন যেতে পারে, আমার একটু কাজ আছে। You may go now, have some work to do. ইউ মে গো নাও, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু।
এটা লিখে নাও। Note this down. নোট দিস ডাউন।
শীগগির ফেরৎ এসো। Come back soon. কাম ব্যাক সুন।
আবার এলে আমার সাথে দেখা করো । Come and see me again. কাম এ্যান্ড সী মি এগেন।
নিজের চরকায় তেল দাও। Please mind your own business. প্লীজ মাইন্ড ইয়োর ওন বিজনেস ।
Read More Post