ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf ডাউনলোড করে পড়তে পারেন,
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,
ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?
ওয়ার্ড বুক ইংলিশ টু বাংলা | word book english to bangla pdf
bad থেকে badly(খারাপভাবে ) efficient থেকে efficiently (যোগ্যের সাথে) intelligent থেকে intelligently (বুদ্ধিমত্তার সহিত)
right থেকে ringtly (ঠিক ভাবে)
Calm থেকে Calmly (শান্তভাবে)
wrong থেকে wrongly ( ভুল করা)
kind থেকে kindly (কৃপাপুর্বক)
30th Day ত্রিশতম দিন
ANIMALS [এ্যনিমেলস] - জীব-জন্তু
প্ৰঃ কোন পশু আমাদের দুধ দেয়।
Which animal gives us milk? হুইচ এ্যানিমেল গিভস আস মিল্ক ?
উঃ গরু আমাদের দুধ দেয়। মেষও দেয়। The cow gives us milk. The buffalo too is milk animal. দি কাউ গিভস আস মিল্ক। দি বাফেলো টু ইজ মিল্ক এ্যানিমেল ।
প্রঃ কোন পশু ঘেউ ঘেউ কর। Which animal barks? হুইচ এ্যানিমেল বার্কস? উঃ কুকুর ঘেউ ঘেউ করে ।
The dog barks. দি ডগ বার্কস।
প্রঃ কোন পশুর গলা লম্বা? Which animal has a long neck? হুইচ এ্যানিমেল হ্যাজ এ লং নেক? উঃ জিরাফের গলা লম্বা ।
The jirafe has a long neck. দি জিরাফ হ্যাজ এ লং নেক । প্রঃ কোন পশু থেকে পশম পাওয়া যায়?
Which animal gives us wool? হুইচ এ্যানিমেল গিভস আস উল? উঃ ভেরা আমাদের পশম দেয়।
The sheep gives us wool? দি শীপ গিভস আস উল ! প্রঃ কোন পশুর লেজ ঝোপের মত?
Which animal has a bushy tail? হুইচ এ্যানিম্যাল হাজ এ বুশী টেল? উঃ কাঠবিড়ালীর লেজ ঝোপের মত
The squirrel has a bushy tail. দি স্কুইরেল হ্যাজ এ বুশী টেল।
ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ
প্রঃ কোন জন্তু অর্ধেক ঘোড়া ও অর্ধেক গাধা । Which animal is half horse and half donkey? D এ্যানিমেল ইজ হাফ হর্স এ্যান্ড হাফ ডাকি?
উঃ খচ্চর অর্ধেক ঘোড়া অর্ধেক গাধা । The Mule is half horse and half donkey. দি মিউলস ইজ হাফ হর্স এ্যান্ড হাফ ডাঙ্কি ৷
তোমার কাজকর্ম কেমন চলছে আজকাল How are you getting on your business? হাউ, গেটিং অন ইন ইয়োর বিজনেস?
এই ওষুধটিতে তোমার জ্বর ছেড়ে যাবে This medicine well bring your fever down. f মেডিসিন উইল ব্রিং ইয়োর ফিভার ডাউন
তার মাথা ধরেছে। He has a headache. হী হ্যাজ এ হেডেক ।
কাল জ্বর ছেড়ে যাবে । The fever will be down tomorrow. দি ফিভার উইল বি ডাউন টুমরো ।
তোমার গলা কেন বসে গছে? Why are you hoarse? হোয়াই আর ইউ হোর্স।
আমি তাকে দেখতে যাবো । I shall go to enquire after his health. আই শ্যাল গো টু এনকোয়্যার আফটার হিজ হেলথ ।
কঠিন পরিশ্রম করায় আমার স্বাস্থ্য ভেঙে গেছে । My health has broken down on account of hard work. মাই হেলথ হ্যাভ ব্রোকেন ডাউন অন এ্যাকাউন্ট অফ হার্ড ওয়ার্ক।
আমার ওজন দুই কিলো বেড়ে গেছে । My weight has increased by two kilos. মাই ওয়েট হ্যাজ ইনক্রিজড বাই টু কিলোজ ।
ইংরেজি ভাষা বাংলা উচ্চারণ
তোমার কি হয়েছে। What is wrong with you? হোয়াট ইজ রঙ উইথ ইউ?
রোগী শীতে কাপছে । The patient is shivering with cold. দি পেশন্ট ইজ শিভারিং উইথ কোল্ড।
ম্যালেরিয়ায় অনেক লোক মারা গেছে। Many people died of malaria. মেনি পিপল ডায়েড অপ ম্যালেরিয়া।
এই ঔষুধটি যাদুর মত কাজ করে । This medicine works wonder. দিস মেডিসিন ওয়ার্কস ওয়ান্ডার ।
স্মরণীয় [To Remember]
Many a patriot would gladly lay down his life for the sake of his country (অসংখ্য দেশভক্ত নর-নারী দেশের জন্য হাঁসতে * হাঁসতে প্রাণ বিসর্জন করতে পারে। The Camel walks very clumsily. (উটের চলন বিকট ধরনের) এই দু'টি বাক্যে glad থেকে gladly ও Clumsy থেকে Clumsily, মূল শব্দে ly যোগ করে তৈরি করা হয়েছে। এদের ক্রিয়া বিশেষণ বলে। মনে রাখবেন কোন বিশেষণে ly যোগ করা হয় তবে তারা ক্রিয়া বিশষণে পরিণত হয়। উদাহরণত ঃ
abl থেকে ably (সক্ষমভাবে) glad থেকে galdly (আনন্দের সহিত)
aimless থেকে aimlessly (উদ্দেশ্যবিহীনভাবে)
claver থেকে claverly (চালাকীর সাথে)
humble থেকে humbl (বিনম্রভাবে )
need থেকে needly (আবশ্যকভাবে)
The death rate is increasing. দি ডেথ রেট ইজ ইনক্রিজিং ।
ডাক্তারের পরামর্শ নাও । Consult a doctor. কনসালট এ ডক্টর
তোমার নাক ঝরছে। Your nose is running. ইয়োর নোজ ইজ রানিং ।
আমার হাতের হাড় ভেঙ্গে গেছে। I have fractured my arm. আই হ্যাভ ফ্র্যাকচারড মাই আর্ম ।
কাল তার শরীর ভাল ছিল না । He was not well yesterday. হী ওয়াজ নট ওয়েল ইয়েসটারডে।
আমি অত্যন্ত পরিশ্রান্ত । I am dead tried. আইম এ্যাম ডেড টায়ারড ।
আজ সে কেমন আছে? How is he today. হাউ ইজ হী টুডে।
ইংরেজি শব্দের অর্থ বাংলা
ভলিবল খেলার সময় তার হাত মুচড়ে গিয়েছিল। His hand was dislocated whlie playing volleyball. হিজ হ্যান্ড ওয়াজ ডিসলোকেটেড হোয়াইল প্লেয়িং ভলিবল ।
কালকের চেয়ে আজ সে ভাল আছে। Today he is better than yesterday. টুডে হী ইজ বেটার দ্যান ইয়েস্টারডে।
আমি হাওয়া বদলাতে চট্টগ্রাম গিয়েছিলাম । I went to Chittagong for a change of climate. ওয়েন্ট টু চিটাগাং ফর এ চেনজ অপ ক্লাইমেট ।
Atend থেকে attention (মন দেয়া, দৃষ্টি)
destroy থেকে destruction (ধ্বংস)
convene থেকে convetion (সভা)
receive থেকে reception (স্বাগত সমারোহ)
decribe থেকে description ( বর্ণনা)
Timely action by the engine driver prevened a major railway accident (ইনজিন চালকের সময়োচিত সাবধানতা অবলম্বন করায় একটি বড় রকমের রেল দুর্ঘটনা এড়ানোর সম্ভব হয়েছিল) বলা ঠিক কেননা act ক্রিয়া থেকে action বিশেষ্য হয়েছ। His total investent amount to taka one lakh (তিনি সবশুদ্ধ এক লাখ টাকা লগ্ন করেছেন) এই বাক্যে invest (এই শব্দের শেষে t আছে) এই শব্দের শেষে ment যোগ করে investent করা হয়েছে, tion যোগ করে নয়। অর্থাৎ t দিয়ে যার শেষ এমন অনেক ক্রিয়ার সাথে ment যোগ করেও বিশেষ্য করা হয়। যেমন-depart থেকে department (বিভাগ), assort থেকে assortment (বাছা)
HEALTH হেলথ - [স্বাস্থ্য ]
আমার গা গুলোচ্ছে । I feel like vomiting. আই ফীল লাইক ভমিটিং ।
চার ঘন্টা অন্তর একদাগ ওষুধ খাবে। Taka a dose of the medicine every four hours. এ ডোজ অফ দি মেডিসিন এভরি ফোর আওয়ারস।
খোলা হাওয়া স্বাস্থ্যলাভের উপযোগী। Fresh air is invigorating. ফ্রেশ এয়ার ইজ ইনভিগারেটিং।
আমার শরীর আজ ভাল ঠেকছে না। I am not feeling wel today. আই এ্যাম নট ফিলিং ওয়েল টুডে।
হাঁটতে হাঁটতে তার পা ফুলে গেছে His feet are sollen form weaking. হিজ ফিট আর সোওয়ালেন ফ্রম ওয়াকিং।
শর্ট টেকনিক ইংরেজি বানান উচ্চারণ শেখার যাদুকরি বই pdf,
আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে । My heath is down. মাই হেলথ ইজ ডাউন ।
জোলাপ নেবে । Take a purgative. টেক এ পারগেটিভ।
কোনো ভাল ডাক্তারকে দেখাও ৷ Consult a good doctor. কনসাল্ট এ গুড ডকটর।
সে জীবনে অতিষ্ঠ হয়ে উঠছে। He is fed up with his life. হী ইজ ফেড আপ উইথ হিজ লাইফ ।
হাতুড়ে ডাক্তার থেকে সাবধান । Avoid quacks. এ্যাভয়েড কোয়াক্স ।
ডাক্তার তার রোগ ধরতে পারলেন না । The doctor could not diagnose his disease. দি ডক্টর কুড নট ডায়গানোজ হিজ ডিজীজ ।
মৃত্যুহার বাড়ছে।
রোগীর অবস্থা এখন আর বিপজ্জনক নয়। Now the patient is out of danger. নাউ দি পেশেন্ট ইজ আউট অপ ডেনজার ।
তার আঘাত গুরুতর। He is badly hurt. হী ইজ ব্যাডলি হার্ট।
আপনার আরও ব্যায়াম করা উচিত । You ought to take more exercise. ইউ অট টু টেক মোর এক্সারসাইজ।
বেশী খাটুনিতে তাঁর স্বাস্থ্যহানি হয়েছে। Overwork told upon his health. ওভারওয়ার্ক টোল্ড আপন হিজ হেলথ ৷
ইংরেজি শব্দের বাংলা বানান
সে বদজমে ভুগছে ৷ He is suffering from indiestion. হী ইজ সাফারিং ফ্রম ইনডিজেশন ।
মশা অতিষ্ঠ করে তুলেছে Mosquitoes have become intolerable nuiance. মসকিটোজ হ্যাভ বিকাম ইনটলারেবেল নুইসন্স।
আমার জ্বর ছেড়ে গেছে। I have recovered from my fever. আই হ্যাভ রিকভারভ্ ফ্রম মাই ফিবার।
তিনি অসুস্থ। He is indisposed. হী ইজ ইনডিসপোজড ।
শিশুটি স্বাস্থ্যবান । He is a robust child. হী ইজ এ রোবাস্ট চাইল্ড।
আজকাল খুব জ্বর হচ্ছে আর ডাক্তাররাও খুব পয়সা করছেন। Now-a-days fever is raging in the city and doctors are minting money. নাও-এ-ডেজ ফিভার ইজ রেজিং ইন দি সিটি এ্যান্ড ডকটরস আর নিটিং মান
তুমি থার্মোমিটার দেখতে জানো? Can you read a thermometer? ক্যান ই রীড এ থারমোমিটার?
শহরে জ্বর ও বসন্তের প্রকোপ খুব বেড়ে গেছে। Small pox and fever are working havoc in the city. স্মল পক্স এ্যান্ড ফিভার আর ওয়ার্কিং হ্যাভক ইন্ দি সিটি।
আপনার ভায়ের কবে থেকে জ্বর হয়েছে? How long has your brother been down with fever? হাউ লং হ্যাজ ইয়োর ব্রাদার বীন ডাউন উইথ ফিভার?
ম্যালেরিয়ায় কুইনাইন অব্যর্থ । Quintine is a sure remedy on malaria. কুইনাইন ইজ এ শিওর রেমেডি অন ম্যালেরিয়া।
আমার জ্বর-জ্বর ভাব হয়েছে। I am felling feverish. আই এ্যাম ফীলিং ফিভারিশ।
ডাক্তার দেখাও । Consult a doctor. কনসালট এ ডকটর।
এ জ্বর তার বহুদিনের। He has chronic fever. হী হ্যাজ ক্রনিক ফিডার ।
তার জ্বর ছেড়ে গেছে। His fever is down. হিজ ফিভার ইজ ডাউন।
মহিলাটির অসুখ সেরে গিয়েছিল। The lady was cured of her illness. দি লেডি ওয়াজ কিয়োরড অফ হার ইলনেস।
আমি অস্ত্রের অসুখে ভুগছি। I am suffering from some intestinal disorder. এ্যাম সাফারিং ফ্রম সাম ইনটেসটিনাল ডিসঅর্ডার।
english to bengali word book for child pdf
রোগের থেকে নিরাময় ভাল । Prevention is better than cure. প্রিভেনশন ইজ বেটার দ্যান কিয়োর ।
দুপুরের খাওয়ার পর বিশ্রাম নিন, রাত্রে খাওয়ার পর মাইলখানেক বেড়িয়ে আসুন। After lunch sleep a while, after dinner walk a mile. আফটার লানচ স্লীপ এ হোয়াইল, আফটার ডিনার ওয়াক এ মাইল ।
সে এখন ঋতুমতী । She is in her period. শী ইজ ইন হার পীরিয়ড।
তিনি ওজন কমাতে ব্যস্ত । He is trying to reduce her weight. শী ইজ ট্রাইং টু রিডিয়স হার ওয়েট।
মুন্নীর শরীর ছিপছিপে । Monni is very slim. মন্নী ইজ ভেরি স্লিম ।
রাণীর স্বাস্থ্য নিতান্তইদুর্বল। Rani has a frail built. রাণী হ্যাজ এ ফ্রেল বিল্ট।
সন্তোষের চেয়ে ভাল ওষুধ নেই । Happiness is the best tonic. হ্যাপিনেস ইজ দি বেস্ট টনিক।
স্মরণীয় [To Remember]
Action (ক্রিয়া), collection (সমূহ) Protecton (রক্ষা) প্রভৃতি শব্দ বিশেষ্য। এদের শেষে tion আছে ও এই শব্দগুলো সেই সব ক্রিয়া থেকে উদ্ভুত যাদের শেষে আছে। অবশ্য এমনও অনেক ক্রিয়া আছে, যাদর শেষে tion থাকে না যেমন-
তাঁর চোখ উঠেছে ও চোখ দিয়ে পানি গড়াচ্ছে । His eyes are sore and running. হিজ আইজ আর সোর এ্যান্ড রানিং ।
তার সারা শরীরের ফোড়া হয়েছে। His body is covered all over with boils. হিজ বডি ইজ কভারড অল ওভার ইথ বয়েলস্ ।
আজকাল শহরে সর্দি-কাশির প্রকোপ বেড়েছে। Now-a-day cough and cold have spread in the city. নাও-এ-ডেজ কাফ এ্যান্ড কোল্ড হ্যাভ স্প্রেড ইন দি সিটি।
ব্যায়াম অসুস্থতায় মহৌষধি ৷ Exercise is a panacia for all physical ailments. একসারসাইজ ইজ এ প্যানাসিয়া ফর অফ ফিজিক্যাল এলমেন্টস।
তোমার ভাই কার চিকিৎসা করাচ্ছে? Under whose treatment is your brother? আনডার হুজ ট্রিটমেন্ট ইজ ইয়োর ব্রাদার?
spoken english book in bengali
আমি ছুটিতে ঢাকা যাচ্ছি। I am going to Dhaka on a holiday. আই এ্যাম গোয়িং টু ঢাকা অন এ হলিডে।
চিন্তার কোন কারণ নেই । There is no cause for worry. দেয়ার ইজ নো কজ ফর ওয়রি।
তিনি হৃদরোগে পীড়িত। He has heart trouble. হী হ্যাজ হার্ট ট্রাবল ।
কুইনাইন তেতো; কিন্তু জ্বরে অব্যর্থ ওষুধ। Quinine is very bitter, but it is a sure remedy in fever. কুইনাইন ইজ ভেরি বিটার বাট ইট ইজ এ শিওর রেমেডি ইন ফিভার ।
repayable = re + payable,
recall = re + call.
return = re + turn'
re এই উপসর্গটি শব্দের প্রথইে আছে। re-এর অর্থ ফেরত। ফলে —
re-payable=ফেরত + দেয় অর্থাৎ যা পরিশোধ করতে হবে।
re+call=ফেরত + ডাকা মানে স্মরণ করা।
re+turn=ফেরত + আসা মানে প্রত্যাবর্তন করা।
re কে prefix (উপসর্গ) বলে। re দিয়ে তৈরি অন্য শব্দ—
remark—টিপ্পনী করা replace—একের বদলে অন্যকে রাখা
remove—সরিয়ে দেয়া remind—মনে করিয়ে দেয়া
rejoin—আবার সম্মিলিত হওয়া reform — শোধরানো
HEALTH হেলথ - [স্বাস্থ্য]
কাল রাত্রে আমার জ্বর হয়েছিল। Last nitht I had an attacked of fever. লাস্ট নাইট আই হ্যাড এ্যান এ্যাটাকড অফ ফিভার।
ডাক্তার সাহেব, আমি কি ভাত খেতে পারি? May I take rice, Doctor. মে আই টেক রাইস, ডক্টর?
জ্বর ছাড়ার পর তিনবার কুইনাইন নিও । Take quinine three times after the fever is down. টেক কুইনাইন থ্রী টাইমস আফটার দি ফিভার ইজ ডাউন।
আমার স্বাস্থ্যের জন্য চিন্তা হচ্ছে। I am worried about my health. আই এ্যাম ওয়ারিড এ্যাবাউট মাই হেল্থ ।
spoken english book bangla pdf
সে গাঢ় ঘুমে অচেতন। He is fast asleep. হী ইজ ফাসট এ্যাস্লীপ ।
তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞ । He is an eye specialist. হী ইজ এ্যান আই স্পেশালিস্ট ।
তার স্বাস্থ্য ভাল যাচ্ছে না। He does not keep good health. হী ডাজ নট কীপ গড হেল্থ ।
আমার পায়ের বড়ো আঙ্গুলে চোট লেগেছে। I hurt my big toe. আই হার্ট মাই বিগ টো ।
আমার পায়ে ফোস্কা পড়েছে। I am feeling fot-sore. আই এ্যাম ফেলিং ফট-সোর।
তাঁর সব কটা দাঁতই মজবুত আছে । All his teeth are intact. অল হিজ টীথ আর ইনট্যাকট।
তাঁর স্মরণশক্তি তীক্ষ্ণ । He has a wonderful memory. হী হ্যাজ এ ওয়ানডারফুল, মেমরী ।
তার এক চোখ কানা । He is blind of one eye. হী ইজ ব্লাইন্ড অফ্ ওয়ান আই ।
সে একপায়ে খোঁড়া । He is lame in one leg. হী ইজ লেম ইন ওয়ান লেগ ।
আমি প্রায়ই কোষ্ঠবদ্ধতায় ভুগি । Usually I have constipation. ইউজুয়ালী আই হ্যাভ কনসটিপেশন।
আমার পেট খারাপ হয়েছে । My stomach is upset. মাই স্টম্যাক ইজ আপসেট ।
আমার মাথা হালকা করে টিপে দাও। এতে আমার আরাম লাগে । Press my head gently. It gives me some relief. Tam মাই হেড জেনটলি । ইট গিভস মী সাম রিলিফ
আমাদের যাতায়াত নেই। We are not on visiting terms. উই আর নট অন ভিজিটিং টার্মস ।
এই ছাত্রটি দশম শ্রেণীতে পড়ার উপযুক্ত। This boy will not be able to get on in the tenth. দিস বয় উইল নট বী এবল টু গেট অন ইন দি টেনথ ।
বকবক করো না । Don't chatter. ডোনট চ্যাটার।
ক্লাশে উপস্থিতি ডাকা হয়ে গেছে । Has the roll been called? হ্যাজ দি রোল বীন কলড ।
আমি অঙ্ককেই ভয় করি । Mathematics is my bugbear. ম্যাথমেটিকস ইজ মাই বাগবিয়ার ।
সব প্রয়াসই বিফল হ'ল । All efforts failed. অলএফর্টস ফেলড ।
সুমন ক্লাশের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র । Sumon is the topmost boy of his class. সুমন ইজদি টপমোষ্ট বয় অফ হিজ ক্লাস ।
সে আমার চেয়ে এক বছর পিছনে আছে । He is junior to me by one year. হী ইজ জুনিয়র টু মী বাই ওয়ান ইয়ার
ভাল ছেলে ক্লাশের মুখ উজ্জ্বল করে। A good boy brings credit to his class. এ গুড বয় ব্রিংস ক্রেডিট টু হিজ ক্লাস ।
অঙ্কে সে আমার থেকে ভাল । He is ahead of me in Mathematics. হী ইজ এ্যাহেড অফ মী ইন ম্যাথমেটিকস
word book english to bangla pdf
এই প্রশ্নপত্র কে তৈরী করেছেন? Who has set this paper? হু হ্যাজ সেট দিস পেপার?
স্কুলে যাবার সময় হয়ে গেছে।
বইটা আপাততঃ তোমার কাছেই থাক । Keep the book with you for the present. কীপ দি বুক উইথ ইউ ফর দি প্রেজেন্ট।
সে প্রায়ই স্কুল থেকে পালিয়ে যায়। He often plays truant from school. হী অফেন প্লেজ ট্রয়ানট ফ্রম স্কুল
কি দেখছ? What are you looking at? হোয়াট আর ইউ লুকিং এ্যাট?
তোমার প্রধান শিক্ষকের ওপর কোনই জোর নেই? Have you no influence with the headmaster? ইউ নো ইনফ্লুয়েন্স উইথ দি হেড মাস্টার?
আমাদের স্কুলে কাল থেকে ছুটি আরম্ভ হবে। Our school will remain closed for vacation from tomorrow. আওয়ার স্কুল উইল রিমেন ক্লোজড ফর ভেকেশন ফ্রম টুমরো ।
বালকগণ, সময় হয়ে গেছে। উত্তরপত্র দিয়ে দাও । Boys, time is up, hand over your papers. বয়েজ, টাইম ইজ আপ, হ্যান্ড ওভার ইয়োর পেপার্স ।
নতুন টাইম টেবিল ১লা মে থেকে শুরু হবে। The new time-table will come into force from 1st May. দি নিউ টাইম টেবল উইল কাম ইন্টু ফোর্স ফ্রম ফার্স্ট মে ।
কেন বকবক করছো চুপ কর। Why do you chatter ? Hold your tongue. হোয়াই ডু ইউ চ্যাটার? হোল্ড ইয়োর টাং।
আমার কাছে অতিরিক্ত পেনসিল নেই । I have no spare pencil. আই হ্যাভ নো স্পেয়ার পেনসিল
আমাদের মধ্যে কথা-বার্তা বন্ধ। We are not on speaking terms. উই আর নট অন স্পীকিং - টার্মস ।
It is time for school. ইট ইজ টাইম ফর স্কুল।
ছেলেটা স্কুলে আসেনি। The boy did not come to school. দি বয় ডিড নট কাম টু স্কুল।
বালকটি কবিতা আবৃত্তি করল। The boy recited a poem. দি বয় রিসাইটেড এ পোয়েম ।
তোমার কাছে একটা অতিরিক্ত খাতা হবে? Have you a spare exercise book with you. হ্যাভ ইউ এ স্পেয়ার একসারসাইজ বুক উইথ ইউ?
প্রধান শিক্ষক মহোদয় আমার জরিমানা মওকুফ করে দিলেন। The headmaster waived my fine. দি হেডমাষ্টার ওয়েভড মাই ফাইন।
সে ইংরেজীতে বিশেষ যোগ্যতা প্রাপ্ত । He got distinction in English. হী গট ডিসটিংশন ইন ইংলিশ ।
তুমি কলা না বিজ্ঞান নিয়েছ? Have you taken up arts or science. হ্যাভ ইউ টেকন আপ আর্টস অর সাইন্স ৷
আমি পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, ও জীববিজ্ঞান নিয়েছি।- I have taken Physics, chemistry and biology. আই হ্যাভ টেকন ফীজিকস, কেমেস্ট্রি এন্ড বায়োলজি ।
এখানে মেয়েদের কি গৃহবিজ্ঞান পড়ানো হয় । Do they also teach girls domestic science here? দে অলসো টীচ গার্লস ডোমেসটিক সাইনস হিয়ার ।
এই কথাটা ইংরেজীতে কেমন করে বলবে? How do you say this in English? হাও ডু ইউ সে দিস ইন ইংলিশ?
Read More Post