ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf ডাউনলোড করে পড়তে পারেন,
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,
ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?
কোচিং ছাড়াই স্পোকেন ইংলিশ pdf | spoken english book pdf
A.I am really very happy to have met you. (আই এ্যাম রিয়েলি ভেরি হ্যাপী)- আপনার সাথে সাক্ষাতে আমি আসলেই খুব খুশী হয়েছি ।
It's so good of you. (ইস সো গুড অব ইউ)- আপনি সত্যিই দারুন লোক।
B. Thanks (থ্যাংকস্)- ধন্যবাদ।
Greetings (গিটিংস)- শুভেচ্ছা
Formal Greetings (আনুষ্ঠানিক শুভেচ্ছা)
A. Hallo. (হ্যালো)- হ্যালো।
আমাকেই বরং আপনি মাফ করুন। আসলে আমিই যথেষ্ট সতর্ক ছিলাম না।
A. Hi. (হ্যায়)— হ্যায়।
Birthday Greetings (জন্মদিনের শুভেচ্ছা)
A. Happy birth day to you. (হ্যাপি বার্থ ডে টু ইউ)— শুভ জন্মদিন।
B. Wel come. (ওয়েল কাম)- স্বাগতম।
Birthday Greetings (জন্মদিনের শুভেচ্ছা)
A. Many happy returns of the day. (মেনি রিটার্নস্ অব দ্য ডে)- এই দিন বার বার ফিরে আসুক।
B. Thank you. (থ্যাংকস্ ইউ)— ধন্যবাদ।
Eid Greetings (ঈদের শুভেচ্ছা)
A. Eid Mubarak. (ঈদ মুবারক) — ঈদ মুবারক B. Eid Mubarak. (ঈদ মুবারক) — ঈদ মুবারক।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ ডিকশনারি
New Year (নববর্ষের শুভেচ্ছা)
A. Happy new year. (হ্যাপি নিউ ইয়ার)- শুভ নববর্ষ।
A. Merry Christmas (মেরি ক্রিসমাস) - মেরি ক্রিসমাস।
A. We welcome you with great pleasure. (উই ওয়েল কাম ইউ উইথ গ্রেইট প্লেজার)- আনন্দে আমরা স্বাগত জানাচ্ছি
Thank you. (থ্যাংকস্ ইউ)— ধন্যবাদ।
ইংরেজি ও বাংলাতে ভাবপ্রকাশের প্রভেদ
প্রত্যেক দেশের সভ্যতা ও আদব-আপ্যায়ন করার নিয়ম ভিন্ন ভিন্ন হয়। বাংলাতে সম্মান দেখানোর জন্য নামের পরে ‘বাবু', 'মহাশয়’ ইত্যাদি বলা বা লেখা হয়। ইংরেজিতে কিন্তু সেরকম কিছু হয় না । যেমন—
কেদার বাবু এসেছেন— Mr Keder has come [মিস্টার কেদার হ্যাজ কাম্]।
বাংলাতে মধ্যম পুরুষের প্রকারভেদ হয় যেমন—তুমি, তুমি ও সম্মান দেখানোর জন্য কিন্তু ইংরেজিতে সকলের জন্য আপনি You (ইউ) ব্যবহার হয়। যেমন—কি চাই আপনার— What do you want [হোয়াই ডু ইউ ওয়ান্ট]
বাংলাতে যেমন ‘সে' না বলে ‘আপনি' বলা হয়, ইংরেজিতে তেমন হয় না । উদাহরণস্বরূপ— উনি রাত্রে হয়ত আসতে পারেন—He may come at night [হি মে কাম্ এ্যাট নাইট্]।
Grandfather-এর সংক্ষিপ্ত রূপ Grand'pa প্রচলিত।
ইংরেজি শব্দের বাংলা অর্থ উচ্চারণসহ pdf
কছে থেকে ডাকলে
A. Excuse me! (এক্সকিউজ মি)— এই যে ভাই
B. Oh! Yes! (ওহ্ ” য়েস!) - জী বলুন।.
রাগ/ ক্ষোভ
A. What the hell are you doing? (হোয়াট দ্য হেল আর ইউ ডুইং?)— ঘোড়ার ডিম কি সব করছ?
B. I apologize to you for receiving another call. (আই এ্যাপোলোজাইজ টু ইউ ফর রিসিভিং এনাদার কল)- অন্য আর একটা ফোন ধরার জন্য আমি দুঃখিত।
A. What is the hell is happening? (হোয়াট দ্য হেলইজ হ্যাপেনিং)- এসব ঘোড়ার ডিম কি হচ্ছে?
B. I am extremely sorry. (আই এ্যাম এক্সট্রিমলি সরি)- আমি খুবই দুঃখিত।
A. Who the hell are playing cassettes? (হু দ্য হেল আর প্লেইং ক্যাসেট)- কোন শয়তানেরা ক্যাসেট বাজাচ্ছে?
B. We are sorry, Sir. ( উই আর সরি, স্যার)- আমরা দুঃখি জনাব।
A. Why the hell did you do that? (হোয়াট দ্য হেল ডিড ইউ ডু দ্যাট?)— এই সব ফালতু কাজ কেন তুমি করতে গেলে?
B. I was really very helpless. (আই ওয়াজ রিয়েলি হেল্পলেস)— আমি আসলে খুব অসহায় বোধ করেছিলাম।
তিরস্কার
A. Shut up. (স্যাট আপ।)— চুপ কর।
B. I am sorry. (আই এ্যাম সরি।)— আমি দুঃখিত।
A. Shut up and don't talk nonsense. (স্যাট আপ এ্যান্ড ডোন্ট টক ননসেন্স)- চুপ কর, আর একটা বাজে কথা বলবি না।
B.I am sorry. (আই এ্যাম সরি।)— আমি দুঃখিত।
spoken english rules in bengali
A. Shame ! shame! (আই এ্যাম সরি।) — লজ্জা! লজ্জা!
You are calling libertion war the chaotic period. (উই আর কলিং লিবারেশন ওয়্যার দ্যা কেউটিক পিরিয়ড)- তুমি মুক্তিযুদ্ধকে গোলমালের সময় বলছ।
B. I am sorry. আই এ্যাম সরি।)— আমি দুঃখিত।
I didn't mean it. আই ডিডন্ট মিন ইট)— আমি একতা বুঝাইনি।
Apology
A. I am sorry. (আই এ্যাম সরি)— আমি দুঃখিত।
B. It's all right. (ইটস অল রাইট)- ঠিক আছে।
একজনের সাথে আরেকজনে ধাক্কা লাগল
Excuse me. (এক্সিকিউজ মি )- মাফ করবেন।
B. Don't worry. (ডন্ট ওয়্যারি)- ও কিছু না। (চিন্তার কিছু নাই অর্থে)
একজনের সাথে আরেকজনে ধাক্কা লাগল
Pardon me. (পারডন মি)- মাফ করবেন।
B.Not to worry. (নট টু ওয়্যারি)– ও কিছু না। (ভাববেন না অর্থে)
A.I beg your pardon. (আই গে ইউর পারডন)— মাফ করবেন।
B. Forget it. ফরটগেট ইট)— ভুরে যাও সব।
একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগল
A. I beg your pardon.. (আই বেগ ইউর পারডন)— মাফ করবেন।
B. Excuse me. I wasn't careful enough. (এক্সিকিউজ মি। আই ওয়াজট কেয়ারফুল ইনাফ)- আমাকেই বরং আপনি মাফ্ করুন। আসরে আমিই যথেষ্ট সতর্ক ছিলাম না।
Read More Post