ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf ডাউনলোড করে পড়তে পারেন,
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,
ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম | bangla to english speaking course pdf
নিমন্ত্রণ INVITATION (ইনভিটেশন)
অনুগ্রহ করে ভেতরে আসুন। Come in please . কাম ইন প্লীজ ।
অনুগ্রহ করে কোন ঠাণ্ডা পানীয় গ্রহন করুন। please have a cold drink . প্লীজ হ্যাব এ কোল্ড ড্রিংক |
আপনি কি দয়া করে এখানে আসবেন? Will you please come over here? উইল ইউ প্লীজ কাম ওভার হিয়ার?
আসুন, বেড়ানো যাক একটু। Come for a walk please. কাম ফর ওয়াক প্লীজ ।
আপনি কি আমাদের সাথে সিনেমা দেখতে যাবেন? Would you like to come with us to the cinema? উড ইউ লাইক টু কাম উইথ আস টু দি সিনেমা?
আপনি কি আমাদের সাথে সারাদিন থাকবেন? Would you spend the whole day with us? উড ইউ স্পেনড দি হোল ডে উইথ আস?
এস, বাসে যাওয়া যাক । Let us go by bus? লেট আস গো বাই বাস ।
আপনি কি আমার সাথে নৃত্যে যোগদান করবেন? Would you join me in the dance? উই ইউ জয়েন মী ইন দি ডানস?
(আমি) আনন্দের সাথে (তা) করব। I shall be glad to do so. আই শ্যাল বী গ্ল্যাড টু ডু সো ।
না, আমি নৃত্য করি না। No, I do not dance. নো, আই ডু নট ডানস ।
আপনি তাস খেলবেন? Would you like to play cards. উড ইউ লাইক টু প্লে কার্ডস?
না, আমি খেলতে জানি না। No, I do not know how to play them. নো, আই ডু নট নো হাউ টু প্লে দেম ।
আসছে রবিবার আমার পরিবারের সাথে দিনভর থাকুন না, বেশ আনন্দ করা যাবে। I invite you to enjoy nest Sunday with my family. ইনভাইট ইউ টু এনজয় নেকসট সানডে ইউথ মাই ফ্যামিলি ।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ বই
আপনার জন্য এই একটা নিমন্ত্রণ পত্র থাকল। Here is an invitation card for you. হিয়ার ইজ এ্যান ইনভিটেশন কার্ড ফর ইউ ।
রাত্রি ভোজনের নিমন্ত্রণের জন্য ধন্যবাদ
আমরা সময়মত আসবার চেষ্টা করব। Thanks for you invitation to dinner, We shall try to be punctual. থ্যাঙ্কস ফর ইয়োর ইনভিটেশন টু ডিনার ইউ শাল ট্রাই টু বী পাঙ্কচুয়াল ।
আপনার নিমন্ত্রণ গ্রহণ করতে না পারা জন্য দুঃখিত। আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ। I regret my inability to accept your invitation for dinner. Thank you for your kind remembrance. আই রিগ্রেট মাই ইন-এ্যাবিলিটি টু এ্যাকসেপট ইয়ের ইনভিটেশন । থ্যাঙ্ক ইউ ফর ইয়োর কাইন্ড রিমেমব্রোনস।
আপনি কি আমাদের সাথে ফতেহপুর সিকরীর ট্যাঙ্কি ভ্রমণে যেতে পারবেন। Could you join us for a taxi-tour to Fatehpur Sikri? কুড্ ইউ আস ফর এ ট্যাক্সি টুর টু ফতেহপুর সিকরী?
আপনার কৃপাপূর্ণ নিমন্ত্রেণের জন্য ধন্যবাদ। ট্রাস্কি-টুরের কল্পনা সত্যিই সুন্দর আমি নিশ্চয়ই আসব। Many thanks for your kind invitation. Your idea of a taxi tour is rally grand. will join you. মেনি থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ইনভিটেশন। ইউর আইডিয়া অল এ ট্যাক্সি-টুর ইজ রীয়েলি গ্র্যান্ড। আই উইল জয়েন ইউ।
সাক্ষাৎ ও বিদায়- MEETING & PARTING (মীটিং এ্যান্ড পার্টিগ্গং)
সালাম! নমস্কার! সতশীরি অকাল! (প্রাতঃকালে) Hello friend! How are you? হেলো (হ্যালো) ফ্রেন্ড, হাউ আর ইউ?
ভালই আছি, ধন্যবাদ । আপনি কেমন? Very well, thank you, And you? ভেরি ওয়েল থ্যাঙ্ক ইউ, এ্যাণ্ড ইউ?
আল্লাহর কৃপায় আমি ভালই আছি । I'm fine, by God's grance. আই'ম ফাইন, বাই গড্ড্স ।
আপনার সাথে মিলিত হয়ে আনন্দিত হ'লাম। I am glad to see you. আই এ্যাম গ্ল্যাড টু সী ইউ ।
আমিও কম খুশি নই । The pleasure is mine. দি প্লেজার ইজ মাইন । অনেকদিন পরে দেখা হ'লো। It is a long time since we met. ইট ইজ এ লং টাইম সিনস ইউ মেট ।
আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি। I have heard a lot about you. আই হ্যাভ হারড এ লট এ্যাবাউট ইউ ।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করুন
দেখো কে? Look, who is it? লুক, হু ইজ ইট ।
আমায় দেখে আশ্চর্য হলেন নাকি? Are you surprised to see me? আর ইউ সারপ্রাইজড টু সী মী?
নিশ্চয়ই, আমি তো ভাবছিলাম যে আপনি ভারতে আছেন? Certainly, I thought you were in India. সারটেনলি, আই থট ইউ ওয়্যার ইন ইন্ডিয়া ।
হ্যাঁ, সেখানেই ছিলাম, গত সপ্তাহে ফিরেছি। I was there, but I got back last week. আই ওয়াজ দেয়ার, বাই আই গট ব্যাক লাস্ট উইক ।
আচ্ছা, দেখা হবে। Ok, till me meet again. ওকে, টিল মি মীট এগেন ।
আপনাকে কি এখন যেতেই হবে? Must you go now? মাস্ট ইউ গো নাউ ?
আপনার যাত্রা মঙ্গলময় হোক। Have a good journey. হ্যাভ এ গুড জার্নি ।
আল্লাহ্ আপনার মঙ্গল করুন। God bless you. গড ব্লেস ইউ।
আপনার বাবাকে আমার শুভেচ্ছা জানাবেন। Please give my compliments to your father. প্লীজ গিভ মাই কমপ্লিমেন্টস টু ইয়োর ফাদার ।
ভাগ্য আপনার সহায় হোক। May luck favour you. মে লাক ফেভার ইউ ।
আচ্ছা বন্ধু, বিদায় (রাত্রে)। Good night, friend. গুড নাইট ফ্রেন্ড ।
বিদায় । Bye bye.বাই বাই ।
ধন্যবাদ- GRATITUDE (গ্র্যাটিচুড)
অশেষ ধন্যবাদ। Many thanks. মেনী থ্যাঙ্কস ।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও উচ্চারণ
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। Thanks for your advice. থ্যাঙ্কস ফর ইয়োর এ্যাডভাইস ।
নিমন্ত্রণের জন্য ধন্যবাদ। Thanks for your invitation. থ্যাঙ্কস ফর ইয়োর ইনভাইটেশন ।
আমি আপনার প্রতি অত্যন্ত অনুগৃহীত। I am very grateful to you. আই এ্যাম ভেরী গ্রেটফুল টু ইউ ।
আপনার উপহারের জন্য ধন্যবাদ। Thanks for the present. থ্যাঙ্কস ফর দি প্রেজেন্ট ।
এটি অত্যন্ত মূল্যবান উপহার। This is a very costly present. দিস ইজ এ ভেরী কস্টলী প্রেজেন্ট ।
আমি অত্যন্ত কৃতজ্ঞ। I am much obliged to you. আই এ্যাম মাচ ওবলাইজড টু ইউ ।
আপনি খুবই দয়ালু। You are very kind. ইউ আর ভেরী কাইন্ড ।
না, না এ’তো আমার সৌভাগ্য। No at all–my pleasure. নট এ্যাট অল-মাই প্লেজার ।
এতে দয়ার কি আছে, এতো বরং আমার আনন্দ। This is no matter of kindness. It would rather please me. দিস ইজ নো ম্যাটার অফ্ কাইন্ডনেস ইট উড রাদার প্লীজ মী ।
বাংলা ভাষায় ইংরেজি শব্দের ব্যবহার
শুভকামনা-CONGRATULATION & GOODWISHES
নববর্ষের শুভ কামনা গ্রহণ করবেন। We wish you a happy new year. উই উইশ ইউ এ হ্যাপী নিউ ইয়ার
আপনার জন্মদিনে অভিনন্দন জানাই। Happy felicitations on your birthday. হ্যাপী ফেলিসটেশনস অন ইয়োর বার্থডে ।
এদিন বার বার আসুক। May happy returns of the day. মেনী হ্যাপী রিটার্ণস্ অফ্ দি ডে।
আপনার সাফল্যে অভিনন্দন গ্রহণ করুন। Congratulations on your success. কনগ্র্যাচুলেশনস অন ইয়োর সাকসেস্
আপনার বিবাহে অভিনন্দন জানাই । Congratulations on your wedding. কনগ্র্যাচুলেশনস্ অন ইয়োর ওয়েডিং।
আপনার বেতন বৃদ্ধির জন্য অভিনন্দন। Congratulation on your increment. কনগ্র্যাচুলেশান অন ইওর ইনক্রিমেন্ট
আপনার ইহলোক ও পরলোক দুই-ই সুখী হোক। May you have the best of both the worlds. মে ইউ হ্যাভ দি বেস্ট অফ বোগ্ দি ওয়ার্লড্স।
আপনি সদা সৌভাগ্যশালী হউন। May good fortune always smile upon you. মে গুড ফরচুন অলওয়েজ স্মাইল আপন ইউ ।
পরীক্ষায় আপনার সফলতা কামনা করি। May you fare well in your examination. মে ইউ ফেয়ার ওয়েল ইন ইয়োর একজামিনেশন।
english speaking practice bangla
তোমার জীবনে উন্নতি হোক। May you flourish. মে ইউ ফ্লারিশ।
সকলের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাই। I congratlate you on behalf of all. আই কনগ্র্যাচুলেট ইউ অন বিহাফ অফ্ অল ।
তোমার কাজে সাফল্য কামনা করি ।/ [তুমি] সফল হও। Wish you all the best. উইশ ইউ অল দ্যা বেস্ট।
অস্বীকৃতি-REFUSAL (রিফিউজাল)
আমি আসতে পারব না। I shall not be able to come. আই শ্যাল নট বী এবল টু কাম ।
আপনি যা চান তা আমি করতে পারব না। I shall not be able to do as yo desire. আই শ্যাল নট বী এবল টু ডু এ্যাজ ইউ ডিজায়ার ।
আমি আসতে চাই না। I do not want to come. আই ডু নট ওয়ান্ট টু কাম ।
অসম্মতি জানাবার জন্য আমি দুঃখিত। I am sorry to refuse. আই এ্যাম সরী টু রিফিউজ ।
তারা এই ব্যাপারে সম্মত হবে না। They will not agree to this. দে উইল নট এগ্রী টু দিস্ ।
এটা সম্ভব নয় । It is not possible. ইট ইজ নট পসিবল ।
আমি দুঃখিত যে আমার পক্ষে এই প্রস্তাবে সম্মত হওয়া সম্ভব নয়। I regret I can't accept this proposal. আই রিগ্রেট আই কান্ট এ কসেপ্ট দিস্ প্রোপোজাল ।
আপনি আমার সাথে একমত নন, তাই না? You do not agree with me, do you? ইউ ডু নট এগ্রী উইথ্ মী, ডু ইউ?
আমি কি আপনাকে অমান্য করতে পারি? How can I disobey you? But I'm helpless. Please don't take it ill. হাউ ক্যান আই ডিসওবে ইউ? বাট্ আই এ্যাম হেল্পলেস। প্লীজ ডোন্ট টেক ইন্ ইল ।
এই ব্যাপারটা করা সম্ভব হবে না। It can;t be arranged. ইট কান্ট বী এ্যারেজেড।
সে এটা পছন্দ করে না। She doesn't like this. শী ডাজন্ট লাইক দিস ।
basic english to bangla words
বিশ্বাস করা-BELIEVING (বীলিভিং)
তুমি এটা বিশ্বাস কর না? Don't you believe it? ডোন্ট ইউ বীলিভ ইট?
এটা অসম্ভব। It is impossible. ইট্ ইজ ইম্পসিবল।
এটা নেহাৎই গুজব। It is only a rumour. ইট ইজ ওনলি এ রিউমার ।
এটা কেবল শোনা কথা। It is only hearsay. ইট ইজ ওনলি হীয়ারসে ।
আমরা কি এই ট্যাক্সি ড্রাইভারকে বিশ্বাস করতে পারি। Should we trust this taxi driver. শুড উই ট্রান্সট্ দীস ট্রাক্সি ড্রাইভার ।
আপনি তাদের পুরোপুরি বিশ্বাস করতে পারেন। You can fully trust/rely on them. ইউ ক্যান ফুলরি ট্রাসট/রিলাই অন দেম ।
তার ওপর সম্পূর্ণ আস্থা আছে। I have full faith in him. আই হ্যাভ ফুট ফেথ ইন হিম ।
অনুরোধ-REQUEST (রিকোয়েস্ট)
একটু দাঁড়াবেন? Please wait? প্লীজ ওয়েট?
basic english to bangla dictionary
অনুগ্রহ করে ফিরে আসুন । Please come back. প্লীজ কাম ব্যাক ।
ছেড়ে দিন। Let it pass. লেট্ ইট পাস ।
একটু এখানে আসুন তো। Please come here. প্লীজ কাম হেয়ার ।
দয়া করে উত্তর দিন। Please reply. প্লীজ রিপ্লাই ।
অনুগ্রহ করে ওকে জাগান। Please wake him up. প্লীজ ওয়েক হিম্ আপ ৷
আশা করি তুমি চিঠি লিখবে। Hope to hear from you. হোপ টু হেয়ার ফ্রম ইউ ।
আমার একটা কাজ করবেন? Will you do me a favour? উইল ইউ ডু মী এ ফেভার?
আমাকে কাজ করতে দাও। Let me work. লেট মী ওয়ার্ক ।
আমাকে দেখতে দাও। Let me see. লেট মী সী ।
ওঁদের বিশ্রাম করতে দাও। Let them relax. লেট দেম রিল্যাক্স ।
আমায় কাগজ পেনসিল দিন তো। Please give me a pencil and a piece of paper. প্লীজ গিভ্ মী এ পেন্সিল এ্যান্ড এ পীস অফ পেপার ।
পরশু আসতে ভুলবেন না যেন। Please don't forget to come day after tomorrow. প্লীজ ডোন্ট ফরগেট টু কাম ডে আফটার টুমরো ।
bangla to english speaking course pdf
আবার বলুন তো । Please repeat. প্লীজ রীপিট ।
আপনাকে একটু সরে বসতে বলতে পারি? Could I ask you to move a little? কুড আই আস্ক ইউ টু মুভ এ লিটল?
আপনি আমার সাথে পরশু দেখা করতে পারেন? Can you see me day after tomorrow? ক্যান ইউ সী মী ডে আফটার টুমরো?
আমাকে চিঠি লিখতে ভুলবেন না তো? You will not forget to write me, will you? ইউ উইল নট ফরগেট টু রাইট মী, উইল ইউ?
অপরাধ মার্জনা করবেন। Please forgive me? প্লীজ ফরগিভ মী।
কিছু মনে করবেন না, জানালাটা একটু খুলে দেবেন? Would you mind opening the window? উড ইউ মাইন্ড ওপেনিং দি উইনডো?
সকলেই যেন অনুগ্রহ করে সময়মত আসেন। All are requested to reach in time. অল আর রিকোয়েসটেড টু রীচ ইন টাইম ।
Read More Post