ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট Post 16 | Spoken English Book In Bengali

ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
 আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf  ডাউনলোড করে পড়তে পারেন, 

বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,

ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট | Spoken English Book In Bengali

ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?

ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ | spoken english book in bengali

1.রা বেঞ্চে বসি, কিন্তু আব্বা ইজিচেয়ারে বসেন। We sit on the bench, but father sits in the arm chair. (উই সিট অন দি বেঞ্চ, বাট ফাদার সিট্স ইন দি আরম্ চেয়ার।)

4. আপনি টেবিলে কেন বসেন না? Why don't you sit at the table? (হোয়াই ডোন্ট ইউ সিট এ্যাট দি টেবিল?)
 লোকেরা নদীতে গোসল করে।People bath in the river. (পিপল বাথ্ ইন দি রিভার।)

2. শিশুটি নদীতে পড়ে গেল ।The child fell into the river. (দি চাইল্ড ফেল ইনটু দি রিভার।)

5. তুমি বইটা কেন টেবিলের উপর রাখ নি? Why did you not place the book on the table? (হোয়াই ডিড ইউ নট প্লেচদি বুক অন দি টেবল?)

6. কলমটি ড্রয়ারের মধ্যে আছে। The pen is in the drawer. (দি পেন ইজ ইন দি ড্রয়ার।)

7. তিনি নিজের বাড়ির ভেতরে গেলেন। He went into his house.(হী ওয়েন্ট ইনটু হিজ হাউস।)

8. চিঠিটা ডাকে পাঠানো হয়েছিল। The letter was sent by post.(দি লেটার ওয়াজ সেন্ট বাই পোস্ট।)

9. আমরা কেকটি চার ভাগে ভাগ করলাম । We divided the cake into four parts.(উই ডিভাইডেড দি কেক ইনটু ফোর পার্টস।)

10. হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত। The Himalayas are on the north of India.(দি হিমালয়েজ আর অন দি নর্থ অফ ইন্ডিয়া।)

ইংরেজি শব্দের বাংলা অর্থ উচ্চারণসহ pdf

11. নেপাল ভারতের উত্তরে। Nepal is to the north of India.(নেপাল ইজ টু দি নর্থ অফ ইন্ডিয়া।)

12. পরিচ্ছদ দিয়ে ব্যক্তির যাচাই করা উচিত নয়।Don't judge a person by his clothes (ডোন্ট জাজ এ পারসন বাই হিজ ক্লোথস্।)

13. আমি বোতলে দুধ ভরলাম ৷I filled the bottle with milk. (আই ফিলড্ দি বটল উইথ মিল্ক।)

14. বাঘটি শিকারীর হাতে মরেছে।Thetiger was killed by the hunter. (দি টাইগার ওয়াজ কিল্ড বাই দি. হান্টার।

15. বাঘটাকে বন্দুক দিয়ে মারা হয়েছে। The tiger was killed with a gun.(দি টাইগার ওয়াজ কিল্ড উইথ এ গান।)

16. চিঠিটা উনি কলম দিয়ে লিখেছিলেন। The letter was written by her with a pen. (দি লেটার ওয়াজ রিটেন বাই হার উইথ এ পেন। )

17. তিনি তাঁর ভাইয়ের পাশে দাঁড়ালেন।He stood beside his brother.(হি স্টুড বিসাইড হিজ ব্রাদার।)

18. হকি ছাড়া আমি ফুটবলও খেলি।I play football besides hockey. (আই প্লে ফুটবল বিসাইডস্ হকি।)

19. মিষ্টিগুলো আবুল ও হাসিবের মধ্যে ভাগ করে দাও।Divide the sweets between Abul and Hasib. (ডিভাইড দি সুইটস বিটুউইন আবুল অ্যান্ড হাসিব।)

20. বলটা দেয়ালের উপর দিয়ে ফেলো।Throwthe ball over the wall.(থ্রো দি বল ওভার দি ওয়াল।)

21. এরোপ্লেন (বা বিমান) সমুদ্রের উপর দিয়ে ফ্রান্সে উড়ে গেল। The aeroplane flew over the sea to France. (দি এরোপ্লেন ফ্লু ওভার দি সী টু ফ্রান্স।)

ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ ডিকশনারি

22. পাখিরা পুলের উপর আছে ।Birds are flying over the bridge. (বার্ডস আর ফ্লাইং ওভার দি ব্রিজ।)

23. নৌকাগুলো পুলের নিচে আছে।Boats are under the bridge. (বোর্ডস আর আন্ডার দি ব্রিজ।)

24. দীপু, তারিক ও দুলুর মাঝখানে দাঁড়িয়ে আছে।Dipu is standing between Tariq and Dulu.(দীপু ইজ স্ট্যান্ডিং বিটউইন তারিক অ্যান্ড দুলু ।)

25. হানিফ নাহিদার আগে আগে আছেন। নাহিদা তাঁর পেছনে।Hanif is in front of Nahida. Nahida is behind Hanif. (হানিফ ইজ ইন ফ্রন্ট অফ নাহিদা। 

26. বাস রাস্তায় চলে। শাড়িগুলো প্রদর্শনের জন্য রাখা হয়েছে।  আমরা ডিউটিতে আছি। ওরা ট্যুর করছেন। গাড়ি প্লাটফর্মে দাঁড়িয়ে আছে ৷ Buses run on the road Saree are on display. We are on duty. They are on tour. The train is on the platform. (বাসেস রান অন দি রোড। সারীস আর অন ডিসপ্লে। উই আর অন ডিউটি। দে আর অন ট্যুর। দি ট্রেন ইজ অন দি প্লাটফর্ম।).

27. আমরা দ্বিধাগ্রস্ত। পয়সা আমার পকেটে আছে। মাছ সমুদ্রে আছে। ভেতরে কে? We are in confusion. The money is in my pocket. Fishes are in the sea. Who is inside?(উই আর ইন কনফিউশন। দি মনি ইজ ইন মাই পকেট। ফিশেস আর ইন দি সী । হু ইজ ইন্‌সাইড?)

1. বালকটি বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। The boy was absent from school. (দি বয় ওয়াজ এ্যাবসেন্ট ফ্রম স্কুল।)

2. আপনার ধূমপান ত্যাগ করা উচিত।You must abstain from smoking.(ইউ মাস্ট এ্যাবস্টেন ফ্রম স্মোকিং।)

3. রোগী সঙ্কটমুক্ত নয়। The patient is not free from danger. (দি পেসেন্ট ইজ নট ফ্রি ডেঞ্জার।)

4. সে আমাকে ওখানে যেতে  দেয় না ।He prevents me from going there.(হী প্রিভেন্টস মী ফ্রম গোয়িং দেয়ার।)

ইংরেজি শব্দ বাংলা উচ্চারণ

5. আপনি এখনও রোগমুক্ত নন ।You have not recovered from your illness. (ইউ হ্যাভ নট রিকভারড ফ্রম ইয়োর ইলনেস।)

6. আমার বাবা সাথে ছিলেন। I was accompanied by my father. (আই ওয়াজ এ্যাকমপানিড বাই মাই ফাদার।)

7.খবরটা শুনে ভয় পাবেন না । Please don't be alurmed by the news. (প্লীজ ডোন্ট বী এ্যালার্মড বাই দি নিউজ।)

8. আমার গল্প শুনে উনি  আনন্দিত হলেন।He was anmsed by my story. (হী ওয়াজ এ্যামিউজ্‌ড বাই মাই স্টোরি।)

9: আমরা ওর ব্যবহারে তিক্তবিরক্ত হয়ে গিয়েছিলাম । We were disgusted by his conduct. (উই ওয়ার ডিসগাস্টেড বাই হিজ কনডাক্ট।),

10. তুমি লোকের সাথে ব্যবহার করতে জান না ।  You do know how to deal with others. (ইউ ডু নট নো হাউ টু ডীল উইথ আদার্স।)

11. আমাদের ইংরেজি ভাষার জ্ঞান থাকা উচিত।We should be familiar with the English language. (ইউ শুড বী ফ্যামিলিয়ার উইথ দি ইংলিশ ল্যাংগুয়েজ।)

12. সে চিত্র কলার নিপুণ ছিল। He was gifted with a talent for painting. (হী ওয়াজ গিফটেড উইথ এ ট্যালেন্ট ফর পেন্টিং।)

13. মনিব আমার প্রতি সদয় ছিলেন।My boss was pleased with me.(মাই বস ওয়াজ প্লীজড্ ইউথ মী।)

14. তোমার প্রগতিতে আমি সন্তুষ্ট।  I am satisfied with your progress. (আই এ্যাম স্যাটিস ফায়েড উইথ ইয়োর প্রোগ্রেস।)

15. তিনি কাজে নিমগ্ন ছিলেন। He was absorbed in his work.(হী ওয়াজ এ্যাবসবড় ইন হিজ ওয়ার্ক।)

16. নম্র ব্যবহার করবে।You must be polite in your mannars. (ইউ মাস্ট বী পোলাইট ইন ইয়োর ম্যানারস।)

17. সে সঙ্গীতে পারদর্শী।He is well versed in music. (হি ইজ ওয়েল ভাসেড ইন মিউজিক।)

18. ঝগড়াটা তার কাজেরই ফল।His action resulted in a quarrel.(হিজ এ্যাকশন রেজালটেড ইন এ কোয়ারেল।)

19. সফলতার বিষয়ে তাঁর দৃঢ়বিশ্বাস ছিল।He was confident of success. (হী ওয়াজ কনফিডেন্ট অফ সাকসেস।)

spoken english book in bangladesh

20. তিনি নিজের দুর্বলতার বিষয়ে সম্পূর্ণ সচেতন। He is fully conscious of weakness.(হী ইজ ফুললী কনসাস্ অফ্ হিজ উইকনেস।)

21. সে আম ভালবাসে।He is fond of mangoes.(হী ইজ ফন্ড অফ ম্যাঙ্গোজ।)

22. ওকে দেখলে আমার ওর ভাইয়ের কথা মনে পড়ে।He reminds me of his brother. (হী রিমাইন্ডস মী অফ হিজ ব্রাদার।)

23. সফলতা সম্বন্ধে তুমি কি নিশ্চিত? Are you sure of your success? (আর ইউ শিওর অফ ইয়োর সাকসেস?)

24. সে কি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে? Is she preparing for the test ?(ইজ শী প্রিপেয়ারিং ফর দি টেস্ট।)

25. আমি তার স্বাস্থ্যের প্রতি অবশ্যই লক্ষ্য রাখি।I do care for his health.(আই ডু কেয়ার ফর হিজ হেলথ।)

26. তাঁর আচরণ নিয়মবিরুদ্ধ ছিল। He acted contraryto rules.(হী এ্যাক্টেড কনট্রারী টু রুল্স।)

27. কিছু লোক স্বাস্থ্যের ক্ষতি  করেও অর্থ উপার্জন করে।Some people prefer wealth to health.(সাম পিপল্ প্রেফার ওয়েলথ্ টু হেল্‌থ ।)

28. তিনি ব্যাপারটি উচ্চতর অধিকারীর সামনে পেশ করলেন । He referred the matter to higher authorities. (হী রেফারেড দি ম্যাটার টু দি হায়ার অথরিটিজ।)

29. তাকে হাসপাতালে ভর্তি করা হল।He was admitted into the hospital.(হাঁ ওয়াজ এ্যাডমিটেড ইনটু দি হস্পিটাল ।

english spoken book pdf

30. পুলিশ মামলাটি তদন্ত করল ।.The police enquired into matter.(দি পুলিশ এনকোয়ারড ইনটু দি ম্যাটার।)

31. আমরা আমাদের বইগুলো থলিতে রাখলাম।We put our books into our bags. (উই পুট আওয়ার বুকস ইনটু আওয়ার ব্যাগস । )

32. আমি সবসময়ই তোমাকে তোমার শত্রুদের সম্বন্ধে I always guard you against your enemies. (আই অলওয়েজ গার্ড ইউ এগেনস্ট সাবধান করি ইয়োর এনিমিজ।)

33. তাঁর মন্তব্য বাস্তবভিত্তিক নয়।His remarks are not based on facts. (হিজ রিমার্কস আর নট বেসড অন ফ্যাক্টস্।)

34. ওখানে যাবার জন্য আপনি কেন এত কৃতসংকল্প।Why are you bent on going there. (হোয়াই আর ইউ বেনট্ অন গোয়িং দেয়ার।)

35. আমরা তার উপর নির্ভর করতে পারি না।We cannot rely on him.(উই ক্যান নট রিলাই অন হিম।)

36. রাস্তায় বরফ পড়েছিল ।Ice lay over the road.(আইস লে ওভার দি রোড।)

37. মা তার সন্তানের উন্নতির জন্য চিন্তিত। The mother is anxious about her son's progress. (দি মাদার ইজ এ্যানকশাস এ্যাবাউট হার সনস প্রোগ্রেস।)

38. তিনি কঠিন পরিশ্রম করে সফল হলেন।He succeeded by dint of hard work. (হী সাকসীডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক।)

39. জীবন ধারণের জন্য আমাদের কাজ  করতে হবে।We must work in order to live.(উই মাস্ট ওয়ার্ক ইন অর্ডার টু লিভ।)

40. অসুস্থতা সত্ত্বেও আমি অফিসে গিয়েছিলাম।I attended the office in spite of my illness. (আই এ্যাটেন্ডড দি অফিস ইন স্পাইট অফ্ মাই ইলনেস।)

41. আমরা সঙ্কটের মধ্যে আছি । We are in the midst of trouble. (ইউ আর ইন দি মিডস্ট অফ ট্রাবল।)

1. সে গান গায় । He sings a song (হী সিংস্ এ সংগ)

তার দ্বারা গান গাওয়া হল । A song is sang by him.(এ সংগ ইজ সাং বাই হিম।)

2. ওরা ক্রিকেট খেলবে। They will play cricket. (দে উইল প্লে ক্রিকেট।)

ওদের দ্বারা ক্রিকেট খেলা হবে । Cricket will be played by them. (ক্রিকেট উইল বি প্লেড বাই দেম।)

3. তুমি কি চিঠি লিখছ?(আর ইউ রাইটিং এ লেটার?) Are you writing a letter?তোমরা দ্বারা কি চিঠি লেখা হচ্ছে? Is a letter being written by you. (ইজ এ লেটার বীং রিটেন বাই ইউ।)

4. শ্রমিকেরা খাল খুঁড়ছিল।Labourers were digging a canal. (লেবাৱাৱস্ ওয়্যার ডিগিং-এ ক্যানাল।)

 শ্রমিকদের দ্বারা খাল খোঁড়া হচ্ছিল।A canal was being dug by labourers.(এ ক্যানাল ওয়াজ বীং ডাগ বাই লেবারারস্।)

 best spoken english book in bangladesh

5.  তোমরা কি কাজটা করে নিয়েছ?Have you done this job? (হ্যাভ ইউ ডান দিস জব?)এই কাজটা কি তোমাদের দ্বারা হয়েছে? Has this job been done by you? (হ্যাজ দিস জব বীন ডান্‌ বাই ইউ?)

6. গাড়ি আসার আগে কি তোমরা জিনিসপত্র বেঁধে নেবে? Will you have packed your luggage before the train arrived? (উইল ইউ হ্যাভ প্যাকড ইয়োর লাগেজ বিফোর দি ট্রেন এ্যারাইভ্ড্।)

গাড়ি আসার আগে কি তোমার দ্বারা জিনিসপত্র বাঁধা হয়ে যাবে?Will your luggage have been packed before the train arrived?(উইল হ্যাভ বীন প্যাকড় লাগেজ বিফোর দি ট্রেন এ্যারাইড্।)

7. তাজমহল অনেক টাকা খরচ করে তৈরি করা হয়েছিল।The Tajmohol was built at a great cost.(দি তাজমহল ওয়াজ বিলট এ্যাট এ গ্রেট কস্ট।)

৪. ভুট্টা বর্ষাকালে বোনা হয় ।Maize is sown in the rainy season.(মেজ ইজ্ সোন ইন দি রেনি সীজন।)

9. কাজে অবহেলার জন্য তোমাকে শাস্তি দেয়া হবে।You will be punished for your negligence.(ইউ উইল বী পানিশড ফর ইয়োর নেগলিজেন্‌স।)

10. তাকে চুরি করার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল।He was charged with theft.(হী ওয়াজ চারজড় উইথ থেফট।)

11. সবকটি উত্তরপত্রই দেখা হয়ে গিয়ে থাকবে।All the papers will have been marked,(অল দি পেপার্স উইল হ্যাভ বীন মার্কড।)

12. আপনি কি প্রতারিত হয়েছেন। Have you been cheated.(হ্যাভ ইউ বিন চাটেড।)

13. ওকে কি জানানো হয়েছে?Has he been in formed(হ্যাজ হা বান ইন করন।)

14. ঢাকা থেকে অনেকগুলো সংবাদপত্র প্রকাশিত হয়।Many dailies are published from Dhaka.(মেনি ডেইলিজ আর পাবলিশড ফ্রম ঢাকা।)

15. আপনার সাথে দেখা হলে উনি খুশি হবে।He will be pleased to see you.(হী উইল বা প্লাজড টু সী ইউ।)

16. বন্যার তাণ্ডবরূপ দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছিলাম। I was surprised to see the fury of the floods.(আই ওয়াজ সারপ্রাইজ টু সী দি ফুরি অফ টি ফ্লোডস।)

17. এই কাজটি কর। Do this work.(ডু দিস ওয়ার্ক।)

Let this work be done (লেট দিস্ ওয়ার্ক বা ডান।)

18. ওকে বসতে বল ।Tell him to sit down.(টেল হিম টু সিট ডাউন।)

ওকে বসতে বলা হোক।Let him be told to sit down.(লেট হিম বী টোল্ড টু সিট ডাউন।)

19. পদপূর্তির জন্য বিজ্ঞাপন দাও।Advertisethe post. (এ্যাডভারটাইজ দি পোস্ট।)

পদপূর্তির জন্য বিজ্ঞাপন দেয়া হোক Let the post be advertised. (লেট দি পোস্ট বা এ্যাডভারটাইজড।)

20. অনুগ্রহ করে ধূমপান করবেন না ।Please do not smoke. (প্লীজ ডু নট স্মোক । )

আপনাকে ধূমপান না করার জন্য অনুরোধ করা হচ্ছে।You are requested not to smoke(ইউ আর রিকোয়েসটেড নট টু স্মোক।)

21. অনুশাসনহীনতাকে প্রশ্রয় দিও না। Do not encourage encouraged.(ডু নট এনকারেজ ইনডিসিপ্লিন।)

অনুশাসনহীনতাকে প্রশ্রয় দেয়া উচিত নয়।Indiscipline should not indiscipline.(ইনডিসিপ্লিন শুড নট বি এনকারেজড।)

Read More Post
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 1
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 2
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 3
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 4
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 5
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 6
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 7
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 8
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 9
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 10
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 11
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 12
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 13
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 14
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 15
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 16
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 17
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 18
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 19
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 20
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 21
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 22
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 23
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 24
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 25
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 26
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 27
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 28
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 29
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 30
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 31
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 32
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 33
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 34
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 35
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 36
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 37
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 38
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 39
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 40