ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf ডাউনলোড করে পড়তে পারেন,
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,
ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?
ইংলিশ বাংলা অনুবাদ | spoken english book bangla pdf
দেখা হবে আবার ৷
See you again. সী ইউ এগেন।
তাঁকে আমার সালাম জানাবে। Give myregards to him. গিভ মাই রিগার্ডস টু হিম|
মাঝে মাঝে চিঠি লিখো যেন। Do write to me now and them. ডু রাইট টু মী নাউ এ্যান্ড দেন।
আপনার ঠিকানাটা রেখে যাবেন। Please leave your address with me. প্লীজ লিভ ইয়োর |
এ্যাড্রেস উইথ মী|
সামনের রবিবার আমার সাথে দেখা করো । See me next Sunday. সী মী নেকসট সানডে।
তুমি ওঁর সাথে দেখা করার সময় নিয়েছ? Have you fixed an appointment with her? হ্যাভ ইউ ফিকসড এ্যান এ্যাপয়নটমেন্ট উইথ হার?
সাক্ষাৎকারটি মধুর হয়েছিল। It was a cordial meeting. ইট ওয়াজ এ করডিয়াল মীটিং।
যখন খুশি আসুন। এ বাড়ির দরজা আপনার জন্য সব সময় খোলা । Come any time our doors are open to. কাম এনি টাইম আওয়ার ডোরস আর ওপন টু ইউ।
লৌকিকতা করবেন না। Do not stand on formalities. ডু নট স্ট্যান্ড অন ফরমালিটিজ।
আমি সেই মহিলাকে দেখলাম যে আমাদের কর্তা বলেছিলেন চলে গেছে। I saw the woman who the boss said was away. স দি উওম্যান হু দি বস সেড ওয়াজ এওয়ে। -
কেনাকাটা SHOPING [শপিং]
সে একজন ছোট দোকানদার । He is a petty shopkeeper. হী ইজ এ পেটি শপকীপার।
এখন তুমি যেতে পার । You may go now. ইউ মে গো নাও।
আমাকে চারটের সময় তুলে দিও। Wake me up at 4. O'clock. ওয়েক মী আপ এ্যাট ফোর ও ক্লোক।
আলো (কেরোসিন তেলের) জ্বালাও। Light the lamp. লাইট দি ল্যাম্প।
আলো (বিদ্যুতের) জ্বালাও। Switch on the light. সুইচ অন দি লাইট।
আলো (বিদ্যুতের) নিভিয়ে দাও। Switch off the light. সুইচ অফ দি লাইট।
সরে দাড়াও । Move aside. মুভ এ্যাসাইড।
শর্ট টেকনিক ইংরেজি বানান উচ্চারণ শেখার যাদুকরি বই pdf
বুদ্ধি খাটাও। Use your intelligence. ইউজ ইয়োর ইনটেলিজেনস।
কাল তাড়াতাড়ি আসতে ভুলো না । Don't forget to come early tomorrow. ডোনট ফরগেট টু কাম আরলি টমরো।
এবার একটু বিশ্রাম কর। Go and take some rest. গো এ্যান্ড টেক সাম রেস্ট।
আপনার আসায় আমি খুবই আনন্দিত হলাম । Your visit gave me great pleasure. ইয়োর ভিজিট গেভ মী গেট প্লীজার।
আবার কবে দেখা হবে? When shall we meet again? হোয়েন শ্যাল উই মীট এগেন?
আপনার সাথে সাক্ষাৎ হওয়ায় অত্যন্ত আনন্দিত হলাম । I am very glad to meet you. আই এ্যাম ভেরি গ্ল্যাড টু মীট ইউ।
একটা দরকারী কাজে এসে গিয়েছিল। There was an urgent plece of work to be done. দেয়ার ওয়াজ এ্যান আরজেন্ট পীস অফ ওয়ার্ক টু বী ডান।
আপনি সেদিন আসেননি কেন? Why did you not come that day? হোয়াই ডিড ইউ নট কাম দ্যাট ডে?
তোমার ভুল হয়েছে। You are mistaken. ইউ আর মিসটেকেন।
অনেকদিন তোমায় দেখিনি । I have not seen you for long. আই হ্যাভ নট সীন ইউ ফর লং।
তিনি আপনাকে স্মরণ করেন। He remembers you. হী রিমেমবারস ইউ।
আমার কাজ এখনও শেষ হয়নি। My work is not yet over. মাই ওয়ার্ক ইজ নট ইয়েট ওভার।
আমি আপনার পরামর্শ নিতে এসেছি। I have came to consult you. আই হ্যাভ কাম টু কনসালট ইউ।
তোমার সাথে কথা আছে । I want to talk to you. আই ওয়ানট টু টক টু ইউ।
আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। I waited long for you. আই ওয়েটেড লং ফর ইউ।
আপনার আধা ঘন্টা দেরী হয়েছে। You are late by half an hour. ইউ আর লেট বাই হাফ এ্যান আওয়ার।
তুমি এখন যাও, আমার কাজ আছে। Go now, I have some work to do. গো নাউ, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু।
কোচিং ছাড়াই স্পোকেন ইংলিশ pdf
রাস্তা দেখাও। Show the way. শো দি ওয়ে|
এনাকে বাইরের রাস্তা দেখাও। Show him out. শো হিম আউট।
কথার মধ্যে বাধা দিও না । Don't interrupt. ডোনট ইনটাররাপট।
শোনতো। Just listen. জাস্ট লিসন।
চিন্তা করো না । Don't worry, ডোনট ওরি|
একটু অপেক্ষা কর। Wait a bit. ওয়েট এ বিট।
পাখা চালিয়ে দাও । Switch on the fan. সুইচ অন দি ফ্যান।
গোলমাল করো না। Don't make a noise. ডোন্ট মেক এ নয়েজ।
দেখতো, শিশুটি কেন কাঁদছে । Go and see why the child is crying. গো এ্যান্ড সী হোয়াই দি চাইল্ড ইজ ক্রায়িং।
একটু কাগজ পেনসিল দাওতো।. Give me a pencil and paper. গিভ মি এ পেনসিল এ্যান্ড পেপার।
আমি না আসা পর্যন্ত এখানেই বসে থাক । Wait here till I come. ওয়েট হিয়ার টিল আই কাম।
এখানে ট্যাক্সি পাওয়া যায় কি? Is a taxi available here? ইজ এ ট্যাক্সি এ্যাভেলেবল হিয়ার?
যেমন করেই হোক সভাতে আমাদের ঠিক সময় পৌঁছতে হবে। At any cost we should rach the meeting in time. এ্যাট এনি কস্ট উই শুড রীচ দি মীটিং ইন টাইম।
এই রাস্তাটা সাধারণের জন্য বন্ধ । This road is closed to the public. দিস রোড ইজ ক্লোজড টু দি পাবলিক ৷
বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ । No entry without permission. নো এনট্রি উইদাউট পারমিশন।
ভৃত্যকে SERVANT (সারভ্যান্ট)
এখানে এসো ছোকরা । Come here, boy. কাম হেয়ার, বয়৷
খাবার আন । Bring the food. ব্রিং দি ফুট।
এক গ্লাস পানি আনো । Bring me a glass of water. ব্রিং মী এ গ্লাস অফ ওয়াটার।
ওখানে গিয়ে চিঠি ডাক বাক্সে ফেলে এসো ৷ Go there and post the letters. গো দেয়ার এ্যান্ড পোষ্ট দি লেটারস।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ ডিকশনারি
কাপড় কাঁচ Wash the clothes. ওয়াশ দি ক্লোদস।
তাড়াতাড়ি কর । Hurry up. হ্যারি আপ।
বান্ডিলটা তোল । Pick up the bundle. পিক আপ দি বান্ডল।
আমাকে অর্ধেক (পাউ) রুটি দাও । Give me half a bread. গিভ মী হাফ এ ব্ৰেড।
ভিজে কাপড় রোদে দাও । Put wet cothes in the sun. পুট ওয়েট্ ক্লোস্ ইন দি সান।
আমি তৈরি হয়ে নিই। Let me get ready. লেট মী গেট্ রেডী।
তুমি খুব দেরী করছ। You are taking too long. ইউ আর টেকিং টু লং।
আমরা নির্ধারিত সময়ের আগেই পৌঁছব। We shall reach before time. উই শ্যাল রীচ বিফোর টাইম।
তাঁর শ্বাশুড়ী উত্তম স্বভাবের কিন্তু তাঁর পুত্রবধূদের ব্যবহার ভাল নয় ৷ Her mother-in-law in a good-natured lady but her dauthters-in-law are ill-natured. হার মাদার-ইন-ল ইজ এ গুড-নেচার্ড লেডি বাট হার ডটারস্-ইন-ল আর ইল-নেচার্ড। প্রেরণার্থক ক্রিয়াতে মুখ্য ক্রিয়ার আগে get ব্যবহার করা হয় ও মুখ্যক্রিয়া third form এর হয়। ইস্ত্রী কারও হোক = get pressed : (কাজ) করিয়ে নাও –get done: কাজটা তোমার দেখাশোনাতে হোক get this work done under your supervision. (a) You are welcome, (b) You are welcomed —এই দুইটি বাক্য মনোযোগ সহকারে দেখুন। প্রথমটির অর্থ - আপনি স্বাগত। দ্বিতীয়টির অর্থ - আপনার আদর সৎকার করা হয়েছে (passive voice).
আসুন আপনি স্বাগত । You are welcome. ইউ আর ওয়েলকাম।
তোমার প্রতিজ্ঞাচ্যুত হওয়া উচিত নয় । You should not go back on your promise. ইউ শুড নট গো ব্যাক অন ইয়োর প্রমিজ।
সে অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ ব্যবহার করেছিল । He behaved very rudely. হী বিহেভড্ ভেরী রুডলি।
OUT OF HOME (আউট অফ হোম)- বাইরে
জুতো খুবই আট হয়েছে। This pair of shoes is too tight. দিস পেয়ার অফ সুজ ইজ টু টাইট ।
এই রাস্তাটা কোনদিকে যায়? Where does this road lead to? হ্যোয়ার ডাজ দিজ রোড লীড টু?
এই রাস্তাটা রোহতক যায় । This road Leads to Rohtak. দিজ রোড লীডস টু রোহতক।
আমার সাইকেলটা একটু ধর তো । Just hold my cycle. জাস্ট হোল্ড মাই সাইকেল।
ইংরেজি উচ্চারণ শেখার নিয়ম
আমায় রাত জাগতে হয় । I have to keep awake at night. আই হ্যাভ টু কীপ এ্যাওয়েক এ্যাট নাইট।
সব সময় বা দিকে চলবে | Always keep to the left. অলওয়েজ কীপ টু দি লেফট|
সব সময় ফুটপাত দিয়ে চলবে। Always walk on the footpath. অলওয়েজ ওয়াক অন দি ফুটপাথ।
পকেটমার হ'তে সাবধান ! Beware of pickpockets. বিওয়ের অফ পিকপকেটস |
নাটক দেখতে আমার ভাল লাগে না । I am not found of going to the theatre. আই এম নট ফন্ড অফ গোয়িং টু দি থিয়েটার |
আমি বাড়ি বদলেছি । I Have changed my house. আই হ্যাভ চেনজড মাই হাউস৷
Remind me of it at the proper time. রিমাইন্ড মী অফ ইট এ্যাট দি প্রপার টাইম।
আমার সাথে সাথে চলো। Keep pace with me. কীপ পেস উইথ মী|
শিশুটিকে ঘুম পাড়িয়ে দাও। Put the child to bed. পুট দি চাইল্ড টু বেড।
আমাকে কাল এই ব্যাপারটা মনে করিয়ে দিও। Remind me about it tomorrow. রিমাইন্ড মী এ্যাবাউট ইট টুমরো।
সব ব্যবস্থা করে রেখো । Keep everything ready. কীপ এভরিথিং রেডী।
সাবধানে চলো । Walk cautiously. ওয়াক কশাসলি।
চতুর্থ অভিযানে আমরা নিমন্ত্রণ, অভিবাদন, স্বীকৃতি, অস্বীকৃতি, আজ্ঞা, অনুমতি, কলহ, অসন্তুষ্টি, ক্ষমা প্রার্থনা ইত্যাদি প্রসঙ্গে ব্যবহৃত ইংরেজি অভিব্যক্তির সাথে পরিচিত হয়েছি। পঞ্চম অভিযানে আমরা শিখব সেই সমস্ত বাক্য যার প্রয়োজন হয় স্বাস্থ্য, আবহাওয়া, চরিত্র, বেশ ভূষা, অধ্যয়ন ও খেলাধুলা আলোচনা প্রসঙ্গে। আমরা আরও শিখব বাড়িতে বা বাড়ির বাইরে কারও সাথে দেখা হলে বা দোকানে জিনিসপত্র কিনবার সময় যে যে কথা বলা হয়। এ অভিযান একদিকে যেমন ইংরেজীতে কথা বলার ক্ষমতা বাড়াবে তেমনি প্রত্যেক পাঠের শেষে দেয়া টিপ্পনীর সাহায্যে আপনি ক্রমশঃই নতুন নতুন শব্দ শিখবেন ও আৱবিশ্বাসের সাথে তাদের ব্যবহার করতেও আরম্ভ করবেন। তবে এবার নতুন বিষয়ের বাক্যের শৃক্মখলা একধার থেকে শিখতে আরম্ভ করা যাক ।
ঘরে AT HOME (এ্যাট হোম)
দেখ, এখানে একটা বিছানা করে দাও তো। Look, make a bed over here. লুক, মেক এ বেড় ওভার হিয়ার
spoken english book in bangladesh
দুধ ফেটে গেছে। The milk has turned sour. দি মিল্ক হ্যাজ টারড সাওয়ার।
গরুটা বেঁধে আসি । Let me tether the cow. লেট মী টেদার দি কাউ।
ঘরটা পরিষ্কার করতে হবে। The room requires dusting. দি রুম রিকোয়ার্স ডাস্টিজ।
কয়লা জ্বলে ছাই হয়ে গেল । The coal was burnt to ashes. দি কোল ওয়্যাজ্ বার্নাট টু এ্যাশেস্।
আপনার সন্তান কতগুলো? How many children have you? হাউ মেনি চিলড্রেন হ্যাভ ইউ?
আমাদের বাড়িতে রোজ আলু রান্না হয় । Potato is a standing dish on our menue. পোটেটো ইজ স্ট্যান্ডিং ডিস অন্ আওয়ার মেনু (বা মীনু)
আজ নতুন কি রান্না হয়েছে? What is the new dish today? হোয়াট ইজ দি নিউ ডিশ টুডে?
ধোপা কবে শেষ কাপড় নিয়ে গিয়েছিল? When did the washerman take the last wash. হোয়েন ডিড় দি ওয়াশারম্যান টেক দি লাস্ট ওয়াশ?
এই কোটটাকে আবার ইস্ত্রী করে নিয়ে এসো। Get this coat ironed again. গেট দিস আয়রনড এগেন।
আমরা এখানে একটু জিরিয়ে নিই? May we rest here for a while ? মে উই রেস্ট্ হিয়ার ফর এ হোয়াইল।
আমি কি আজ ছবি দেখতে যেতে পারি? May I go to see the movie today?
Instruction/order নির্দেশ/আজ্ঞা
নিজের কাজ করো। Go about you business. গো এ্যাবাউট ইয়োর বিজনেস।
ওঁকে গাড়িতে বসিয়ে এসো। Please see him into the train. প্লীজ সী হিম ইনটু দি ট্রেন।
সত্য বলবে, মিথ্যাভাষণ করবে না। Speak the truth and tell no lies. স্পীক দি ট্রুথ এ্যান্ড টেল নো লাইস
এই কোটটা পরে দেখো । Try this coat on. ট্রাই দিস কোট অন।
মন দিয়ে কাজ করো । Work whole- heartedly. ওয়ার্ক হোল হার্টেডলি।
মদ্যপান করিও না । Abstain from drinking. এ্যাবসটেন ফ্রম ড্রিঙ্কিং।
আমাকে এক গ্লাস টাটকা পানি এনে দাও । Fetch me a glass of fresh water. ফেচ্ মী এ গ্লাস অফ ফ্রেস ওয়াটার।
নম্রভাবে কথা বল । Talk polittely. টক পোলাইটাল।
আমি আলোটা নিবিয়ে দিই? Can I switch off the light? ক্যান আই সুইচ্ অফ্ দ্য লাইট?
আমি কি আপনার ঘরে আসতে পারি ? May / can I enter your room? মে/ক্যান আই এন্টার ইয়োর রূম?
আমি ভেতরে আসতে পারি? May I come in please? মে আই কাম ইন প্লিজ?
আমি আমার বইগুলো তোমার কাছে রেখে দিই? Can leave my books with you? ক্যান্ আই লিভ মাই বুস্ উইথ ইউ?
আমরা তোমার ঘরে সিগারেট খেতে পারি? Can we smoke in your room? ক্যান উই স্মোক ইন ইয়োর রূম।
নিশ্চয়ই, স্বচ্ছন্দে। Of course, with great pleasure. অফ্ কোর্স, উইথ্ গ্রেট প্লেজার।
আপনি কি আপনার গাড়িতে আমাকে নেবেন? Will you please give me a lift/take me in you car. উইল ইউ প্লিজ গিভ মি এ লিফ্ট/টেক মি ইন্ ইয়োর কার?
কিছুক্ষণের জন্য আপনার সাইকেলটা নিতে পারি? May I borrow your bike for a while. মে আই বরো ইয়োর বাইক ফর এ হোয়াইল?
আমি আপনাকে বিরক্ত করতে পারি? Can I disturb you? ক্যান আই ডিস্টার্ব ইউ?
আমি এই ঘরটায় থাকতে পারি? Can I stay in this room? ক্যান্ আই স্টে ইন দিস্ রুম।
best spoken english book in bangladesh
ফেরৎ ডাকে উত্তর দিও। Reply by return of post. রিপ্লাই বাই রিটার্ণ অফ্ পোস্ট।
হিসাব মিলিয়ে নাও ৷ Check tha accounts. চেক দি এ্যাকাউন্টস।
গরম চা আস্তে খাও । Sip hot tea slowly. সিপ ইট টী স্লোলি।
বেবী স্ট্যান্ট থেকে একটা বেবী ভাড়া করো । Hire a baby-taxi from the baby-taxi stand. হায়ার এ বেবী-ট্যাক্সি ফ্রম দি বেবী-ট্যাক্সি স্ট্যান্ড ৷
এখানে গাড়ি রাখা বারণ । Parking is prohibited here. পার্কিং ইজ প্রহিবিটেড হেয়ার।
দুটো কমলালেবুর রস করো । Squeeze two oranges. স্কুইজ টু অরেঞ্জস।
বাঁদিক দিয়ে চলো । Keep to the left. কীপ টু দি লেফট।
আমাকে সকালে তাড়াতাড়ি উঠিয়ে দিও। Wake me up early in the morning. ওয়েক মী আপ আর্লি ইন দি মরনিং।
তোমার চাল-চলন শোধরাও। Mend your ways. মেন্ড ইয়োর ওয়েজ।
পর্দা উঠিয়ে দাও। Draw the curtain. ড্র দি কারটেন।
তাকে শহরটা দেখিয়ে দাও। Show him round the city. শো হিম্ রাউন্ড দি সিটি ।
অতিথিকে ভেতরে নিয়ে এসো । Show the guest in. শো দি গেস্ট ইন।
ঠিক সময়ে আমাকে এই কথা মনে করিয়ে দিও।
তিনি দশটার একটু আগে পৌঁছে যান । He reaches there a little beofre ten. হি রিচ্ হিজ্ অপিস- এ লিট্ল বিফোর টেন্?
তিনি কটার সময় অফিস ছাড়েন? And what time does he leave his office? এ্যাণ্ড হোয়াট টাইম ডাজ্ হি লিভ হিজ অফিস?
আরম্ভ করি? Do/ Should we begin? ডু/শুড্ উই বিগিন?
আমি যাব? May I go/ leve? মে আই গো/ লিভ্?
আমিও যাব? May I join you? May I also come along? মে আই জয়েন ইউ!/ মে আই অলসো কাম এ্যালং?
spoken english book pdf
আচ্ছা, আমি চলি । Well, allow me to go. ওয়েল, অ্যালাও মি টু গো।
আমাকে যেতে দাও । Let me go. লেট মি গো ।
আপনি এবার যেতে পারেন। You may go leave now. ইউ মে গো/লিভ নাও।
এবার আমায় যাবার আজ্ঞা দিন। Now, please permit me to go. নাও, প্লিজ পারমিট মি টু গো।
আমি আপনার টেলিফোনটা ব্যবহার করতে পারি? Can I use your phone? ক্যান আই ইউজ ইয়োর ফোন?
আপনার ঘড়িতে কটা বাজে? What is the time by your watch? হোয়াট জি দি টাইম 'বাই ইয়োর ওয়াচ?
সাড়ে সাতটা । It is half past seven. ইট ইজ হাফ পাস্ট সেভেন।
তুমি ক'টার সময় ওঠো? When do you get up? হোয়েন ডু ইউ গেট আপ?
আমি রোজ সকাল সাড়ে ছটার সময় উঠি । I get up every morning at half past six. আই গেট আপ এভরি মরনিং এ্যাট হাঠ পাস্ট সিক্স।
তোমার বোন ক'টার সময় ভোরের নাস্তা খায়? When does your sister have her breakfast? হোয়েন ডাজ ইয়োর সিসটার হ্যাভ হার ব্রেকফাস্ট?
সে আটটা নাগাদ ভোরের নাস্তা খায় । She has her breakfast at about 8 O'clock. শী হ্যাজ হার ব্রেকফাস্ট এ্যাট এ্যাবাউট এইট ওক্লক।
শিক্ষিকা কখন স্কুলে আসেন? When does the teacher come to the school? হোয়েন ডাজ দি টিচার কাম টু দি স্কুল?
তিনি ন'টার একটু আগেই এসে যান। She comes to the school a little before nine. কামস টু দি স্কুল এ লিটল বিফোর নাইন।
তার স্কুলের ছুটি কখন হয়? When do the classes end in her school? হোয়েন ডু দি ক্লাসেস এনড ইন হার স্কুল?
english to bangla word book
সোয়া তিনটার সময় পড়া শেষ হয় । The classes end at quarter past three. দি ক্লাসেস এন্ড এ্যাট কোয়ার্টার পাস্ট থ্রী।
আপনি রাত্রের খাবার কখন খান? When do you have you dinner? হোয়েন ডু ইউ হ্যাভ ইয়োর ডিনার ।
আমরা সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাত্রি ভোজন করি। We have our dinner at half past seven. উই হ্যাব আওয়ার ডিনার এ্যাট হাফ পাস্ট সেভেন।
আমি পৌনে চারটার সময় বাড়ি পৌছাই । I reach home at quarter to four. আই রীচ হোম এ্যাট কোয়ার্টার টু ফোর।
এখন তিনটে বেজে দশ মিনিট। It's ten past three now. ইটস টেন পাসট থী নাও।
আমার চারটে বাজতে কুড়ি মিনিটে যেতে হবে। I have to go at twenty to four. আই হ্যাভ টু গো এ্যাট টোয়েনটি টু ফোর।
শিশুরা সকালে আটটা নাগাদ বাড়ি থেকে যায় । The children have home every morning around eight. দি চিলড্রেন লীভ হোম এভরি মরনিং এ্যারাউন্ড এইট।
আপনি কি আপনার গাড়িতে আমাকে নেবেন? Will you please give me a hift in your car. উইল ইউ প্লীজ গিভ মী এ লিফট ইন ইয়োর কার?
আপনার দাদা সাধারণতঃ কটা নাগাদ অফিস পৌঁছা? When does your brother usually reach his office? (হোয়েন ডাজ ইয়োর ব্রাদার ইউজুয়ালি রিচ্ হিজ্ অফিস?
Serve the coffee. সার্ভ দি কফি।
বেয়ারা, চামচ পরিষ্কার নয় । Watter, the spoon is not clean. ওয়েটার, দি স্পুন ইন নট ক্লীন।
আমাকে একটু নুন দেবেন? Help me with the salt, please? হেলপ মী উইথ দি সল্ট, প্লীজ ।
আমাকে একটু তাজা মাখন দাও । Give me some fresh butter. গিভ মী সাম ফ্রেশ বাটার।
আর একটু দিন। Bring some more. ব্রিঙ্গ সাম মোর।
নিজেই নিয়ে নিন। Help yourself please. হেলপ ইয়োরসেলফ প্লীজ।
দয়া করে প্লেটগুলো বদলে নিন। Change the plates, please. চেজ দি প্লেটস, প্লীজ।
আপনি কি নিরামিষাসী? Are you a vegetarian? আর ইউ এ ভেজিটেরিয়ান?
না, আমি মাংসাহারী। No, I am a non-vegetarian. নো, আই এ্যাম এ নন- ভেজিটেরিয়ান।
আজ রাত্রে আমি বাইরেই খাব । I will dine out today. আই উইল ডিন আউট টুডে।
আপনি কি দুধ খাবেন ? Will you have milk? উইল উউ হ্যাভ মিল্ক?
আমি এক্ষুণি খেতে বসলাম । I have just sat down to my meals. আই, হ্যাভ জাস্ট স্যাট ডাউন টু মাই মীলস ।
আমি ভাত খেতে অব্যস্ত নই। I am not used to rice. আই এ্যাম নট ইউজড টু রাইস।
আপনি কি রুটি মাখন খাবেন? Would you have some bread and butter? উড ইউ হ্যাভ সাম ব্রেড এ্যান্ড বাটার?
দুটো রুটি খেয়ে তো আমার ক্ষিদে মিটালো না । Two breads have not been enough for me. টু ব্রেড হ্যাভ নট বীন এনাফ ফর মী।
আলু-মটর এর তরকারী আমার প্রিয় খাদ্য। Pea-n-potato is my favourite dish. পী-এন- পেটেটো ইজ মাই ফেভারিট ডিশ।
খাবার সময় হয়ে গেছে, তৈরি হয়ে নাও । It is dinner time, get ready. ইট ইজ ডিনার টাইম, গেট, রেডী।
তরকারীতে নুন কম । Salt is lesser is dish. সল্ট ইন লেসার ইন ডিশ।
খালি পেটে পানি পান করো না । Do not take water on an empty stomach. ডু নট টেক ওয়াটার অন এ্যান এম্পটি স্টম্যাক।
আজ কী রান্না হয়েছে? What dishes are cooked today? হোয়াট ডিসেস আর ফুড টুডে ?
তোমার মায়ের কাছ থেকে সামান্য নুন নিয়ে এসো। Bring a pinch of salt from you mother. ব্রিঙ্গ এ পিনচ অফ সল্ট ফ্রম ইয়োর মাদার।
তার ওপর সম্পূর্ণ আস্থা আছে। I have full faith in him. আই হ্যাভ ফুট ফেথ ইন হিম।
একটু দাঁড়াবেন? Please wait ? প্লীজ ওয়েট?
অনুগ্রহ করে ফিরে আসুন। Please come back. প্লীজ কাম ব্যাক।
MEALS (মীস)- আহার
আমার ক্ষিদে পেয়েছে । I feel hungry. আই ফিল হাঙ্গরী।
কি খাবেন? What will you like to eat? হোয়াট উইল ইট লাইক টু ইট?
আপনার কাছে কত প্রকারের আচার আছে? What piekles do you have? হোয়াট পিকলস্ ডু ইউ হ্যাভ?
আপনি ভোরে নাস্তা খেয়েছেন? Have you had your breakfast? হ্যাভ ইউ হ্যাড ইয়োর ব্রোকফাস্ট?
এখনই খাইনি, সুমি। Not yet, Shumi. নই ইয়েট, সুমী।
ভোরের নাস্তা তৈরি করো। Get the breakfast ready. গেট দি ব্রেকফাস্ট রেডী।
আসুন, ভোরের নাস্তা খাওয়া যাক। Let us have the breakfast. লেট আস হ্যাভ দি ব্রেকফাস্ট।
চেখে দেখ । Just taste it . জাস্ট টেস্ট ইট।
english to bengali word book for child pdf
সকলের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাই । I congratlate you on behalf of all. আই কনগ্র্যাচুলেট ইউ অন বিহাফ অফ্ অল।
তোমার কাজে সাফল্য কামনা করি।/ [তুমি] সফল হও। Wish you all the best. উইশ ইউ অল দ্যা বেস্ট।
আমি আসতে পারব না । I shall not be able to come. আই শ্যাল নট বী এবল টু কাম।
আপনি যা চান তা আমি করতে পারব না। I shall not be able to do as yo desire. আই শ্যাল নট বী এবল টু ডু এ্যাজ ইউ ডিজায়ার।
আমি আসতে চাই না । I do not want to come. আই ডু নট ওয়ান্ট টু কাম।
অসম্মতি জানাবার জন্য আমি দুঃখিত। I am sorry to refuse. আই এ্যাম সরী টু রিফিউজ।
তারা এই ব্যাপারে সম্মত হবে না । They will not agree to this. দে উইল নট এগ্রী টু দিস্।
এটা সম্ভব নয় । It is not possible. ইট ইজ নট পসিবল।
আমি দুঃখিত যে আমার পক্ষে এই প্রস্তাবে সম্মত হওয়া সম্ভব নয় । I regret I can't accept this proposal. আই রিগ্রেট আই কান্ট এ কসেপ্ট দিস্ প্রোপোজাল।
না আমাকে একটা পার্টিতে যেতে হবে। No, I have to go to a party. নো, আই হ্যাভ টু গো টু এ পার্টি।
আপনার কাছে মিষ্টান্ন কি কি আছে? What sweet dishes do you have? হোয়াট সুইট ডিসেস ইউ হ্যাভ?
মুনা কি ভাত খেয়েছে? Has Muna had her meals? হ্যাজ মুনা হ্যাড হার মীলস?
তাড়াতাড়ি, ভাত বাড়া হয়ে গেছে । Come soon, food has been served. কাম সুন, ফুড হ্যাজ বীন সার্ভড।
আরো পড়ুন: ইংরেজি ভাষা শিক্ষা
Read More Post