ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf ডাউনলোড করে পড়তে পারেন,
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,
ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?
ইংরেজি শব্দের অর্থ বাংলা | english to bangla word book
সাধারণতঃ তিন রকমভাবে উচ্চারণ করা হয় - 'স', 'শ' ও 'জ' এর মত।
[তবে এই স্থানে ‘জীবন' এর 'জ' এর মত কাজ উচ্চারণ করলে ভুল হবে। সামান্য একটু 'স' এর আভাস থাকা দরকার।
শব্দের শেষে be, g, gg, ge, oe, ie, ee, y ইত্যাদি ও তারপরে S থাকলে উচ্চারণ জ এর মত হয় (ওপরে টীকা দ্রষ্টব্য)
Tribes (ট্রাইবজ)—জাতি (বহুবচন)
Stories (স্টোরিজ)—গল্পগুলো
Bags (ব্যাগজ)—থলিগুলো
Rupees (রূপীজ)—টাকা (বহুবচন)
Ages (এজেজ)—যুগ (বহুবচন)
Toys (টয়েজ)—খেলনাগুলো
Hearoes (হিরোজ)—বীরগণ, নায়কগণ
Eggs (এগজ)—ডিমগুলো
Rays (রেজ)—কিরণগুলো
ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ
শব্দের আম্ভে F, P, PE, TE ও তারপর S থাকলে উচ্চারণ 'স' এর মত হয়—
Roofs (রূপস) — ছাদগুলো
Kites (কাইটস)—ঘুড়িগুলো
Chips (চিপস)—টুকরোগুলো Ships (শিপস)—জাহাজগুলো
Hopes (হোপস)—আশা (বহুবচন)
Jokes (জোকস) পরিহাসগুলো
শব্দে যদি s বা ss থাকে ও তারপর IA বা ION হয়, তবে s এর উচ্চারণ শ এর মত হয় । যথা ঃ
Asia (এশিয়া)—মাহাদেশ এর নাম
Aggression (এ্যাগ্রোশন)—আক্রমণ
Pension (পেনশন) — পেনশন
Mansion (ম্যানশন)—প্রাসাদ, অট্টালিকা
Session (সেশন)—কার্যকাল, অধিবেশন
Russia (রাশিয়া)—–সোভিয়েত রাশিয়া
ইংলিশ বাংলা অনুবাদ
T এর উচাচরণ
স্থান বিশেষ T এর উচ্চারণ ‘শ' 'চ' ‘থ' ও 'দ' এর মত হয়—
শব্দে T এর পরে IA, IE, IO ইত্যাদি বর্ণ থাকলে T কে ‘শ' এর মত উচ্চারণ করা হয়। যেমন—
Initial (ইনিশিয়াল)—প্রারম্ভিক
Portion (পোরশন) – ভাগ
Patient (পেশেন্ট)— রোগী
Promotion (প্রমোশন)—বুদ্ধি, পদোন্নতি
Illustration (ইলাষ্ট্রেশন)—চিত্র
Ration (রেশন)— অনুপাত
যদি শব্দ S এর পরে tion থাকে বা T এর পর ure থাকে তবে T এর উচ্চারণ 'চ' এর মত হয়।
Question (কোয়েশ্চন)—প্রশ্ন
Future (ফিউচার)—ভবিষ্যৎ
Culture (কালচার)—সংস্কৃতি
Capture (ক্যাপচার) –বন্দী করা
Nature (নেচার)—প্রকৃতি
Picture (পিকচার) – ছবি
শব্দে T এর পরে IA, IE, IO ইত্যাদি বর্ণ থাকলে T কে 'শ' এর মত উচ্চারণ করা হয়। যেমন-
Initial (ইনিশিয়াল) – প্রারম্ভিক
Portion (পোরশন) — ভাগ
Patient (পেশেন্ট)—রোগী
Promotion (প্রমোশন)—বুদ্ধি, পদোন্নতি
Illustration (ইলাষ্ট্রেশন) — চিত্র
Ration (রেশন)— অনুপাত
কোচিং ছাড়াই স্পোকেন ইংলিশ pdf
কখন কখনও TH-টা হিসেবে উচ্চারিত হয়। যেমন—
Thames [টেমস্]——টেমস নদী
Thomas [টমাস]—ব্যকিনা
(Silent letters in words)
শব্দে অনুচ্চারিত অক্ষর
নিম্নলিখিত শব্দগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়ুন ও সামনে লেখা উচ্চারণের দিকে দৃষ্টি দিন কোটি ঠিক তা জেনে নিন
Bomb (বম
Cumb (কাম
Dumb (ডাম্
Thumb (থাম্
Tomb (টুম্
Lamb (ল্যাম
Debt (ডেট্
Doubt (ডাউট
বম্ব) — বোমা
কাম্ব)—চিরুনী
ডাম্ব)—বোবা
থাম্ব)—বুড়ো আঙ্গুল
টুম্ব]—সমাধি
ল্যাম্ব]—মেষ শাবক
ডেট্)—ধার
ডাক্ট)—সন্দেহ
শব্দের প্রথম অক্ষর কি অনুচ্চারিত থাকে?
শব্দের প্রথম অক্ষরটিই Silent হয় নাকি কখন কখন? হ্যাঁ, হয় । নীচে
দেয়া শব্দগুলোর বানান ও উচ্চারণ ভালভাবে লক্ষ্য করুন।
Gnat (ন্যাট)— কটী বিশেষ, লড়াকু বিমান
Psychology (সাইকলজি) – মনোবিজ্ঞান
honour (অনার) সম্মান
write (রাইট) – লেখা
hour (আওয়ার)— ঘণ্টা
knowledge (নলেজ)—জ্ঞান
Pneumonia [নিউমোনিয়া]—ফুসফুস ঘটিত অসুখ
উপরে দেয়া শব্দের প্রথম অক্ষরগুলো silent থাকে, তাদের উচ্চারণ হয় না। এবার এ শব্দগুলোর উচ্চারণ করুণ –wrong, know, knitting, honest, psalm. (রং, নো, নিটিং, অনেস্ট, সাম)
Knitting-এ k ও দ্বিতীয়। t-এর উচ্চারণ হ'ল না, বলা হয় niting. সেই রকম psalm-এর P ও I-এর উচ্চারণ হয়ই না।
ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ ডিকশনারি
High এর উচ্চারণ হল হাই, ও right এর রাইট। এরকমভাবে নীচে প্রদত্ত শব্দগুলোর উচ্চারণ করুন।
sigh (দির্ঘশ্বাস ফেলা)
fight (লড়াই করা)
thigh (উরু)
thought(যদিও)
through (দ্বারা)
might (শক্তি)
night (রাত্রি)
tight (শক্ত)
fight (ভয়)
light (আলো)
bright (উজ্জ্বল)
silight (সামান্য)
fight (উড়ে যাওয়া)
dulight (আনন্দ)
knight (বীর পুরুষ)
sight (দৃশ্য)
এই শব্দগুলো আপনাদের পরিচিত। এখন বলুনতো এমন কোন দু'টি বর্ণ আছে যা সবকটি শব্দেই silent? ঠিক ধরেছেন— gh হ্যাঁ, knight— এ k অনুচ্চারিত silent.
[Forms of Small Speeches]
সংক্ষিপ্ত বাক্যের রূপ
মনের ভাব প্রকাশের জন্য ইংরেজিতে অনেক সময় পুরো বাক্যটা না বলে দুই একটি শব্দেই কাজ চলে যায়। উদাহরণত, Yes sir! [ইয়েস স্যার!] No sir! [নো স্যার] প্রভৃতি। বাক্যের এই সংক্ষিপ্ত রূপের সাথে ইংরেজি ভাষা শিখতে ইচ্ছুক প্রত্যেকেরই ভালভাবে পরিচয় থাকা দরকার। কাজটা একেবারেই সহজ, কারণ ব্যাকরণের মারপ্যাচ এগুলোতে থাকে না ।
আমি এই আসছি/সবে এসেছি।
Just coming. জাস্ট কামিং।
বেশ।/খুব ভাল।
Very well. ভেরি ওয়েল।
ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ
ঠিক আছে।
It's fine/very good. ইটস্ ফাইন/ভেরি গুড।
আপনি যা বলেন/আপনার যেমন ইচ্ছে।
As you
like. এ্যাজ ইউ লাইক/
As you please. এ্যাজ ইউ প্লিজ।
আর কিছু [বলার আছে]?
Anything else? এনিথিং এলস?
থাক্ থাক্ যথেষ্ট হয়েছে।
That's enough. দ্যাটস্ এনাফ্ ।
[এই অকিঞ্চনকে] সম্মান দেখানোর জন্য আপনাকে
Thanks for this honour. থ্যাঙ্কস্ ফর্ দিস্ অনার।
ধন্যবাদ [জানাই]।
আচ্ছা । O. K. ও. কে.
[নিশ্চয়ই] কেন হবে না?/কেন নয়?
Why not? হোয়াট নট?
একটুও না।
Not a bit নট এ বিট।
আচ্ছা চলি।
Ta-Ta টা-টা।
কাল দেখা হবে।
See you tomorrow. সি ইউ টুমরো।
হাঁ, হাঁ, নিশ্চয়ই।
Yes, by all means. ইয়েস, বাই অল মিস্।
অনেক হয়েছে।
Too much. টু মাচ্।
হাঁ, মশাই!
Yes sir! ইয়েস্ স্যার!
কখনই নয় ।
No, not at all. নো নট্ অ্যাট্ অল্।
তাতে কি হয়েছে/ঠিক আছে।
Never mind. নেভার মাইন্ড/
Doesn't matter. ডাজন্ট ম্যাটার।
[বলার] কিছুই নেই ।
Nothing more. নাথিং মোর ।
তেমন/বিশেষ কিছু নয় ।
Nothing special. নাথিং স্পেশল ।
আসুন, আসুন!
Welcome! ওয়েলকাম্!
ঘরে বসে spoken english pdf
আমার ওপর ভরসা করতে পারেন।
Rest assured. রেস্ট অ্যাশিয়োরড।
নমস্কার/সালাম/সংশ্রী অকাল/সুপ্রভাত /শুভরাত্রি।
Good morning/ afternoon/ evening / night গুড মর্নিং/ আফটারনূন/ ইভনিং/ নাইট।
বিদায়!
Good bye! গুড়-বাই।
আবার আসবেন ।
Bye-bye! বাই-বাই ।
একটুও নয়!
Not the least! নট দ্যা লিস্ট!
আদেশসূচক বাক্য [Sentences denoting Command]
থামো।
Stop. স্টপ্।
বলো।
Speak. স্পিক।
শোনো ।
Listen. লিন।
এখানে অপেক্ষা করো!
Wait here! ওয়েট্ হিয়ার!
এদিকে এসো।
Come here. কাম হিয়ার।
এদিকে দেখো।
Look here. লুক্ হিয়ার।
এই নাও৷
Take it. টেক্ ইট।
কাছে এসো।
Come near. কাম্ নিয়ার।
বাইরে অপেক্ষা করো।
Wait outside. ওয়েট আউট্সাইড।
ওপরে যাও।
Go up. গো আপ্।
নিচে যাওঁ।
Go down. গো ডাউন ৷
নেমে যাও/নামো ।
Get down. গেট ডাউন ।
তৈরি হয়ে নাও ।
Be ready. বি রেডি/Get ready গে, রেডি।
চুপ করো।
Keep quiet. কিপ্ কোয়ায়েট্ ।
spoken english book bangla pdf
সাবধান।
Be careful. বি কেয়ারফুল /Be cautious বি কশাস্ ।
আস্তে আস্তে যাও।
Go slowly. গো স্লোলি/ walk slowly. ওয়াক্ স্লোলি ।
এখনই যাও ৷
Go at once. গো অ্যাট ওয়ান্স ।
এখানে থামো ।
Stop here. স্টপ্ হিয়ার ।
সোজা চলে যাও ।
Go straight. গো স্ট্রেট।
এখান থেকে চলে যাও ।
Go away. গো এ্যাওয়ে/Get out. গেট্ আউট
ভালো করে পরিষ্কার কর ।
Clean properly. ক্লিন প্রপারলি ।
যেয়ো না ।
Don't go. ডোন্ট গো ।
ভুলো না।
Don't forget ডোন্ট ফরগেট।
এটাকে ভেঙো না ।
Don't break it. ডোন্ট ব্রেক ইট ।
আমায় জ্বালাতন করো না ।
Don't trouble/tease me. ডোন্ট ট্রাবল/টিস্ মি ।
আর একবার চেষ্টা করে দেখো। Try again. ট্রাই এগেন ।
শুরু করুন।
Go ahead. গো এ্যাহেড্ ।
নড়ো না।
Don't move. ডো'ন্ট মোভ্ ৷
word book english to bangla pdf
[Imperative Mood] বিধেয়াত্মক ক্রিয়া আদেশ ও অনুরোধসূচক বাক্য
[Sentences denoting order and request] (A)
সামনে দেখো ।
Look ahead. লূক এ্যাহেড্ ।
এগিয়ে যাও।
Go ahead. গো এ্যাহেড্ ।
আস্তে গাড়ি চালাও।
ওর নাম জিজ্ঞেস কর।
Drive slowly. ড্রাইভ স্লোলি ।
Ask his name. আফ্ হিজ্ নেম ৷
নিজের কাজ করো ।
Mind your business. মাইন্ড ইয়োর বিজনেস্ ।
ফিরে যাও ।
Go back. গো ব্যাক ।
ফিরে এস।
Come back. কাম্ ব্যাক ।
শুনুন তো।
Just listen. জাস্ট লিন্ ।
তাড়াতাড়ি এসো।
Come soon. কাম্ সুন ।
আমায় দেখতে দাও ।
Let me see. লেট্ মি সি ।
আমায় কাজ করতে দাও ।
Let me work. লেট্ মি ওয়ার্ক।
ওকে যেতে দাও ।
Let him pass. লেট্ হিম পাস ।
আমায় যেতে দাও ।
Let me go. লেট্ মি গো ।
তৈরি হও।
Be ready. বী রেডী।
ওর দেখাশোনা করো ।
Take care of him/her. টেক্ কেয়ার অফ্ হিম্/হার ।
একপাশে দাঁড়াও ।
Move aside. মুভ এ্যাসাইড
ভেবেচিন্তে বলো ।
Think before you speak. থিঙ্ক বিফোর ইউ স্পিক ।
নিশ্চয়ই আসবে।
Do come. ডু কাম্ ।
এগোও।
Move ahead. মুভ অ্যাহেড।
Read More Post