বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন Post 31 | Bangla To English Oxford Dictionary

ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,

আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf  ডাউনলোড করে পড়তে পারেন, 

বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,

ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?

বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন | Bangla To English Oxford Dictionary

 বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন | bangla to english oxford dictionary

অতিথি : আমি দুঃখিত। একদম সময় পাইনি। হঠাৎ আমার ঠিক হয়ে গেল। Guest: I'm sorry there was no time for a letter. The visit was decided upon a little too suddenly. আই’ম সরি দেয়ার ওয়াজ নো টাইম ফর এ লেটার । দি ভিজিট ওয়াজ ডিসাইডেড আপন এ লিটল টু সাডেনলি|

অতিথি সেবক : ভাবী কোথায়? তাঁকে সংগে কেন আনেন নি? Host : And where is Sister-in-law? Why did not you bring her along? এ্যান্ড হোয়ার ইজ সিসটার-ইন-ল? হোয়াই ডিড নট ইউ ব্রিং হার এ্যালং?

অতিথি : সে আসবে ভেবেছিল, কিন্তু শেষ মুহূর্তে মত বদলাল। আগামী বারে নিশ্চয়ই আসবে। Guest: She did think of coming. But changed her mind at the last moment. She will certainly come next time. সি ডিড থিংক অফ কামিং, বাট চেঞ্জড হার মাইন্ড এ্যাট দি লাস্ট মোমেন্ট। সি উইল সারটেনলি কাম নেক্সট টাইম।

অতিথি সেবক : বসুন, কি খাবেন, চা না কফি? Host : Well, please take a seat, would you like to have tea or coffee? ওয়েল, প্লিজ টেক এ সিট, উড ইউ লাইক টু হ্যাভ টি অর কফি?

অতিথি : চা হলেই চলবে। Guest : Tea will do. টি উইল ডু।

অতিথি সেবক : পথে কোন অসুবিধা হয়নি তো? গাড়ীতে কি খুব ভীর ছিল? Host : How was he journey ? Was the train crowded? হাউ ওয়াজ দি জারনি? ওয়াজ দি ট্রেন ক্রাউডেড?

অতিথি : হ্যাঁ, ভীড় ছিল, তবে আমার আসন সংরক্ষিত ছিল, সেইজন্য বেশ আরামেই এসেছি। Guest : Yes, it was. But I had reserved my seat. So I travelled Quite comfortable. ইয়েস, ইট ওয়াজ। বাট মাই হ্যাড রিজার্ভড মাই সিট, সো আই ট্রাভেলড কোয়াইট কমফোরটেবল।

Crowded = crow + ed অর্থাৎ crowed ক্রিয়ার Past Participle, কিন্তু এখানে বিশেষণরূপে প্রয়োগ করা হয়েছে— Was the train crowded? ক্রিয়ার অর্থ এইভাবে প্রয়োগ হবে— People crowd the main bazars of Delhi in the evening (লোকেরা বিকালবেলা দিল্লীর প্রধান বাজারগুলোতে ভীর করে) এইভাবে reserved, tired ইত্যাদি শব্দের প্রয়োগ করুন।

অতিথি সেবক : খুব ভাল। Host : That's nice. দ্যাটস নাইস।

অতিথী : আসন সংরক্ষণ না করে ভ্রমণ করা আজকাল অসম্ভব। Guest: These days it is just impossible to travel without reservation. দীজ ডেজ ইট ইজ জাস্ট ইমপসিবল টু ট্রাভেল উইদাউট রিজার্ভেশন।

অতিথি সেবক : আপনি ঠিকই বলেছেন আমার মনে হয় আপনি খুবই ক্লান্ত। সারাদিন রেলে ভ্রমণ বেশ ক্লান্তিকর। আমার মনে হয় আপনি গরম পানিতে গোসল করুন। এটা আপনাকে শীঘ্রই সতেজ করে তুলবে। Host : You're right, well, I think you must be quite tired. For whole day's journey by train is quite tiring. I suggest you take a hot bath. It will refresh you immediately. ইউ'র রাইট, ওয়েল, আই থিংক ইউ মাস্ট বি কোয়াইট টায়ারড। ফর এ হোল ডে'জ জারনি বাই ট্রেন ইজ কোয়াইট টায়ারিং। আই সাজেস্ট ইউ টেক এ হট বাথ। এ উইল রিফ্রেস ইউ ইমিডিয়েটলি।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও উচ্চারণ

অতিথী : সত্যিই তাই। আমি ক্লান্ত বোধ করছি। Guest : Quite so. I do feel tired. কোয়াইট সো । আই ডু ফিল টায়ারড।

পরের দিন সকাল : NEXT MORNING

অতিথি সেবক : আপনি প্রাতঃরাশ কি পছন্দ করেন? Host: What would you like to have for breakfast? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর ব্রেকফাস্ট?

অতিথি : এক পিস সেঁকা রুটিই যথেষ্ট। তার সঙ্গে চা, সাধারণতঃ দু'কাপ খাই৷ Guest: Just a piece of toast would be enough. And of course tea, usually I take two cups. জাস্ট এ পিস অফ টোস্ট উড বি এনাফ। এ্যান্ড অফ কোর্স টি ইজ্যুয়েলি আই টেক টু কাপস।
 
অতিথি সেবক : সুন্দর! নিজের ঘর বলে মনে করুন। এখানে লৌকিকতার বালহি নেই। Host : Fine, Please feel at home. There's no need to be formal. ফাইন, প্লিজ ফিল এ্যাট হোম। দেয়ার'স নো নীড টু বি ফরম্যাল।

অতিথি : আমি বাড়ির মতই আছি। আমি কি আপনাকে বলিনি যে এক ক্যাপের জায়গায় দু'কাপ চা খাই? Guest : I am quite at home. Didn't I tell you my self that I take two cups of tea instead of one? আই এ্যাম কোয়াইট এ্যাট হোম। ডিডন'ট আই টেল ইউ মাইসেলফ দ্যাট আই টেক টু কাপস অপ টি ইনসটিড অফ ওয়ান।

অতিথি সেবক : আচ্ছা, আপনার এখন কি কাজ আছে? Hoat : Right, what is your programme now? রাইট,হোয়াট ইজ ইউর প্রোগ্রাম নাউ।

অতিথী : অফিস খোলার পর আমি ব্যবসায়িক যোগাযোগ করব। দুপুরে খাওয়ার পর আরও কিছু লোকের সংগে দেখা করতে হবে। Guest: Ater office business calls. Then ater lunch have to meet some more people. আফটার অফিস বিজনেস কলস। দেন আফটার লাঞ্চ আই হ্যাভ টু মিট সাম মোর পিপলস।

অতিথি সেবক : বেশ, দুপুরের খাবার একটা নাগাদ তৈরি হবে। Host : Good, Lunch will be ready around one. গুড,লাঞ্চ উইল বি রেডি এরাউন্ড ওয়ান।

মধ্যাহ্ন ভোজের সময় : AT LUNCH :

অতিথি সেবক : আসুন, খাবার তৈরি Host : please come, lunch is ready. প্লিজ কাম, লাঞ্চ ইজ রেডি।

অতিথি : ধন্যবাদ,এত রীতিমত ভুরি ভোজ! কত রকম করেছেন। আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। Guest : Thank you, Why, this is a regular feast! What an number of dishes! You have taken so much trouble for me. থ্যাখং ইউ, হোয়াই, দিস ইজ এ রেগুলার ফিস্ট! হোয়াট এ নাম্বার অফ ডিসেস! ইউ টেকন সো মাচ ট্রাবল ফর মী|

ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়

অতিথি সেবক : এ কিছুই নয়। এটা একটা আনন্দ। Host : Not at all. It's a pleassure. নট এ্যাট অল। ইট'স এ প্লেজার।

অতিথি : এটা আপনার মহানুভবতা। Guest : So kind of you. সো কাইন্ড অফ ইউ।

অতিথি সেবক : এ কিছু নয়, আপনি সন্ধেবেলায় কখন ফিরছেন? Host : No mention, please, well, when can we expect you back in the evening? নো মেনশন, প্লিজ, ওয়েল, হোয়েন ক্যান ইউ এক্সসেপট ইউ ব্যাক ইন দি ইভিনিং?

অতিথী : সাতটা নাগাদ; রাত্রের খাবার যেন সাধারণ হয় ডাল ভাতের মতন। Guest : Around seven O'clock, And please keep the dinner simple, just rice and dal. এ্যারাউন্ড সেভেন ও ক্লক, এ্যান্ড প্লিজ কিপ দি ডিনার সিম্পল, জাস্ট রাইস এ্যান্ড ডাল।

অতিথি সেবক : আপনার যাহা পছন্দ। Host : As you like. এ্যাজ ইউ লাইক।

রাত্রে AT NIGHT

অতিথি সেবক : আচ্ছা, সারাদিন কিভাবে কাটালেন? সেই সমস্ত লোকদের সংগে দেখা হল? Host : Well, how did you spend the day? Could you meet those people? ওয়েল, হাউ ডিড ইউ স্পেনড দি ডে? কুড ইউ মিট দোজ পিপল?

অতিথি : সবাইয়ের সংগে নয়, কিছু লোকের সংগে আমার দেখা হল আশা করছি বাকি লোকদের সংগে কাল দেখা করব। Guest : Not all, I could see some the, rest I expect to see tomorrow. নট অল, আই কুড সি সাম। দি রেস্ট আই একসেপট টু সি টুমরো।

অতিথি সেবক : আপনাকে ক্লান্ত মনে হচ্ছে। আমি ওই ঘরে আপনার বিছানা করতে বলেছি। আমার মতে আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন। Host: You look tired. I have asked your bed to be made in that room. I suggest that you retire early. ইউ লুক টায়ার্ড। আই হ্যাভ আক্সড ইওর বেড টু বি মেড ইন দ্যাট রুম। আই সাজেস্ট দ্যাট ইউ রিটায়ার আরলি।

অতিথী : ঠিক বলেছেন। আমি শুয়ে পড়ি। শুভরাত্রি। Guest : You are right. I think ill go to bed. Good night. ইউ আর রাইট। আই থিংক আই'ল গো টু বেড, গুড নাইট।

অতিথি সেবক : শুভরাত্রি। Host : Good night. গুড নাইট।

অফিস যাবার সময় প্রস্তুত হয়েছেন GETTING READY FOR OFFICE গেটিং রেডি ফর অফিস

স্ত্রী : তুমি কি আজ উঠবে না? Wife : Don't you want to get up today? ডোন'ট ইউ ওয়ান্ট টু গেট আপ টুডে?

স্বামী : আঃ! আমায় একটু ঘুমোতে দাও। Husband : Oh, let me sleep a while. ওহ, লেট মি শিল্প এ হোয়াইল।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন

স্ত্রী : তুমি কি আজ অফিসে যাবে না। Wife : Aren't you going to office today? আরন'ট ইউ গোইং টু অফিস টুডে?

স্বামী : নিশ্চয়ই যাব, ক'টা বাজে। Husband : Of course I am, What is the time? অফ কোর্স আই এ্যাম, হোয়াট ইজ দি টাইম?

স্ত্রী : সাড়ে সাতটা। Wife : It's half past seven. ইট'স হাফ পাসট সেভেন।

স্বামী : ইস! সাড়ে সাতটা? তুমি কেন আমায় তোলনি Husband : Gosh ! Half past seven ! Why didn't you wake me up? গাস! হাফ পাস্ট সেভেন! হোয়াই ডিড ন'ট ইউ ওয়েক মি আপ?

স্ত্রী : শোন! যখন আমি তোমায় ডাকি, তখন তুমি অভিযোগ কর যে তোমায় আমি ঘুমোতে দিই না। Wife Now look at that if I wake you up, you complain that I don't be let you sleep. নাউ লুক অ্যাট দ্যাট। ইফ আই ওয়েক ইউ আপ, ইউ কমপ্লেন দ্যাট আই ডোন’ট লেট ইউ শিল্প।

স্বামী : যাক ঠিক আছে, বাথরুমে কে? Husband : OK. OK. who is in the bathroom? ওকে,ওকে, হু ইজ ইন দি বাথরুম?

স্ত্রী : বাবু। Wife : Babu. বাবু।

স্বামী : বাবু, তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। Husband : Hurry up, Babu, I'm getting late. হারি আপ বাবু, আই'ম গেটিং লেট।

স্ত্রী : যতক্ষণ বাবু গোসল করছে, ততক্ষণ তুমি দাঁতটা মেজে নাও। Wife: While Babu has his bath you can brush your teeth. হোয়েল বাবু হ্যাজ হিজ বাথ ইউ ক্যান ব্রাশ ইওর টিথ।

স্বামী : সেই ভাল, টুথ পেস্ট কোথায়? Husband : That's right, Where's the tooth paste? দ্যাট'স রাইট, হোয়ার'জ দি টুথ পেস্ট?

স্ত্রী : বেসিনের ওপরে। Wife : At the wash basin. এ্যাট দি ওয়াস বেসিন।

বাবু : (বাথরুম থেকে বেরুতে বেরুতে) বাবা, আমার গোসল হয়ে গেছে। Babu : (Coming out of the bathroom) I've finished with the bathroom, Papa. (কামিং আউট অফ দি বাথরুম) আই’ভ ফিনিশড উইথ দি বাথরুম, পাপা।

বাবা : বাবু, আমার জুতোটা শীঘ্র পালিশ করে দাও। Father : Babu, shine I my shoes, quickly. বাবু, সাইন মাই সুজ, কুইকলি।

বাবু : কিন্তু বাবা বাড়িতে জুতোর পালিশ নেই। পুরোনো কৌটোটা শেষ হয়ে গেছে। গতকাল একটা নতুন কিনে আনতে ভুলে গেছ। Babu: But Papa there's no shoe poilsh in the house.The old pack is finished and you forgot to buy a new one yesterday. বাট পাপা দেয়ার'স নো সু পালিস ইন দি হাউস, দি ওল্ড প্যাক ইজ ফিনিসড এ্যান্ড ইউ ফরগট টু বাঈ এ নিউ ওয়ান ইয়েসটারডে|

common english to bangla vocabulary pdf

বাবা : গতকাল বিকেলে যখন আমি বাইরে যাচ্ছিলাম, তখন তুমি আমায় মনে করিয়ে দাওনি কেন? Father: Couldn't you have renminded me when I went out yesterday evening? কুডন'ট ইউ হ্যাভ রিমাইন্ডেড মী হোয়েন আই ওয়েন্ট আউট ইয়েস্টারডে ইভিনিং

স্ত্রী : তুমি নিজে এত “ভুলো” আর শুধু শুধু ছেলেটাকে বকছ। Wife: You are so forgetful yourself and then you shout at the poor boy. ইউ আর সো ফরগেটফুল ইওরসেলফ এ্যান্ড দেন ইউ সাউট এ্যাট দি পওর বয়।

স্বামী : ঠিক আছে, বাবু একটা কাপড় দিয়ে জুতোটা মুছে দাও। আর সুমা, তুমি আমার বুশ -শার্টটা ইস্ত্রি করে দেবে? Husband : Ok. Ok. Babu, just wipe the shoes with a piece of cloth. And Suma, will you please iron my bush-shirt? ওকে, ওকে, বাবু, জাস্ট উইপ দি সুজ উইথ এ পিস অফ ক্লথ। এ্যান্ড সুমা, উইল ইউ প্লিজ আয়রন মাই বুশশার্ট।

স্ত্রী : কিন্তু আমি রান্নায় ব্যস্ত। তুমি কি ঠিক সময়ে তোমার খাবার চাও না? Wife : But I am busy in the kitchen, Don't you want your food to be ready in time. বাট আই' বিজি ইন দি কিচেন, ডোন’ট ইউ ওয়ান্ট ইওর ফুড টু বি রেডি ইন টাইম?

স্বামী : হ্যাঁ, কিন্তু আমিও কি করে বিনা ইস্ত্রি করা বুশ-শার্ট পরে যাব? Husband : Yes, Yes, but how can I wear this bush shirt unless it is ironed? ইয়েস, ইয়েস, বাট হাউ ক্যান আই ওয়্যার দিস বুশ সার্ট আনলেস ইট ইজ আইরনড?

স্ত্রী : তোমাকে এটা পরতে হবে না। আমি অন্য একটা হ্যাঙারে রেখেছি। Wife : You don't have to wear it. I've kipt the other one ready on the hanger. ইউ ডোন'ট হ্যাভ টু ওয়্যার ইট, আই’ভ কেপ্ট দি আদার ওয়ান রেডি অন দি হ্যাঙ্গার।

স্বামী : তুমি সুগৃহিণী সুমা- Husband : Suma, you are a wonderful wife. সুমা, ইউ আর এ ওয়ান্ডারফুল ওয়াইফ।

স্ত্রী : সে দেখা যাবে। এখন তোমার প্রাতঃরাশ সেরে নাও। আমি তোমার বক্স ভরে দিচ্ছি। Wife : We'll see about that, Now come and takeyour breakfast, I'II pack your lunch box. উইল সি এ্যাবাউট দ্যাট, নাউ কাম এ্যান্ড টক ইওর ব্রেকফাস্ট, আই'ল প্যাক ইওর লাঞ্চ বক্স।

স্বামী : কেন, এখন তো সবে পৌনে ন'টা, আমার বাসের যথেষ্ট সময় আছে। Husband : Why, It's still a Quarter to nine, I'm quite in time for the bus. হোয়াই ইট'স স্টিল এ কোয়াটার টু নাইন? আই'ম কোয়াইট ইন টাইম ফর দি বাস।

একজন রুগীর বিষয় ABOUT A PATIENT এবাউট এ পেশেন্ট

সালমা : তোমার বাবা কেমন আছেন? Salma : How is your father now? হাউ ইজ ইওর ফাদার নাউ?

লীনা : আগের চেয়ে ভাল। Lina : Better than before. বেটার দ্যান বিফোর।

সালমা : তাঁকে কে চিকিৎসা করছেন? Salma : Who is treating him? হু ইজ ট্রিটিং হিম?

লীনা : ডাঃ মান্না। Lina : Dr. Manna. ডাঃ মান্নান।

সালমাা : তিনি কি বলছেন? Salma : What does he say? হোয়াট ডাজ হি সে?

জুতোর কালি দিয়ে জুতোকে উজ্জ্বল করার ইংরেজী ক্রিয়াবাচক শব্দ হল shine. সাধারণতঃ লোকে ভুল করে polish বলে। আপনারা এই ভুল করবেন না।

লীনা : তিনি বললেন যে তাঁর যকৃৎ ঠিক মতন কাজ করছে না। Lina : He says that the liver is not functioning properly. হি সেজ দ্যাট দি লিবার ইজ নট ফাংকশানিং প্রোপারলি।

সালমা : তাঁকে হাসপাতাল কেন নিয়ে যাচ্ছ না? Salma : Why don't you take him to the hospital? হোয়াই ডোন’ট ইউ টেক হিম টু দি হসপিট্যাল।

online spoken english course in bengali

লীনা : তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান ।
Lina : He becomes nervous at the mention of the hospital. হি বিকামস নারভাস এ্যাট দি মেনশন অফ দি হসপিট্যাল।

সালমা : কতদিন যাবৎ তিনি অসুস্থ আছেন? Salma : How long has he been ill? হাউ লং হ্যাজ হি বিন ইল?

লীনা : গত ২ মাস যাবৎ। Lina : For the last two months. ফর দি লাস্ট টু মানথস।

সালমা : তাঁর মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে। আমার মনে হয় কোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ কর। Salma His face has become very pale. I think you should consult a specialist. হিজ ফেস হ্যাজ বিকাম ভেরী পেল। আই থিংক ইউ সুড কনসাল্ট এ স্পেশালিস্ট।

লীনা : বাবার কেবল ডাঃ মান্নাকেই বিশ্বাস। কখনও কখনও ওষুধের চেয়েও বিশ্বাসটা ফলোৎপাদক হয়। Lina : Father has faith only in Dr. Mnna. Faith is sometimes more effective than medicine. ফাদার হ্যাজ ফেথ অনলি ইন ডাঃ মান্না। ফেথ ইজ সামটাইমস মোর এফেকটিভ দ্যান মেডিসিন।

সালমা : তাঁর ডাঃ মান্নার চিকিৎসায় উন্নতি হয়েছে কি? Salma : Has he improved under Dr. Mnna's care? হ্যাজ হি ইমপ্রোভড আন্ডার ডাঃ মান্না’জ কেয়ার?

নীলা : হ্যাঁ, তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। Nila : Yes, but complete recovery will take time. ইয়েস বাট কমপ্লিট বিকাভারী উইল টেক টাইম।

সালমা : তাঁক সুস্থ হ'তে সময় নিতে দাও। অনেকে সুস্থ হবার সঙ্গে সঙ্গেই কাজ করা শুরু করেন এবং তার ফলে পুনরায় অসুস্থ হয়ে পড়েন। Salma : Let him take enough time to recoup. Many people start exerting themselves too soon after recovery and then have a relapse. লেট হিম টেক এনাফ টাইম টু রিকূপ। মেনী পিপল স্টার্ট এক্সারটিং দেমসেলভস টু সুন আফটার রিকভারী এ্যান্ড দেন হ্যাভ এ রিল্যাপস।

নীলা : সত্যি তাই, আমাদের সে বিষয়ে সতর্ক হতে হবে। Nila : That is true. We shall take care about that. দ্যাট ইজ ট্রুঅ উই শ্যাল টেক কেয়ার এ্যাবাউট দ্যাট।

সালমা : পথ্যের ব্যাপারে ডাক্তার বাবুর কোন বাধা আদেশ আছে কি না? Salma Has the doctor imposed any restrictions about food? হ্যাজ দি ডক্টর ইমপাজড এনি রেস্ট্রিকশনস এ্যাবাউট ফুড?

Read More Post
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 1
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 2
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 3
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 4
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 5
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 6
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 7
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 8
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 9
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 10
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 11
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 12
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 13
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 14
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 15
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 16
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 17
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 18
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 19
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 20
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 21
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 22
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 23
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 24
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 25
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 26
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 27
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 28
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 29
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 30
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 31
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 32
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 33
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 34
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 35
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 36
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 37
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 38
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 39
ইংরেজি ভাষা শিক্ষা পোস্ট 40