ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়,
আমাদের এই ওয়েবসাইট আপনি অনেক সহজে এবং অল্প সময়ে ইংরেজি ভাষা শিখতে পারবেন, ইংরেজি ভাষা শিক্ষা বই PDF সহ পাবেন এবং আপনি চাইলে ইংরেজি ভাষা শিক্ষার বই Pdf ডাউনলোড করে পড়তে পারেন,
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা?
বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা বই এবং ইংরেজি থেকে বাংলায় ইংরেজি ভাষা শিক্ষা বই, মাত্র ৩০ দিনে ইংরেজি ভাষা শিখতে পারবেন, জানা-অজানা অনেক ইংরেজি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ওয়েবসাইটের সকল পোস্ট,
ইংরেজি ভাষা শিক্ষার ওয়েবসাইট,
আমাদের এই ওয়েবসাইট যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না👍 (~~) ?
ইংরেজি থেকে বাংলা অনুবাদ বই pdf | english to bengali dictionary online pdf
নীলা : হ্যাঁ, তিনি কেবল তরল পদার্থ খেতে বলেছেন। Nila : Yes, he has recommended only liquid diet. ইয়েস, হি হ্যাজ রেকমেন্ডেড অনলি লিকুইড ডাইয়েট।
সালমা : বেশ । বুঝেছি, আমি কি করতে পারি? Salma : I see. Well, is there anything I can do? আই সি। ওয়েল, ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু?
নীলা : ধন্যবাদ। মাঝে মাঝে এস। Nila : Thanks! Please drop in off and on. থ্যাঙ্কস! প্লিজ ড্রপ ইন অফ এ্যান্ড অন ৷
রাস্তাতে ONTHE WAY অন দি ওয়ে
হাসান : কি হে, জামাল, কেমন আছ? Hasan : Hallo, Jamal, how are you? হ্যালো, জামাল, হাউ আর ইউ।
জামাল : ভাল, হাসান, তুমি কেমন আছ? Jamal : Fine, Hasan, and how are you? ফাইন, হাসান, এ্যান্ড হাউ আর ইউ?
হাসান : ভাল। তুমি কোথায় যাচ্ছ? Hasan : Fine, where are you going? ফাইন, হেয়ার আর ইউ গোয়িং|
জামাল : আমি আমার দোকানে যাচ্ছি। Jamal : I am off to my shop. আই এ্যাম অফ টু মাই শপ।
Liver = যকৃৎ- মানুষের ও পশুর শরীরের একটি প্রধান অঙ্গ। এই শব্দের সঙ্গে 'Lever' = ভারী বস্তু উঠাবার জন্য ব্যবহৃত বাঁশ বা লাঠি অর্থে প্রযুক্ত শব্দকে এক বলে ভুল করা হয়। এই ভুল যেন না হয়।
Pale = ফ্যাকাশে। শরীরের এই হলদে মত রঙকে ইংরেজীতে Pale বলা হয় yellow নয়। এইরূপ মস্তকের (শরীরের অন্য অংশেরও সাদা চুলকে grey hair বলা হয়।' White শব্দের অর্থ সাদা হলেও white hair বলা হয় না।
হাসান : ব্যবসাপত্র কেমন চলছে? Hasan : How is business? হাউ ইজ বিজনেস?
জামাল : ভাল নয়, আজকাল কোন রকমে চলছে। Jamal : Not so good. I'm afraid in fact it is dull these days. নট সো গুড, আই'ম অ্যাফ্রেড ইন ফ্যাক্ট ইট ইজ ডাল দিজ ডেজ।
হাসান : কেন? কি হল? Hasan : Why? what is worng? হোয়াই হোয়াট ইজ রং?
জামাল : আজকাল ‘মন্দা’ চলছে; তাই ব্যবসা ভাল চলছে না। Jamal: There is trade depression and it is affecting business activity. দেয়ার ইজ এ ট্রেড ডিপ্রশন এ্যান্ড ইট ইজ এ্যাফেকটিং বিজনেস এ্যাকটিভিটি।
হাসান : আচ্ছা, আমার মনে হয় অবস্থার উন্নতি হবে। Hasan : I see, Well, I hope things will improve. আই সি, ওয়েল, আই হোপ থিংস উইল ইমপ্রুভ।
জামাল : আমারও সেই আশা। সরকারের কুটির শিল্পের উন্নতি ও দাম কামানোর প্রচেষ্টার কোন ফল হবেই। Jamal : I hope so too. The Government's efforts to promote small scale industry and to curb prices should produce results. আই হোপ সো টু। দি গভর্নন্টে'স প্রমোট স্মল ইন্ডাস্ট্রী এ্যান্ড টু কার্ব প্রাইসেস সুড প্রোডিউস রেজাল্টস।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও উচ্চারণ
হাসান : ভাল, আজকারল তোমার ভাই কাথায়? Hasan : Well, where is your brother these days? ওয়েল হোয়ার ইজ ইওর ব্রাদার দিজ ডেজ?
জামাল : সে ঢাকায়৷ Jamal : He is in Dhaka. হি ইজ ইন ঢাকা।
হাসান : সে সেখানে কি করে? Hasan : What is he doing there? হোয়াট ইজ হি ডুইং দেয়ার।
জামাল : মুদ্রণ কলা শিখছে? Jamal : He is getting training in printing technology. হি ইজ গেটিং ট্রেনিং ইন প্রিন্টিং টেকনোলজি।
হাসান : বাঃ তার শিক্ষা শেষ হবার পর সে কি করবে বলে স্থির করেছে? Hasan : That's nice. What does he propose to do after he complete his training. দ্যাট ইজ নাইস । হোয়াট ডাজ হি প্রোপজ টু ডু আফটার হি কমপ্লিট হিজ ট্রেনিং।
জামাল : সে একটা ছোট ছাপাখানা খোলার জন্য ভাবছে। Jamal: He is thinking of setting up a small printing press. হি ইজ থিঙ্কং অফ সেটিং আপ স্মল প্রিন্টিং প্রেস।
হাসান : ভাল কথা। আমি শুনেছি একটা ট্রেডল-এরও বেশ দাম। Hasan: A good idea. But I am told even a treadle costs quite some money. এ গুড আইডিয়া। বাট আই এ্যাম টোল্ড ইভেন এ ট্রেডল কস্টস কোয়াইট সাম মানি।
জামাল : ঠিক তাই। কিন্তু আজকাল সেই সব উৎসাহী যুবকদের যারা ছোট খাট ব্যবসা শুরু করতে চায় তাদের ব্যাংকগুলো ভাল আর্থিক সাহায্য করে। Jamal: That is true, but now-a days banks give good financial aid to youngen of intiavite who want to set up small enterprise. দ্যাট ইজ ইজ ট্রু। বাট নাউ এ ডেজ ব্যাংকস গিভ গুড ফাইনেনসিয়াল এড টু ইয়ংম্যান অফ ইনিশিয়্যাটিভ হু ওয়ান্ট টু সেট আপস্মল এন্টারপ্রাইসেস।
হাসান : তাহলে তোমার ভাইও তাদের কাছ থেকে সাহায্য পেতে পারে Hasan: Than your brother can also get help from them. দেন ইওর ব্রাদার ক্যান অলসো গেট হেলফ ফ্রম দেম।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন
জামাল : সেও তাই আশা করে । তোমার কি রকম চলছে? Jamal : That is what he hopes. Well, how are things with you? দ্যাট ইজ হি হোপস। ওয়েল, হাউ আর থিঙ্কস উইথ ইউ?
হাসান : মন্দ; নয় । গত মাসের আমার পদোন্নতি হয়েছে। Hasan : Not bad. I got a promotion last month. নট ব্যাড আই গট এ প্রোমোশন লাস্ট মান্থ।
জামাল : সত্যিই অভিনন্দন জানাই?Jamal : Really? Congratulation. রিয়েলি ?কনগ্রেচিউলেশসন।
হাসান : ধন্যবাদ, আমি এখন সহকারী বিক্রয় অধিকর্তা পরিচালক। Hasan: Thank you. I am now assistant Sales Manager. থ্যাঙ্ক ইউ। আই অ্যাম নাউ অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার।
জামাল : চমৎকার! এটা তোমার পরিশ্রমের প্রাপ্য। ভাবী নিশ্চয়ই খুব খুশী। Jamal : Wonderfull you certainly dersrve it. Sister- in-low must be very happy. ওয়ান্ডারফুল! ইউ সার্টেনলি ডিজার্ভ ইট। সিস্টার -ইন-ল মাস্ট বি ভেরী হ্যাপি।
হাসান : স্বাভাবিক! হ্যাঁ শুনলাম তোমার ছেলে কামাল আন্তঃবিদ্যালয় তর্ক- বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। Hasan : Naturally. By the way, I heard your son Kamal go the first prize in the inter-school debating competition. ন্যাচারালি । বাই দি ওয়ে, আই হার্ড ইউর সন কামাল গট দি ফার্স্ট প্রাইজ ইন দি ইন্টার-স্কুল ডিবটিং কম্পিটিশন।
জামাল : হাঁ, কামাল একজন বক্তা। Jamal : Yes, Kamal is quite a speaker. ইয়েস, কামাল ইজ কোয়াইট এ স্পীকার।
হাসান : ভাল ছেলে । তাকে আমার অভিনন্দন জানাও। Hasan : God boy! Give him my congratulations. গুড বয়। গিভ হি মাই কনগ্র্যাচিউলেশসন।
জামাল : ধন্যবাদ! আমি জানাব । কামালের নানা ভাষা শেখার ঝোঁক আছে। জান, সে ইংরেজী পরিস্কার বলতে পারে। Jamal: Thank you I will. Kamal seems to have a special aptitude for languages. You know, he can speak fluent English. থ্যাঙ্ক ইউ আই উইল কামাল সিমস টু হ্যাভ এ স্পেশাল এ্যাপটিচুউড ফর লাঙ্গুয়েজস ইউ নো, হি ক্যান স্পীক ফ্লুয়েন্ট ইংলিশ।
হাসান : বাঃ! এই বয়সের বাংলাদেশী ছেলের পক্ষে এটা গর্বের বিষয়। Hasan Really! That is crtainly cereditable for a Bangladeshi boy of his age. রিয়েলি! দ্যাট ইজ সার্টেনলি ক্রডিটেবল ফর এ বাংলাদেশী বয় অফ হিজ এজ।
জামাল : তোমার মতে তাহার কোন লাইন নেয়া উচিৎ। Jamal: What line do you think he should take up? হোয়াট লাইন ডু ইউ থিঙ্ক হি সুড টেক আপ।
হাসান : যদি তাঁহার ভাষার বিষয়ে দখল থাকে, তাহলে সে একজন ভাল সাংবাদিক হতে পারে। Hasan : Well, if he is good at languages he could be a good journalist. ওয়েল ইফ হি ইজ গুড এ্যাট ল্যাঙ্গুয়েজস হি কুড বি এ গুড জার্নালিস্ট|
ইংরেজি ভাষা শিক্ষার সহজ উপায়
জামাল : সেই ভাল, তবে আমি শুনেছি যে,সাংবাদিকরা নাকি ভাল বেতন পান না। Jamal : That is a good idea. But I'm told journalists are not well payed. দ্যাট ইজ এ গুড আইডিয়া বার্ট আই'ম টোল্ড জার্নালিস্টস আর নট ওয়েল পেড।
হাসান : আমার মনে হয় এটা বেশ কৌতুহল জনক পেশা। Hasan Perhaps not. But I think it is a very intersting profession. পারহ্যাপস নট। বাট আই থিঙ্ক ইট ইজ এ ভেরী ইন্টাররেস্টিং প্রোফেসন।
জামাল : তব এটা দোকানদারীর চেয়ে নিশ্চয়ই লাভজনক হবে। Jamal: Well, it must be certainly more intersting than running a shop. ওয়েল, ইট মাস্ট বি সার্টেনলি মোর ইন্টারস্টিং দ্যান রানিং এ শপ।
হাসান : ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসব। Hasan : Very good, we'll certainly come down. ভেরী গুড উই’ল সার্টেনলি কাম ডাউন।
জামাল : তাহলে এবার আমাকে যেতে হয়। গুডবাই। Jamal : Good bye, then, I'll push off now. গুড বাঈ দেন, আই'ল পুশ অফ নাউ।
হাসান : গুডবাই। Hasan : Good bye. গুড বাই।
একটি উপহার কিনছেন BUYING A PRESENT বাইং এ প্রজেন্ট
বিক্রেতা : ভিতরে আসুন। বলুন আপনি কি চান? Shopkeeper: Please come in. What would you like to see? প্লিজ কাম ইন। হোয়াট উড ইউ লাইক টু সি?
ক্রেতা : উপহার দেয়ার জন্য আমার একটা সুন্দর ঘড়ি চাই? Customer : I want a niec watch to give as a present. আই ওয়ান্ট এ নাইস ওয়্যাচ টু গিভ এ্যাজ এ প্রেজন্ট।
বিক্রেতা : দিচ্ছি! ছেলেদের না মেয়েদের? Shopkeeper : Certainly, a lady's watch or a gent's watch? সার্টেনলি, এ লেডিস ওয়াচ অর এ জেন্টস ওয়াচ?
bangla english arabic dictionary pdf
ক্রেতা : মেয়েদের। Customer : A lady's watch, please. এ লেডি'স ওয়াচ প্লিজ?
বিক্রেত : দয়া করে এই দিকে এসে এইগুলো দেখুন। Shopkeeper : Sure. Please come this way, and look at these. সিওর। প্লীজ কাম দিস ওয়ে, এ্যান্ড লুক এ্যাট দিজ।
ক্রেতা : ধন্যবাদ! (শো কেশ দেখতে দেখতে) আমার ডান দিকের চতুর্থটা দেখান তো? Customer : Thank you. (Looking in to the show- case). Could I have a look at the fourth one from the right? থ্যাঙ্ক ইউ। (লুকিং ইন টু দি সো-কেশ) কুড আই হ্যাভ এ লুক এ্যাট দি ফোরথ ওয়ান ফ্রম দি রাইট।
বিক্রেতা : নিশ্চয়ই! এই দেখুন Shopkeeper : Of course. Here it is. অফ কোর্স হেয়ার ইট ইজ।
ক্রেতা : বেশ সুন্দর! দাম কত? Customer : It looks nice! What is the price? ইট লুকস নাইস। হোয়াইট ইজ দি প্রাইস?
বিক্রেতা : দু'শ আশি টাকা। Shopkeeper : Two hundred and eighty taka. টু হানড্রেড এ্যান্ড এইটটি টাকা।
ক্রেতা : দু'শ আশি? অনেক দাম!
Customer : Two hundred and eighty? That's too much! টু হানড্রেড এ্যান্ড এইটটি? দ্যাট'স টু মাচ!
বিক্রেতা : এর মতন ভাল সুইস ঘড়ির জন্য দামটা বেশি নয়। Shopkeeper: Not for a really good Swiss watch like this. নট ফর এ রিয়্যালী গুড সুইস ওয়াচ লাইক দিস।
ক্রেতা : কিন্তু আমি একটু সস্তা দামের চাই। সস্তা দামের ঘড়ি নেই। Customer : But I want a cheaper one. Don't you have a cheaper watch? বাট আই ওয়ান্ট এ চীপার ওয়ান। ডোন'ট ইউ হ্যাভ এ চীপার ওয়াচ।
বিক্রেতা : নিশ্চয়ই। এই শো-কেশের এগুলো দেখুন। Shopkeeper: Why not? Look at the ones in this show-case. হোয়াই নট? লুক এ্যাট দি ওয়ানস ইন দিস সো কেশ।
ক্রেতা : এগুলোও বেশ সুন্দর। কোথাকার তৈরি? Customer : They are also nice. What makes are these. দে আর অলসো নাইস। হোয়াট কে আর দিজ!
বিক্রেতা : এইগুলো সবই বাংলাদেশের তৈরি Shopkeeper: These are all made in Bangladesh. দিজ আর অল মেড ইন বাংলাদেশ।
ক্রেতা : কিন্তু এগুলো কি ভাল হবে? Customer : But are they of good quality? বাট আর দে অফ গুড কোয়ালিটি?
বিক্রেতা : হ্যাঁ, নিশ্চয়ই ভাল হবে? এর ওপর এইচ এম টি ঘড়িগুলো আর চমৎকার। Shopkeeper: They certainly are. In addition these HMT wrist watches are so attractive. দে সার্টেনলি আর । ইন এডিশন দিজ এইচ এম টি রিস্ট ওয়াচেস আর সো অ্যাট্রাকটিভ।
জন্মদিন উপলক্ষে AT A BIRTHDAY PARTY এ্যাট এ বার্থ ডে পার্টি
মিনু : বাব, তুমি কোথায় যাচ্ছ? Meenu : Where are you going, Papa? হোয়ার আর ইউ গোইং, পাপা?
bangla to english learning book pdf
শ্যামাকা? বাবু : আমি নীনার জন্মদিনে নিমযণে যাচ্ছি। তুমি যাবে না? Mr. Shyamakant : I'm going to Neena's birthday party. Aren't you coming? আই'ম্ গোইং টু নীনা'স্ বার্থডে পার্টি। আরণ’ট ইউ কামি?
মিনু : ও-হো! আমি একেবারে ভুলে গিয়েছিলাম। একটু Meenu : Oh! It had slipped from my mind
দাঁড়াও বাবা। আমার তৈরী হতে বেশি দেরি হবেনা। altogether. Wait a bit, Papa, I won't take long to get ready. ইট হ্যাড স্লিপড্ ফ্রম মাই মাইণ্ড অলটোগেদার। ওয়েট এ বিট, পাপা, আই ওনটি টেক্ লং টু গেট্ রেডি।
প্রভু ও ভৃত্য MASTER & SERVANT. মাস্টার এ্যান্ড সারভেন্ট
প্রভু : রামু! এদিকে এসো। Master : Ram! Come here. রাম! কাম হিয়ার।
রামু : হ্যাঁ, বাবু? Ramu : Yes, Sir! ইয়েস স্যার।
প্রভু : আমি ষ্টেশনে যাব। Master : I've to go to the Station, আই’ভ্ টু গো টু দ্য ষ্টেশন।
রামু : আমাকে কি করতে হবে বাবু? Ramu : Anything I can do, sir? এনিথিং আই ক্যান ডু স্যার?
প্রভু : একটা ট্যাক্সি ডেকে আন। Master : Get a taxi/cab. গেট এ ট্রাক্সি/ক্যাব।
রামু : ট্যাক্সি স্ট্যাণ্ডটা কোথায় বাবু? Ramu : Where is the taxi stand, sir? হোয়্যার ইজ দ্য ট্রাক্সি ষ্ট্যাণ্ড, স্যার।
প্রভু : নভেল্ট্রি সিনেমার কাছে। Master : Near the Novelty Cinema. নিয়ার দ্য নভে? সিনেমা।
রাস্তাতে ON THE ROAD অন দ্য রোড
রাম : এই যে শ্যাম, কি খবর? Ram : Hello, Shyam. হ্যালো, শ্যাম।
শ্যাম : আরে, রাম যে। Shyam : Hello, Ram হ্যালো, রাম।
রাম : কি খবর তোমার? Ram : How are you? হাউ আর ইউ?
শ্যাম : ভালই আছি, ধন্যবাদ। Shyam: I'm fine, thank you. আই'ম ফাইন, থ্যাঙ্ক ইউ।
রাম : শুনেছিলাম, তুমি নাকি কলকাতার বাইরে গিয়েছিলে? Ram: I had heard that you were out of Calcutta. আই হ্যাড হার্ড দ্যাট ইউ ওয়্যার আউট অফ ক্যালকাটা।
শ্যাম : হ্যাঁ, আমার বোন অসুস্থ ছিল। Shyam: Yes, my sister was ill. ইয়েস, মাই সিস্টার ওয়াজ ইল।
রাম : কোথায় থাকে সে? Ram : Where does she live? হোয়্যার ডাজ শি লিভ?
শ্যাম : শ্রী রামপুরে। Shyam : At Srirampore. অ্যাট শ্রীরামপুর।
রাম : ফিরলে কবে? Ram : When did you come back? হোয়েন ডিড ইউ কাম ব্যাক?
শ্যাম : পরশু। Shyam : Day before yesterday. ডে বিফোর ইয়েস্টারডে।
Read More Post